নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কি যে কোন অসুস্থতার চিকিৎসার জন্যই বিদেশে ছুটতে হবে? দেশে কেন তাদের চিকিৎসা করার মত উচ্চমানের হাসপাতাল তৈরি করা যাবে না?
ঢাকার একটি নাগরিক সংগঠন বৃহস্পতিবার এক মানববন্ধন করে এই প্রশ্নই তুলেছে। তাদের বক্তব্য- শুধু ভিভিআইপিরা নন, বাংলাদেশের যাদেরই আর্থিক সামর্থ্য আছে তারাই রুটিন স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে গুরুতর রোগের চিকিৎসার জন্য বিদেশে ছোটেন। এই প্রবণতা বন্ধের জন্য দেশেই উচ্চ মানের স্বাস্থ্যসেবা গড়ে তোলার দাবি জানাচ্ছেন তারা।
সিটিজেন রাইটস মুভমেন্ট নামের এই সংগঠনটির প্রধান মফিজুর রহমান সরকার বলেন , “আমাদের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান না বাড়িয়ে এরা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে রাজনৈতিক নেতাদের বিদেশে চিকিৎসা করানোর কোন অধিকার নেই।”
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সরকারী-বেসরকারী হাসপাতালে রোগনির্ণয় ব্যবস্থা খুবই দুর্বল। সেজন্যই বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রবণতা বাড়ছে।
তবে সিটিজেন রাইটস মুভমেন্ট বলছে চিকিৎসার জন্য রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিদেশমুখো হবার কারনেই দেশের স্বাস্থ্যসেবার মান বাড়ছেনা।
এই বক্তব্যের সাথে একমত গবেষক এবং চিকিৎসক ডা: রুবাইয়ুল মোর্শেদ। তিনি বাংলাদেশের নামকরা বেসরকারি হাসপাতালগুলোতে কাজ করেছেন।
মি: মোর্শেদ বলেন অনেক বেসরকারী হাসপাতালে চিকিৎসার মান ভালো নয়।
তিনি বলেন, “ চকচক করলেই সোনা হয়না। হাসপাতাল যদি দেখতে সুন্দর হয়, মার্কেটিং ভালো হয় – ভিতরে কি হচ্ছে তা আমরা জানছি না । যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব সাবধানী হয়।”
বাংলাদেশে থেকে প্রতিবছর ঠিক কত মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে এর সঠিক পরিসংখ্যান নেই। কারণ অনেকই ভ্রমন ভিসা নিয়ে চিকিৎসা করাতে যায়। বিদেশগামী রোগীদের ৭০ শতাংশই ভারতে যায়। অন্যদের গন্তব্য থাইল্যান্ড, সিংগাপুর এবং মালয়েশিয়া।
ডাক্তাররা মনে করেন অনেকে যুক্তিসংগত কারণ ছাড়াই বিদেশে চিকিৎসা নিতে যায়। বিষয়টি অনেকটা ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে বলেও অনেকে মনে করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান বলেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আস্থাহীনতার যে কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়।
মি: খান বলেন, “ আমাদের হাসপাতালে আজও রেলমন্ত্রী মহোদয় ভর্তি আছেন। এছাড়া আমাদের অনেক সম্মানিত ব্যক্তি এবং সরকারের উচ্চ পর্যায়ের অনেকে এখানে চিকিৎসা নিতে আসেন।”
গবেষক রুবাইয়ুল মোর্শেদ মনে করেন সরকারী-বেসরকারী উভয়ক্ষেত্রে হাসপাতালের ব্যবস্থাপনা খুবই নাজুক। ফলে এর প্রভাব পড়ছে চিকিৎসার উপর। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করতে পারলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মি: মোর্শেদ মনে করেন।
তথ্যসূত্রঃ বিবিসি লাইন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনার জন্যও অশেষ শুভেচ্ছা থাকলো ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
রাতুল_শাহ বলেছেন: আমরা প্রায় শুনি এই দেশের নামি দামী ফাইভ স্টার মার্কা হাসপাতাল গুলোতে সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। নরমাল হয় না।
অথচ বাইরে নাকি নরমাল উপায়ে বাচ্চা প্রসব করানো যথেষ্ট চেষ্টা করা হয়।
