নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

কুরআন শিখা কত সহজ !!!

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২



আসসালামু আলাইকুম ! আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রমযান প্রায় শেষ হয়ে এল ! সবাই যার যার সাধ্যমত ইবাদতে মশগুল আছি । কারন এ মাসে একটি ছোয়াব অন্য মাসের ৭০টি ছোয়াবের সমান আর একটি সুন্নাত একটি ফরজের সমান । আমরা কি জানি এ মাসের এত গুরুত্ব কেনো ? হ্যাঁ ঠিক ভেবেছেন ! এ মাসে কোরআন নাযিল হয়েছে । কোরআনের কারনে এ মাসের গুরুত্ব এত বেশি । যার কারনে এত আয়োজন তাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি ? মানে আমরা যারা কোরআন পড়তে জানি তারা কি আরও বেশি করে পড়ছি ? বা আমরা যারা কোরআন পড়তে জানি না তারা কি শিখার চেষ্টা করছি ?

আমরা মুসলমানরা ছোটবেলা থেকেই কোরআন এর সাথে পরিচিত । কোরআনকে আমরা সর্বাপেক্ষা সম্মান করি । আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা আমাদের জন্য মানা ফরয, আর যা কিছু নিষেধ করেছেন তা আমাদের জন্য হারাম। এখন যদি বলি আপনি কি কোরআন আরবিতে পড়তে জানেন ?

অনেকের কাছ থেকে উত্তর আসবে ” না ” । অনেক ভাই আবার বলবে আরবি জানার দরকার কি অনুবাদ পড়লেই তো হলো !

আমি বলবো হ্যাঁ অনুবাদ জেনে আমল করলে হবে কিন্তু মুসলমান হিসাবে আপনার কি ইচ্ছে করে না তারতিল এর সহিত গুনগুন করে সকাল বেলা কুরআন পড়তে ?

এখন অনেক ভাই বলবেন “সময়” “সুযোগ” পাই নাই!

আমি বলবো -সময়- আমরা ইংরেজি শেখার জন্য জীবনে কত সময় দিয়েছি সেই ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত কত পরিশ্রম কত সময় এর পিছনে দিয়েছি । আর আরবির জন্য কতটা করেছি ?

কোন ভাই হয়তো বলবেন ঠিক আছে সামনে শিখবো আবার কোন ভাই হয়তো বলবেন আমার বয়স/সময় শেষ হয়েগেছে এখন কি আমাকে দিয়ে কুরআন শেখা সম্ভব ?

শয়তান আমাদের কেমন ধোঁকার মধ্যে রেখেছে! প্রথমে বলে সামনে অনেক সময় আছে পরে করা যাবে আবার যখন আস্তে আস্তে সময় গড়িয়ে যায় তখন বলে এখন কি আর হবে?

আল্লাহ পাক বলেন ” আমি কুরআন শরীফকে অতি সহজ করিয়াছি ”

আল্লাহ যদি নিজে বলে থাকেন তবুও কি আপনার মনে সন্ধেহ আছে- “কুরআন শেখা যে সহজ” ?

মাত্র তিনটি জিনিস আয়ত্ব করতে পারলেই কুরআন মাজীদ সহীহ্ ভাবে তেলাওয়াত করা সম্ভব-

১) আরবী ২৯টি হরফের ভিন্ন ভিন্ন চেহারা ও উহার ছহীহ্ উচ্চারণ শিখিলে-

২) যবর, যের, পেশ ও জযম, তাশদীদের ব্যবহার জানিলে-

৩) মাদ ও গুন্নাহ র ব্যবহার জানিলে-

( মাদ = কিছু জায়গায় তাড়া তাড়ি , কিছু জায়গায় লম্বা করিয়া পড়া )

( গুন্নাহ = গুন গুন করিয়া পড়া )

কুরআন এত সহজ হওয়ার পরও আমরা বেশির ভাগ মুসলমানরা কুরআন ছহীহ্ ভাবে পড়তে জানিনা । এর কারন আমি মনে করি অলসতা । আর এ অলসতা শয়তান তৈরী করে । কারন শরিয়তে যেটার দাম যত বেশি শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকে ।

তাই ভাই , অলসতা ছেড়ে একবার শুরু করে দেখেন ” আল্লাহ কুরআনকে কত সহজ করেছেন”



৪০ দিনের একটি সর্ট প্রোগ্রামে এবং ৫০০ টাকার মত হাদিয়া দিয়ে আপনার আশে পাশের কোন মসজিদের হুজুরকে দিয়ে খুব সহজেই কুরআন শিখা শুরু করতে পারেন । বাকিটা আল্লাহ ভরসা ।

আর আমার জন্য দোয়া করবেন আমিও কুরআন শিখতেছি । আল্লাহ আমাদের ছহি শুদ্ধ করে কুরআন পড়ার তৌফিক দান করুন । আমীন -

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.