নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

জীবন কথা: পর্ব নয়-ক (মোবাইল প্রেম:D)

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

"তোমাকে ভালোবাসি" এ জীবনে সামনা-সামনি কোনো মেয়েকে বলতে পারি নাই (বাবুর মা কে ছাড়া) তবে ফোনে একটি মেয়েকে বলেছিলাম;)



ছোট বেলা থেকেই আমি দেখতে অতো স্মার্ট ছিলাম না । গোলগাল চেহারায় নাক টা ছিলো বিশেষ রকম ভোঁতা। অনেকেই আমাকে ভতা বলে ডাকতো:((



জীবনের চলার পথে কয়েকজনকেই ভালো লেগেছিলো কিন্তু দুঃখের বিষয় করো কাছ থেকেই গ্রিন সিগনাল পাই নাই।



যে সময়ের কথা বলছি সেটা ২০০৫ সালের ডিসেম্বর মাস। আপনারা যারা আগের পর্বগুলো পড়েছেন তার জানেন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। ২০০৬ সালের প্রথম দিকে এটা চরম মাত্রা ধারন করে।



একদিন ২৮/১২/২০০৫ বিকাল বেলা অপিসে কাজের চাপ কম ছিলো আর মনটাতো খারাপ থাকতোই। মোবাইল হাতে নিয়ে কাল্পনিক কয়েকটা নাম্বার তৈরী করে মিস কল দিচ্ছিলাম। তখন আমি একটেল (বর্তমানে রবি) ব্যবহার করতাম। একটি অফার ছিলো একটেল টু একটেল প্রথম তিন মিনিটের পর আধা ঘন্টা ফ্রি। গ্রামীণের ডিজুজ ও তখন নতুন বের হয়েছে। রাতের বেলাতেও ছিলো একটি বিশেষ অফার। তাই একটেল নাম্বারের কোনো বন্ধু খুঁজছিলাম।



একটি নাম্বার থেকে খুব দ্রুত মিসকল আসে। দ্রুত ব্যাক করা থেকে বুঝতে পারি তিনি বয়সে তরুন অথবা তরুণী এবং সিঙ্গেল। এবার আমি কল করি এবং অপর প্রান্ত থেকে হ্যালো বলার সাথে সাথে লাইনটা কেটে দেই। অপর প্রান্ত থেকে ভাবে আমি বোধহয় মিসকল দিতে গিয়ে ধরা খাইছি। আসলে আমি শুধু তার গলার স্বরটা শুনে চিনতে চেয়েছিলাম তিনি মেল না ফিমেল।



যাই হোক কাঙ্খিত জেন্ডার পাওয়া গেছে;) এবার একটা এসএমএস লিখি Can u be my friend? অপর প্রান্ত থেকে দ্রুত রিপ্লাই আসে Before that pls tell your name, location.............. শুরু হলে SMS চালাচালি।



আমি বিষয়টা SMS এর ভিতরেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। কারন আমার এই অবস্থায় শুধু কেউ একজন আছে এতটুকু হলেই যথেষ্ট ছিলো। সে ছিলো আমর চেয়ে দশ বছরের ছোটো। তাছাড়া আমার অসুস্থতার জন্য তার সাথে কথা বলা বা সম্পর্ক আরো একটু গভীর করাতে আগ্রহী ছিলাম না



চলবে.....



জীবন কথার বাকি লিখা গুলো এই বিভাগে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অনুরনন স্পর্শা বলেছেন: ? স্মার্ট কাকে বলে একটু বলবেন কি?

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

আহমেদ আলিফ বলেছেন:
আমার মতে স্মার্ট হচ্ছে "যার ভিতরে নিজেকে নিয়ে যথেষ্ট আত্ববিশ্বাস থাকে"

কোনো দ্বিমত থাকলে জানাবেন কিন্তু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.