![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
আসসালামু আলাইকুম !
(খুশি খুশি মুখের ইমু) আমাকে সবাই স্বাগত জানান !
আপনাদের জন্য মিলাদের ব্যাবস্থা করেছি । লন জিলাপি আর বাতাসা খান ( কি আনন্দ আকাশে বাতাসে )
আমি যে ভাবে সামুর দেখা পেলাম এই লেখাটা দেখতে পারেন ।
আইডি খুলে ভাবলাম ৭/৯ মাস এর আগে মনে হয় মডু আমার দিকে তাকাবার সময় পাবে না । কারো কারো নাকি এক বছরও লেগেছে ! যাই হোক তবুও আমি খুশি ছিলাম কারন আমার প্রিয় পোস্ট গুলি শোকেসে রাখতে পারতাম আর প্রিয় ব্লগারদের অনুসরন করতে পারতাম । তাছাড়া মাঝে মাঝে কেউ কেউ আমার ব্লগে এসে মন্তব্য করতো তখন কি যে ভালো লাগতো । যেমন: খেয়া ঘাট ।
আর সবচেয়ে বড় যে সুবিধা ছিল তা হচ্ছে , আমার ব্লগে আমি ইচ্ছা মত লিখতে পারতাম মানে লেখা ভালো হলো না মন্দ হলো কাঁচা না অপরিপক্ক হলো বানান ভুল হলো কিনা এ নিয়ে কোনা টেনশন খাইতাম না । কারন আমি তো আর কাউকে আমার ব্লগে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম না যে তরকারি খারাপ হলে গালাগালি করবে ।
আর ভেবেছিলাম এই ভাবে খেলতে খেলতে পাকা রাঁধুনি হয়ে যাবো । কিন্তু মডু তো আমার কিশোর বেলাকে ছোট করে দিল
এখন আমার লেখা যদি প্রথম পাতায় যায় আর বড় বড় বুদ্ধা ব্লগারদের যদি তরকারি পছন্দ না হয় তাহলে কি পেঁদানি যে খেতে হবে টেনশনে আমার কিবোর্ড এ হাত ই চলে না ।
মডুদের কাছে আমার অনুরোধ আপাতত আমার লেখা যেনো প্রথম পাতায় না আসে সে সিস্টেম করে দেন শুধু কমেন্টস করার পারমিশন টা যেনো থাকে ।
না না চাই না আমি চাই না
কোনো লম্বা রুপসী !!
সাদা মাঠা কেউ হলে
আমি তাতেই খুশি !!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
ভোরের সূর্য বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম। হ্যাপি ব্লগিং।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
শিব্বির আহমেদ বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
আহমেদ আলিফ বলেছেন: ঁ আলিফ টিএসইউ : গরিবের ঘরে দাওয়াত ! কষ্ট করে খাইয়া লন !
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
মুহামমদল হািবব বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম। বাতাসাটা প্লাস্টিকের বস্তায় আনলেন ভাই?
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
আহমেদ আলিফ বলেছেন: @ভোরের সূর্য , শিব্বির আহমেদ : ধন্যবাদ , ধন্যবাদ !
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভেচ্ছা।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
আহমেদ আলিফ বলেছেন: @মুহামমদল হািবব : এতো লোক দাওয়াত করেছি ! ঠোঙ্গায় করে আনলে কি হপে
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
আহমেদ আলিফ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা : শুকরিয়া ! শোকরিয়া !!!
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
সায়েদা সোহেলী বলেছেন: তিন নাম্বার মিস্টি টা কি সন্দেশ না বাতাসা ? বহুদিন খাইনা টেস্ট ভুলে গেছি
আলিফের জন্য শুভেচ্ছা
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আহমেদ আলিফ বলেছেন:
@সায়েদা সোহেলী : বহেন ! এটাই সেই গরিবের বাতাসা !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
আলিফ টিএসইউ বলেছেন: মারহাবা,মারহাবা আপনাকে স্বাগতম। জিলাপি টা মোবিল দিয়া ভাজা আর বাতাসা কেমুন জানি টকটক,তারপরও ওয়েলকাম।