নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বরের মাঝের সপ্তাহ থেকেই শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে এ রাজ্যে l কলকাতা শহর থেকে শহরতলি কিম্বা গ্রাম, সর্বত্রই এবার হুহু করে কাঁপতে শুরু করেছে মানুষ l কিন্তু, শীত করছে বলে তো আর ঘরে বসে থাকা যায় না l শীতের সকালে লেপ, কম্বলের নীচে থেকে উঠেই কাজ করতে হয় l কিন্তু কী কী খাবার খেলে দূরে থাকবে শীত সেই সম্পর্কে রইলো বেশ কিছু টিপস শীতের সময় একটু বেশি করেই চা কফি খান l মনে রাকবেন চা, কফি কিন্তু শীত তাড়াতে বেশ উপকারী l আর চা এ যদি একটু অদা দিয়ে খেতে পারেন তাহলে তো কথাই নেই l শীতও দুরে থাকলো অন্যদিকে সর্দি কাশিরও উপশম হলো l তাই শীত তাড়াতে খান চা কিম্বা কফি l কিন্তু মনে রাখবেন কোনও কিছুই বেশি খাওয়া উচিত নয় l দিনে ৪থেকে ৫ কাপ এর বেশি চা অথবা কফি খেলে ঘুমের বারোটা বাজবে l তাই চা খান কিন্তু মেপেজুপে l
শীতের সময় একটু ঘি মাখন খেতে পারেন l কিম্বা সর্ষের তেল বা অলিভ অয়েল l শীতের সময় চর্বি জাতীয় ওই সমস্ত খাবার খেলে কনকনে শীত থেকে রেহাই পাবেন l গরম ভাতে ঘি মাখন কিম্বা সর্ষের তেল দিয়ে আলু বেগুন ভাজা একটু খেতেই পারেন l স্যালাডে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলও l কিন্তু, মনে রাখবেন যাঁরা হার্টের রোগী তাঁরা কিন্তু চিকিত্সকের পরামর্শ ছাড়া কিছু খাবেন না l
শীতের সময় আদা খান বেশি করে l চা-এ আদা দিন l মাছ, মাংশ রান্নায়ও আদা ব্যবহার করুন l কিম্বা গরম জলে আদা দিয়েও খেতেও পারেন l এতে সর্দি, কাশির প্রবণতা কমে যায় l শীতও লাগে কম lশীতের সময় আর বেশি করে কার্বহাইড্রেট যুক্ত খাবার খান l মনে রাখবেন, কার্বহাইড্রেট সমৃদ্ধ খাবার কিন্তু শীত কমাতে সাহায্য করে l ডাল, ভাত, চিনি, রুটি, এই সমস্ত খাবারে কার্বহাইড্রেট বেশি থাকে l কিন্তু শীতের সময় অনেকেই ভাত বেশি খেতে চান না l তাই তাঁরা ভাত সরিয়ে রেখে আটার রুটিও খেতে পারেন শীত কমানোর জন্য l
তথ্যস্বিকারঃ অনলাইন ম্যগাজিন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
আমি মিন্টু বলেছেন: মাঝে মাঝে শুধু ফলোই না ভাই দুই একটি টেষ্টও করি
শুভকামনা থাকলো ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
কিরমানী লিটন বলেছেন: শীতের সময় আদা খান বেশি করে l চা-এ আদা দিন l মাছ, মাংশ রান্নায়ও আদা ব্যবহার করুন l কিম্বা গরম জলে আদা দিয়েও খেতেও পারেন l এতে সর্দি, কাশির প্রবণতা কমে যায় l শীতও লাগে কম lশীতের সময় আর বেশি করে কার্বহাইড্রেট যুক্ত খাবার খান l মনে রাখবেন, কার্বহাইড্রেট সমৃদ্ধ খাবার কিন্তু শীত কমাতে সাহায্য করে l ডাল, ভাত, চিনি, রুটি, এই সমস্ত খাবারে কার্বহাইড্রেট বেশি থাকে l কিন্তু শীতের সময় অনেকেই ভাত বেশি খেতে চান না l তাই তাঁরা ভাত সরিয়ে রেখে আটার রুটিও খেতে পারেন শীত কমানোর জন্য l
অনবদ্য বর্ণনায়- নান্দনিক কার্যকর পোষ্ট...
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
আমি মিন্টু বলেছেন: চমতকার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
প্রামানিক বলেছেন: কিন্তু, মনে রাখবেন যাঁরা হার্টের রোগী তাঁরা কিন্তু চিকিত্সকের পরামর্শ ছাড়া কিছু খাবেন না l
আপনার লেখা পড়ে যাও খুশি হয়েছিলুম এই লাইনটা পড়ে বারোটা বেজে গেল। আমার প্রিয় খাবারের তালিকা থেকে ঘি বাদ পড়ে গেল। ধন্যবাদ শীতে গরম পরামর্শ দেয়ার জন্য।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ভয়ের কিছু নাই
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি চা-কপি কিছুই খাই না। অন্য কোন উপায় থাকলে বলেন ?
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
তারেক ফাহিম বলেছেন: এখন চা খাবো,
ঘুম নষ্ট হলে ????????
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: আপনি কলকাতা থাকেন মিন্টু ভাই ?
আমি চা-কফি দুইটাই খাই সকাল থেকে রাত পর্যন্ত। দেখি গরম পানিতে আদা দিয়ে খেলে কেমন লাগে!
আপনি যে এসব স্বাস্থ্য টিপস দেন, আপনি কি সেগুলো ফলো করেন ভাই ?
ভালো থাকুন