আমার অনেক পরিচিত জন এই দেশে চিকিৎসা করে লাখ টাকা শেষ করে ফেলেছেন। শেষে চেন্নাই গিয়ে চিকিৎসা হয়ে এসেছেন।
আমাদের দেশের ডাক্তাররা দেশের বাইরে অনেক সুনাম অর্জন করেছেন। যদি সেই খ্যাতিমান ডাক্তার আমাদের দেশে এসে চিকিৎসা দেন, তাহলে নিশ্চিত তিনি ডাক্তার না থেকে ব্যবসায়ী হয়ে যাবেন।
আপনি যদি ডাক্তার হয়ে টাকা ইনকাম না করতে পারলেন, আপনাকে কে মূল্যায়ন করবে? কেউ দামী দিবে না। টাকা নাই দাম নাই। টাকা আয় করতে হলে আপনাকে ব্যবসা করতে হবে।
আমরা যেদিন মানুষকে টাকা ছাড়া মূল্যায়ন করতে পারবো, জ্ঞান বা শিক্ষার মূল্য দিতে পারবো, সেদিন আমরা এগিয়ে যেতে পারবো।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
আমি মিন্টু বলেছেন: তবে বিশ্বের কোথাউ আমাদের দেশের হাসপাতাল বা ডাক্তারদের মত বিজনেস করে কি না আমার জানা নাই ভাই।
বললে অনেকে খারাপ মনে করবে আমাদের দেশের ডাক্তার সাহেবেরা মানুষের জীবন কি টা জানেন না চিনেন শুধু টাকা ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই । ভাই আপনার শরীর সাস্থ ভালো আছেতো ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, একই প্রশ্ন আমারো! আমাদের দেশে রাষ্ট্র প্রধানরা কি পারেন না এই দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে?
হ্যাঁ পারেন। আবার না পারেন না।
পারলে কেন করেন না? দুর্নীতি, ভবিষ্যত পরিকল্পনা এবং জাতীয় রাজনীতিতে ইস্যু বিহীন উন্নয়ন কোন ভুমিকা রাখে না বিধায় এই জাতীয় উন্নয়নে তেমন আগ্রহ দেখা যায় না।
আবার, দেশের শিক্ষার মান ক্রমবর্ধমান হারে হ্রাস পাচ্ছে্ তাতে জেনে শুনে কেউ নিশ্চয় নিজের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবে না। যার সামর্থ আছে, তিনি বিদেশে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন যার যাদের সামর্থ নেই, তারা ফি সাবেলিল্লাহ বলে নিজেদেরকে সপে দেন বর্তমান চিকিৎসা ব্যবস্থায়।
বিশ্বে চিকিৎসা পর্যটন বলে একটা কনসেপ্ট আছে যা চাইলে এই দেশে খুব দারুন ভাবে এপ্লাই করা যেতো। দেশের অনেক চমৎকার স্থান আছে, পর্যটন সংশ্লিষ্ট। যেখানে একটু খেয়াল করলে, একটু পরিকল্পনা করলেই এক ঢিলে দুই পাখি মারা যেতো।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় এবং শ্রধেয় বড় ভাই আপনার প্রতিটি কথা সাথেই সহমত । তার পরেও যেখানে পদ্মা সেতু করার জন্য বিভিন্ন মোবাই ফোনের মাধ্যমে আমার আপনার পকেটের টাকা সরকার করাত মেলের মত কেটে নিচ্ছেন আর আমারাও তা মেনে নিয়েছি । সেখানে এ ধরনে কোন
উদ্ধেগ্য নিয়ে যদি সরকার সরাসরি বাংলাদেশের প্রতিটি কর্ম জীবি মানুষের মাথা পিছু আয় থেকে প্রতি দিন হারে এক টাকা করে কেটে নেন আর এরকম কার্যক্রম মাত্র তিন মাস চালিয়ে যান তাতেও কিন্তু অনেক সাফলতা আসবে বলে ধারনা করা যায় ।
এবং এরকম কোন উদ্ধেগ্যে সফল হওয়া মানেই প্রতি বছরই দোশের কোটি কোটি টাকা যেমন দেশেই থাকবে অন্য দিকে দেশের
সাধারন মানুষগুলোর ভিতরেও অনেকের জীবন বাঁচবে ।
একই সাথে এই সকল কাজে দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান গুলো সরকারের পাশে থেকে এক সাথে কাজ করলে ১০০ ভাগ সফলতা আসবে । এবং সোনার বাংলা সত্যয় সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে ।
হবেই ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
গেম চেঞ্জার বলেছেন: সরকারের সচিবালয়ে দুর্নীতির কারণে যে টাকা নষ্ট হয় সে টাকার যদি শতকরা ১০ভাগ খরচ করা হয় তবে মাউন্ট এলিজাবেথের মানসম্পন্ন(আয়তনে বড় নয়) হাসপাতাল বানানো সম্ভব।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই আপনার সাথে সহমত । তারা যদি মাত্র একটি বছর দেশের সাধারন মানুষগুলোর কথা চিন্তা করেন
