নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন আগমন............

কখনো কখনো জেতার জন্য হারতে হয়। আর হেরে যারা জেতে, তারাই প্রকৃত জয়ী।

নির্মল পাল

খুব সাধারন। চাহিদা,আশা,প্রত্যাশা,স্বপ্ন নিয়ে বেঁচে আছি..........।

নির্মল পাল › বিস্তারিত পোস্টঃ

আমার নিজের লিখা কিছু কথামালা।।।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০১

আমার এখন এই জীবনটা অনেকটাই নির্জীবের মতন হয়ে গেছে। নেই কোন আগের মতন প্রাণ-চঞলতা, খুশী, আনন্দ, উচ্ছাস। পিছিয়ে পড়ে আছি জীবনের থেকে অনেক গুলো পথ। সেখানে আছে শুধু মরীচিকার মত অদৃশ্য ধুম্রজাল। আর আমি পড়ে আছি এই খানেই। দেখতে পাই না কোন কূল-কিনারা, এপার-ওপার। বের হবার কোন সঠিক পথও ভালভাবে বুঝে উঠতে পারছি না। একঘেয়েমি আর অলসতা আমাকে গ্রাস করে রেখেছে প্রবলভাবে। এর থেকে কোন ভাবেই বের হতে আমি পারছি না। এ এক বিভীষিকাময় অবস্থা। আমি হেঁটে হেঁটে পথ খুঁজে বেড়াতে আজ বড়ই ক্লান্ত পথিক। আর এর পরিসীমাটা খুবই বিস্তর। ধৈর্যও আজ আমার কাছ থেকে ছুটি নিয়ে পালিয়ে যেতে চায়। আমিও ধৈর্যকে আর শক্ত করে ধরে রাখতে পারছি না। সব কিছুই যেন আজ আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আর আমাকে এই হারানোর মায়াজালে ফেলে দিয়ে কেবলই হাতছানি দিয়ে ডাকছে। জানি না এই হাতছানিকে জয় করতে পারব কিনা। কিন্তু জয় যে আমার জীবন থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে। সেই জয়ের মুকুট আমাকে আনতে হলে যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমি কি পারব সেই দীর্ঘ সহ্রস্য দুর্গম পথ পাড়ি দিয়ে বিজয়ের মুকুটটি আমার মাথায় পড়াতে??? নাকি সেই মরীচিকাময় কন্টক পথে একাকি অসহায়ের মতন উদ্দেশ্যহীনের ন্যায় ঘুরে বেড়াব!!! মিলাতে কি পারব জীবনের এই জটিল সমীকরণটা.....পৌছুতে কি পারব ওই সাফ্যলের শীর্ষ চূড়ার দ্বার-প্রান্তে...!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.