| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ আলিফ
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
আসসালামু আলাইকুম !
(খুশি খুশি মুখের ইমু) আমাকে সবাই স্বাগত জানান !
আপনাদের জন্য মিলাদের ব্যাবস্থা করেছি । লন জিলাপি আর বাতাসা খান ( কি আনন্দ আকাশে বাতাসে )
আমি যে ভাবে সামুর দেখা পেলাম এই লেখাটা দেখতে পারেন ।
আইডি খুলে ভাবলাম ৭/৯ মাস এর আগে মনে হয় মডু আমার দিকে তাকাবার সময় পাবে না । কারো কারো নাকি এক বছরও লেগেছে ! যাই হোক তবুও আমি খুশি ছিলাম কারন আমার প্রিয় পোস্ট গুলি শোকেসে রাখতে পারতাম আর প্রিয় ব্লগারদের অনুসরন করতে পারতাম । তাছাড়া মাঝে মাঝে কেউ কেউ আমার ব্লগে এসে মন্তব্য করতো তখন কি যে ভালো লাগতো । যেমন: খেয়া ঘাট ।
আর সবচেয়ে বড় যে সুবিধা ছিল তা হচ্ছে , আমার ব্লগে আমি ইচ্ছা মত লিখতে পারতাম মানে লেখা ভালো হলো না মন্দ হলো কাঁচা না অপরিপক্ক হলো বানান ভুল হলো কিনা এ নিয়ে কোনা টেনশন খাইতাম না । কারন আমি তো আর কাউকে আমার ব্লগে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম না যে তরকারি খারাপ হলে গালাগালি করবে ।
আর ভেবেছিলাম এই ভাবে খেলতে খেলতে পাকা রাঁধুনি হয়ে যাবো । কিন্তু মডু তো আমার কিশোর বেলাকে ছোট করে দিল ![]()
এখন আমার লেখা যদি প্রথম পাতায় যায় আর বড় বড় বুদ্ধা ব্লগারদের যদি তরকারি পছন্দ না হয় তাহলে কি পেঁদানি যে খেতে হবে টেনশনে আমার কিবোর্ড এ হাত ই চলে না ।
মডুদের কাছে আমার অনুরোধ আপাতত আমার লেখা যেনো প্রথম পাতায় না আসে সে সিস্টেম করে দেন শুধু কমেন্টস করার পারমিশন টা যেনো থাকে ।
না না চাই না আমি চাই না
কোনো লম্বা রুপসী !!
সাদা মাঠা কেউ হলে
আমি তাতেই খুশি !!
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
ভোরের সূর্য বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম। হ্যাপি ব্লগিং।
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
শিব্বির আহমেদ বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
আহমেদ আলিফ বলেছেন: ঁ আলিফ টিএসইউ : গরিবের ঘরে দাওয়াত ! কষ্ট করে খাইয়া লন !
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
মুহামমদল হািবব বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম। বাতাসাটা প্লাস্টিকের বস্তায় আনলেন ভাই?
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
আহমেদ আলিফ বলেছেন: @ভোরের সূর্য , শিব্বির আহমেদ : ধন্যবাদ , ধন্যবাদ !
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভেচ্ছা।
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
আহমেদ আলিফ বলেছেন: @মুহামমদল হািবব : এতো লোক দাওয়াত করেছি ! ঠোঙ্গায় করে আনলে কি হপে ![]()
৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
আহমেদ আলিফ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা : শুকরিয়া ! শোকরিয়া !!!
১০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
সায়েদা সোহেলী বলেছেন: তিন নাম্বার মিস্টি টা কি সন্দেশ না বাতাসা ? বহুদিন খাইনা টেস্ট ভুলে গেছি
আলিফের জন্য শুভেচ্ছা
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আহমেদ আলিফ বলেছেন:
@সায়েদা সোহেলী : বহেন ! এটাই সেই গরিবের বাতাসা !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
আলিফ টিএসইউ বলেছেন: মারহাবা,মারহাবা আপনাকে স্বাগতম। জিলাপি টা মোবিল দিয়া ভাজা আর বাতাসা কেমুন জানি টকটক,তারপরও ওয়েলকাম।