এবং দেশের সার্থে দূরনীতি করা থেকে বিরত থাকেন তাহলেই দেশে এরকম কিছু করা কোন বেপারই না ।
কিন্তু আমার মাথায় ঢুকছে ওই সচিবালয় বা সরকারি বেটাগুলা আমাগো মত অল্প শিক্ষিত লোকদের ব্লগ পারা থেকেও কিছু
শিখতে পারে না ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্কয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছিল সিংঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। আরো অনেক ভি আইপি দেশে মরার ভাগ্য অর্জন করেন না। আমরা আম জনতা কই যাবো?--- আর হ্যাঁ, মালয়েশিয়ার চিকিৎসা কিন্তু ভাল নয়। অনেক বেশী ব্যয়বহুল আর বাজে। তার চেয়ে বাংলাদেশের মান অনেক ভাল।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই এই ভাবে চলতে থাকলে আমাদের কষ্টে অর্জিত দেশের অর্থ যাবে অন্যে দেশের আমজনতার পকেটে আর কি । আর
উন্নয়ন তারাই করবে । আর আমরা ওই যে প্রভাদ আছে না নুন আনতে পান্তা ফুরায় ওই রকম কিছুই থেকে যাবো ।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
রাতুল_শাহ বলেছেন: স্কয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছিল সিংঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
হাসি ছাড়া কিছু আসে না।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
আমি মিন্টু বলেছেন: সত্যয় চিন্তা করার মতই কথা আমাদের জম্মভূমির উপরে আমাদের নিজের সম্পদের উপরে আমরা নিজেরাই কোন বিশ্বাস
রাখতে পারি না । হয়রে দূর ভাগ্য আমাদের ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
৭১৫০ বলেছেন: যে গনহারে প্রশ্ন ফাসে ডাক্তার হইতসে সামনে আরো থাকবে না। স্কয়ার ইউনাইটেড এ ইন্ডিয়ান ডাক্তারদের দেখবেন সামনে। মান রাখতে গেলে তা ছাড়া উপায় নাই।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আমি মিন্টু বলেছেন: দেখি এই দূর ভাগ্য আমাদের কোন পযন্ত টেনে নেয় ।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: খুব ভালো একটা বিষয় তুলেছেন ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আমাদের সরকারের অনেক কিছুই করতে ইচ্ছে করে না । কারণ তারা তো জনগণের কাছে দায়বদ্ধ না ।
সুন্দর বিষয়ে বলেছেন ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
আমি মিন্টু বলেছেন: ঠিকি বলেছেন সহমত
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
আজাদ মোল্লা বলেছেন: ভাই বিদেশ গেলে খতি কি ,
দেশের টাকা , বাবার নয় ।
আমার দেশ ভালো মানের হাসপাতাল হলে ,
চিকিত্সার নামে কি পালানো যাবে দেশ ছেড়ে ?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০
আমি মিন্টু বলেছেন:
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সাধু ভাই বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য ।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
বিদ্রোহী সিপাহী বলেছেন: যে দেশকে ভালবেসে (!!!) দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য (!!!) রাজনীতিতে উনাদের আগমন, সে দেশে ভাল চিকিৎসা হয় না (???)
স্রষ্টা উপরে বসে হাসছেন আর....
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০
আমি মিন্টু বলেছেন: তেমনি মনে হচ্ছে
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগলো ভালো একটি বিষয় তুলে ধরছেন ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ভালো ও সুস্থ থাকুক আপনাদের মন ও দেহ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল প্রসঙ্গ তুলেছেন। শুভকামনা।