নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

আমার চখো দেখা রাজাকারX((

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

১৯৯৩ সালের ঘটনা । আমি তখন ক্লাশ নাইন এ পড়ি ।

আমাদের নান্দিনা পাইলট স্কুলে আসলেন নতুন এক সহকারী প্রধান শিক্ষক ময়মনসিংহ থেকে নাম নুরুল ইসলাম



স্যার জয়েন্ট করার কয়েক দিনের মধ্যেই লোক-মুখে আলোচনা উঠলো স্যার নাকি ৭১ এ রাজাকার ছিলেন এবং আগে যে স্কুলে ছিলেন সেখানে নাকি উনাকে নিয়ে অনেক ঘটনাই ঘটেছে ;)



তখন, এখনকার মত রাজাকার নিয়ে এতো সমালোচনা হতো না । আমরা ছাত্ররা বিষয়টা নিয়ে অতো মাথা ঘামাইনি ।



একদিন এক প্রক্সি ক্লাশে স্যার আমাদের ক্লাশে আসলেন ।প্রক্সি ক্লাশে সাধারণত পড়াশোনা নিয়ে আলোচনা হতো না । স্যার তখন ছাত্রদের চুল ছোট করে রাখার পরামর্শ দিচ্ছিলেন এবং যাদের চুল মোটামুটি লম্বার দিকে যাচ্ছে তাদের শতর্ক বানী শোনাচ্ছিলেন ।

কথা প্রসংগে তিনি বললেন লম্বা চুল রাখে চুর - মাস্তান রা । স্বাধীনতা যুদ্ধের পর তরুন মুক্তিযোদ্ধাদের লম্বা চুল থাকতো আর এই পরিচয় নিয়ে তারা চুরি-ডাকাতি , মাস্তানি করে বেড়াতো



সামনের বেঞ্চতে বসাছিল আমার চাচাতো ভাই সোহাগ । সে বললো স্যার বাবরি ( লম্ব চুল ) রাখা সুন্নত । আর যাস কই- স্যার রাগে চেয়ার ছেড়ে উঠলেন এবং পাগলের মতো সর্বশক্তি দিয়ে সোহাগের গালে , কানে , মাথায় দুহাত দিয়ে চড়াতে লাগলেন ।



আমরা ভাবলাম স্যার এর মুখে মুখে কথা মাইর তো তিন-চারটা খেতেই হবে কিন্তু মাইর যখন দশ-বারোটা ছাড়িয়ে গেলো তখনো স্যার এর রাগ কমছে না তখন আমরা সবাই অবাক হলাম এতো ছোট কথায় স্যার এর এতো রাগ হবার কারন কি !/:)



আমি এখন বিষয়টা বুঝি আর মনে মনে ভাবি ভাগ্যিস স্যার তখন জানতেন না সোহাগের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ।

তাহলে হয়তো ৭১ এর পরাজয়ের আরএকটু ঝাঁজ আমার ভাই এর উপড় ঝাড়তেন ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

সাদা রং- বলেছেন: ঝাঁজটা সোহাগ ভাইয়ের উপর দিয়ে ঝাড়লেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

আহমেদ আলিফ বলেছেন:
জি ভাই ! রাজাকারদের অনেকেই এখনও বিশ্বাস করে ৭১ এ তারা ভুল করে নাই । তাই স্বাধীনতার পক্ষে কেও সাপোর্ট করলে তাদের মেজাজ বিল্লা হয়ে যায় ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

B:-) B:-) B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

আহমেদ আলিফ বলেছেন: জি ভাই !অবাক হবার কিছু নাই!!
রাজাকারদের অনেকেই এখনও বিশ্বাস করে ৭১ এ তারা ভুল করে নাই । তাই স্বাধীনতার পক্ষে কেও সাপোর্ট করলেই তাদের মেজাজ বিল্লা হয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.