নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মাদকের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী সিনেমায় অভিনয় করলেন ফেরদৌস ও নিপুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪


আমাদের দেশে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে যোগ হল বাণিজ্যিক চলচ্চিত্র। এটি এমন একটি চলচ্চিত্র যা নির্মাতা এবং কলাকুশলীরা একটি মাদকবিরোধী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করছেন।অভিনেতা ফেরদৌস এবং নায়িকা নিপুণ অভিনীত স্বর্গ থেকে নরক নামের এই চলচ্চিত্রটির নির্মাতা । এর মাধ্যমে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকের ভয়াবহতা এবং এ থেকে বেরিয়ে আসার একটি বার্তা দেওয়া হয়েছে। আমাদেরদেশে বিভিন্ন প্রচারণার মাধ্যমে মাদক বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও চলচ্চিত্র মাধ্যমে এধরণের উদ্যোগ নতুন।
আমাদেরদেশে সরকারী হিসেবে দেশটিতে মাদকাসক্তের সংখ্যা ৫০ লক্ষাধিক। এবং বেসরকারী হিসেবে এই সংখ্যা প্রায় ৭০থেকে৮০ লক্ষ। এমন পরিস্থিতিতে মাদকের ভয়াবহতা এবং তা থেকে ফিরে আসার কাহিনী নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র স্বর্গ থেকে নরক।
চলচ্চিত্রটির নির্মাতা এবং চিত্রনাট্যকার ডঃ অরূপ রতন চৌধুরী যিনি গত প্রায় ৩০ বছর যাবত মাদকবিরোধী আন্দোলনের সাথে যুক্ত আছেন। তিনি বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক পাচারকারীদের ধরে বা মাদক আটক করে কোন লাভ হচ্ছে না। বরং মাদকাসক্তের সংখ্যা দিন দিন আরো বেড়ে চলছে। তিনি মনে করেন চলচ্চিত্র সর্বশ্রেষ্ঠ যার মাধ্যমে একটি শিক্ষা অথবা একটি সচেতনতামূলক কার্যক্রম নিয়ে তিনি তরুণ সমাজের কাছে পৌছাতে পারবেন।ডঃ চৌধুরী আরো বলছেন চলচ্চিত্রটি একটি সামাজিক বার্তাসম্বলিত চলচ্চিত্র হলেও বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের সকল বিনোদনই এই চলচ্চিত্রে থাকবে। আর সেকারণেই এধরণের চলচ্চিত্র মানুষের মধ্যে আরো বেশি সচেতনতা তৈরি করবে । একই মত প্রকাশ করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। চিত্র নায়ক ফেরদৌস আরো বলেছেন আমরা অনেক চলচ্চিত্রেই বিভিন্ন সামাজিক অসঙ্গতি কিংবা সমস্যা তুলে ধরে তাকে পাশ কাটিয়ে চলে যাই। আমরা দেখাতে চেষ্টা করেছি যে ড্রাগসটা কিভাবে মানুষের মধ্যে ঢুকে পড়ছে এবং কিভাবে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি এর পুরো প্রক্রিয়া আমরা দেখিয়েছি। তবে সেটা তথ্যচিত্রের স্টাইলে না বলেন ।

এই চলচ্চিত্রের নায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। মাদকবিরোধী চলচ্চিত্রের প্রতি দর্শকরা কেন আগ্রহী হবে ব্যখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন এধরণের চলচ্চিত্রের মাধ্যমে কিশোরকিশোরী থেকে সব বয়সের মানুষই সচেতন হতে পারে।
চলচ্চিত্র দেখতে গেলে মানুষ বুঝতে পারবে যে এখানে বিনোদনের মাধ্যমে খুব বড় একটা জিনিস দেখানো হচ্ছে। শুধু স্মোকিং, ড্রাগস নিচ্ছে কিংবা ওয়াইন খাচ্ছে সেটা দেখানো নয় দেখানো হচ্ছে ড্রাগস কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে বলেন নিপুণ।
আমি নিজেই একটিসময় ড্রাগস খাইতাম। পরে আমার বন্ধু বান্ধব খায়া কি করে না করে দেখছি নিজের অবস্থাও দেখছি। তারপর ছাইড়া দিছি। সিনেমা দেইখা এইটা আরো সুন্দরভাবে হইতে পারে যে দেখবে সেতো আর পোলাপান না। ছবিতে যদি এইটা দেখানো হয় তাইলে ও তো বোঝেই ঢাকার একটি প্রেক্ষাগৃহের সামনে বলছিলেন একজন সিনেমার দর্শক। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলছেন মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের সাথে সাথে জনসচেতনতা তৈরি সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই সচেতনতা তৈরির ক্ষেত্রে মাদকবিরোধী চলচ্চিত্র একটি বড় ভূমিকা রাখতে পারে। তিনি বলেন আমরা যদি সব এজেন্সি মিলেও মাদকের অবৈধ পাচার রোধ করে দেয় কিন্তু দেশের ভেতরে যদি চাহিদা কমানো সম্ভব না হয় তাহলেও এটা রোধ করা সম্ভব হবে না। যারা এখনো মাদক নেয়নি তাদেরকে সচেতন করার জন্য এর ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে সচেতন করার কোন বিকল্প নেই।মি রহমান বলছেন মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন জেলার হলগুলোতে মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিচ্ছেন। আর এই চলচ্চিত্রটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও প্রচারের উদ্যোগ নিচ্ছেন চলচ্চিত্রটির নির্মাতা।

তথ্যসংগ্রহঃ অনলাইন মিডিয়া ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

গেম চেঞ্জার বলেছেন: আপনে খালি খবর জানাইতে থাকিবেন, মিন্টু ভাই?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

আমি মিন্টু বলেছেন: আপনেরা আছেন বলেই জানাইয়া শান্তি পাই । 8-|
ধন্যবাদ ভাই

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

Ahmed Musa বলেছেন: এর আগে মারুফের একটা ছবি ছিলনা?
কি যেন নাম....
সম্ভবতঃ সর্বানাসা ইয়াবা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

আমি মিন্টু বলেছেন: নাহ আপনার স্বরণ শক্তি ভালই আছে । :)

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:

মাদকের জনপ্রিয়তা বেড়ে যাবে না তো শেষে? আমাদের পরিচালকেরা চেই পরিমাণ বুদ্ধিমান, ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

আমি মিন্টু বলেছেন: কথা মন্দ বলেন নাই চাঁদগাজী ভাই আমাদেশের দেশিয় ছবি বলে কথা ।
শেষে আবার ভরপুর কাটপিচ না দিলেই হল ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

টোকাই রাজা বলেছেন: ভালোই মাদক নিয়া ফিল্ম বানায়, এতে মাদকসেবীরা ব্যাপক উদ্দীপনা নিয়ে মাদক নিয়ে আবার যেন ঝাপিয়ে না পড়ে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

আমি মিন্টু বলেছেন: হুম দেখা যাক কি হয় । :(

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

লেখায় চ্যাম্পিয়ান বলেছেন: তারা একটি ভাল কাজ করছে ।
শেয়ার করার জন্য সাধুবাদ জানাই ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

আমি মিন্টু বলেছেন: হুম আপনিরেও ধন্যবাদ । ;)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

গ্রিন জোন বলেছেন: নেটে কি পাওয়া যাচ্ছে সিনেমাটা?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

আমি মিন্টু বলেছেন: পাবেন পাবেন একটু ধৈর্য ধরেন ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সিনেমাটা আগে দেখি তারপর.............

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই । সিনামাটা দেইখা একটা রিভিউ দেওয়া চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.