নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলকে ২০১৫ সালের পার্সন অব দা ইয়ার ঘোষনা করেছেন টাইম ম্যাগাজিন।
সিরিয়ান শরনার্থী সংকট, গ্রীসের বেইলাউট চুক্তি, ইউরোপীয়ন ইউনিয়নের মুদ্রা সংক্রান্ত সমস্যা এবং ইউক্রেনের রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাসহ নানা বিষয়ে তার দক্ষ নের্তৃত্বের কারনে তাকেই পার্সন অব দা ইয়ার খেতাব দেওয়া হল এবার ।
টাইম ম্যাগাজিনে বলা হয় মার্কেল ইউরোপের সকল বড় সংকটে দারুনভাবে হস্তক্ষেপ করছেন। টাইম সম্পাদক ন্যান্সী গিবস বলেছেন তখনই পরীক্ষিত হন যখন মানুষ আর তাদের কথা শুনতে চান না এবং মার্কেল সেই পরীক্ষায় পাশ করেছেন।
দশ বছর আগে এ্যাঙ্গেলা মার্কেল জার্মানীর প্রথম নারী চ্যাএন্সলর নির্বাচিত হন।
সাময়িকীটির চূড়ান্ত বাছাইয়ের তালিকায় ছিলেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প এবং উবার ট্যাক্সি কোম্পানির প্রধান ট্রাভিস কালানিক। এদের পেছনে ফেলে শীর্ষ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন এঙ্গেলা মেরকেল।
১৯২৭ সালের পর থেকে মিসেস মেরকেল নিয়ে মাত্র চারজন মহিলা সেরা ব্যক্তিত্বের সম্মান পেলেন।
টাইম ম্যাগাজিন ইউরোপের অভিবাসন সংকট এবং ঋণ সমস্যা মোকাবেলায় মিসেস মেরকেলের নেতৃত্বের প্রশংসা করেছেন।সাময়িকীর সম্পাদক ন্যান্সি গিবস আরো বলেছেন মিসেস মেরকেল 'নৈতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন যা আজকের দুনিয়ায় বিরল হয়ে থাকবে ।ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদি দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে এসেছেন আমেরিকায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।মিস গিবস মিসেস মেরকেল প্রসঙ্গে লিখেছেন তিনি নিজের দেশের কাছ থেকে যা চেয়েছেন তা চাইতে অনেক রাজনীতিকই সাহস পাবেন না তার সেই সাহসিকতার জন্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের জন্য এবং নৈতিকতাকে ভিত্তি করে নেতৃত্ব দেওয়া যা আজকের বিশ্বে বিরল এসবের কারণেই তিনি টাইম ম্যাগাজিনের ২০১৫ এর সেরা ব্যক্তিত্ব হয়েছেন।
ইউরোপের শরণার্থী এবং গ্রিসের আর্থিক সঙ্কট সেইসঙ্গে প্যারিস হামলার প্রসঙ্গে টেনে মিস গিবস আরও লিখেছেন এই সবগুলো ক্ষেত্রেই এগিয়ে এসেছেন মিসেস মেরকেল। তার কঠিন শর্ত বজায় রেখেও গ্রিসকে অর্থ সহায়তা দিয়েছেন ইসলামী মৌলবাদের শিকার যারা তাদের শরণার্থী হিসাবে গ্রহণ করেছেন তিনি। টাইম ম্যাগাজিন পাঠকদের ভোট আহ্বান করলেও বিজয়ী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন সম্পাদকরা।
এর আগে এই খেতাবপ্রাপ্তদের তালিকায় অ্যাডল্ফ হিটলার, জোসেফ স্তালিন মহাত্মা গান্ধী, উইন্সটন চার্চিল এবং রিচার্ড নিক্সন এর পাশাপাশি এখন যোগ হল ৬১ বছর বয়সী এঙ্গেলা মেরকেল এর নাম।
তথ্য অনলাইন নিউজ
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: উনাকে নোবেলও দেয়া উচিত ছিলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সাধু ভাই সহমত ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। তথ্যটি আমার প্রফেশনাল কাজে লাগবে।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই জেনে ভালো লাগলো পোস্টটা একজনের হলেও কাজে লাগবে ।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: অসম সাহসী এই নারী লক্ষ সিরিয়ান উদ্ভাস্তুকে গ্রহন করেছেন, বলেছেন 'আমার দেশে খাদ্যের অভাব নেই , নেই থাকার জায়গার অভাব'। ১৯৭১ সালে আরেক গরীব রাষ্ট্রের মহীয়সী নারী ঠিক একই ভাবে ১ কোটি বাঙালি শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন, তিনি ইন্দিরা গান্ধী। ধনবান জার্মানদের মত হয়ত রুটি , সসেজ খাওয়াতে পারেননি ইন্দিরা কিন্তু ছাতুর বন্দোবস্ত করেছিলেন। দেবী নারীর অভাব নেই তেমনি ধ্বংসযজ্ঞ চালান নারীও কম নয়। ধন্যবাদ মিন্টু, কাল রাতে টুইট করা টাইমষ নিউজে এই খবর পড়ছিলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আজিজ ভাইয়া । আপনার মন্তব্য পেয়ে খুশি হোলাম ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
তুষার কাব্য বলেছেন: অসাধারণ একজন মানুষ ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাইয়া বহুদিন মনে হয় আপনার ভ্রমন পোসট পড়ি না ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
চাঁদগাজী বলেছেন:
ভালো