![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন। চাহিদা,আশা,প্রত্যাশা,স্বপ্ন নিয়ে বেঁচে আছি..........।
আমরা হিন্দুরা মসজিদ দেখলে আমাদের মন্দিরের মত করে শ্রদ্ধার চোখে দেখি ।।
।। ঈদের সময় আমরাও
মজা করি ।। বন্ধুরা মিলে গান শোনা ও গাওয়ার সময়
আযান দিলে গান থামিয়ে দি ।। কারণ
আমরা ধর্মকে সম্মান দিতে জানি ।। কিন্তু এর পরিবর্তে যদি আমাদেরকে সংখ্যালঘু
বলে বলে যেন তেন ভাবে নির্যাতন করা হয় ,
আমাদের দেবদেবীরকে অসম্মান করা হয় , পবিত্র স্থান মন্দিরের উপর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ,
তো এর চেয়ে দুঃখজনক আর কিছুই
হতে পারেনা । যে দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু দেখা হয় , সে যে দেশই হোক না কেন ওই দেশে আর যাই হোক শান্তি এবং উন্নতি আশা করা যায় না এবং হবেও না !!!!!!!!
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
সুজয় শর্মা বলেছেন: আমার সোনার বাংলা, এটা আর আমাদের নেই, এটা এখন একটা গোষ্টির হাতে, যারা চাই এদেশ কে ধংস করতে।
পারবে না, আমরা আছি, আমরা থাকব, শাহাবাগ আছে, শাহাবাগ থাকবে।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
নায়করাজ বলেছেন: বিএনপি-জামাত জোটের ফর্মুলাই তো এটা।
২০০১ সালের নির্বাচনের পরেও তো ওরা সংখ্যালঘুদের উপর ঝাপিয়ে পড়েছিল।
এখনো সংখ্যালঘুদের অনেকে কিভাবে বিএনপি করে বুঝি না। লজ্জা শরম বলে তো একটা ব্যাপার আছে , নাকি ?
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কারো উপর অত্যাচার নয়,,,,,,,, সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখা সকলের কর্তব্য ও দায়িত্ব। যারা এই ধরণের কাজ করে তারা আসলে মানুষ নামের কলংক।
এখানে ক্লিক করেন
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
নির্মল পাল বলেছেন: কিন্তু এইখানে সরকার অবশ্যই কিছু করতে পারত । আমি বুঝি না সরকার কেন এখনও কোন পদক্ষেপ নিচ্ছে না । সামনে আরও হারতাল হতে পারে , আরও রায়ও আছে । এইভাবেই কি সব হিন্দুরা কি নিধন হতে থাকবে !!!!!! প্রতিবাদ, মানবন্ধন করেও কোন কিছু হচ্ছে না । অবশেষে সব ভাংচুর আর জ্বালাও-পোড়াও .।.।.।.।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
মনিরুলইসলাম বলেছেন: যারাই এ কাজ করছে তারা প্রকৃত মুলমান নয়। তুমি যে মন্তব্য করেছো আমি এতে থুব দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের নবী মুহাম্মদ সল্ললহু আলাইহিসালাম এ কাজ একদম নিসেধ করেছেন সকল মুসলমানদেরকে এ কাজ করতে।