নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

আলিফের যত প্রশ্ন.....?

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬

অপিস থেকে দুপুরে বাসায় গিয়ে ভাত খাচ্ছি, আলিফ টম এন্ড জেরি কার্টুন দেখছে পর্বটা ছিলো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নিয়ে।
আলিফ: আব্বু, ঐ কুপি বাতিটা ঘসলে দৈত্য বের হয় কেনো?
আমি: ঐটা তো যাদুর কুপিবাতি তাই!
আলিফ: ঐ যাদুর কুপিবাতিটা কোথায় আছে?
আমি: ঐটা তো কার্টুন, বাস্তবে যাদু-টাদু নাই।
আলিফ: তাহলে কি শুধু আগে ছিলো?
আমি: না, আগেও ছিলো না।
আলিফ: তা হলে তুমি যে সেদিন বলেছিলে, মুসা আলাই সালাম আর ফেরাউন এর যাদুকরদের সাথে যুদ্ধ হয়েছিলো? (মনে পড়ে গেলো, কিছুদিন আগে ছেলেকে ফেরাউনের গল্প শুনিয়েছিলাম। আর বলেছিলাম নবীদের ঘটনা সত্য)
আমি: তাড়াতাড়ি মনে পড়েছে ভাব নিয়ে বললাম “ ও হ্যাঁ, হ্যাঁ অনেক আগে যাদু ছিলো”
আলিফ: এখন নেই কেনো?
আমি: এখনকার মানুষ যাদুর মন্ত্র সব ভুলে গেছে।
আলিফ: ভুলে গেছে কেনো?
আমি: আগে যে যাদুকররা ছিলো তারা মন্ত্রগুলি লিখে যায় নাইতো তাই।
আলিফ: লিখে যায় নাই কেনো?
আমি: (একটু ভেবে) তখনতো কাগজ ছিলো না।
আলিফ: কাগজ ছিলো না কেনো?
আমি: তখনকার মানুষ কাগজ তৈরী করতে জানতো না।
আলিফ: তার তো যাদু জানতো, যাদু করে কাগজ তৈরী করে ফেলতো...!
আমি: (চিন্তা করে বললাম) কাগজে যে কোনো কিছু লিখা রাখা যায় এটায় তার জানতো না । (আমার খাওয়া প্রায় শেষ)
আলিফ: একটু থেমে বললো, যে মন্ত্র মানুষ ভুলে গেছে তা আবার শিখার বুদ্ধি কি?
আমার খাওয়া শেষ, তড়াতাড়ি হাত ধুয়ে বাবুর মাকে বললাম, আমি অপিসে গেলাম, বাবুদের দেখে রেখো। “বাঁচলাম”

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

আহমেদ আলিফ বলেছেন:
আলিফের প্রশ্ন নিয়ে আর একটি পোস্ট লিখেছিলাম
আমার চার বছরের ছেলের সাথে কথোপকথন

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ;) ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ! আপুনি....

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

আহমেদ আলিফ বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: বাচ্চাদের অদ্ভুত প্রশ্নগুলো শুনতে কিন্তু ভালোই লাগে।

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

আহমেদ আলিফ বলেছেন:
বাচ্চাদের কিছু কিছু প্রশ্নের শেষের দিকে এসে আর উত্তর খুঁজে পাই না।
মন্তব্যের জন্য ধন্যবাদ!

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

সোহেল রনি বলেছেন: কেমন আছেন ভাই?

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

আহমেদ আলিফ বলেছেন:
আমি ভালো আছি, আপনে কোথায় থাকেন?
কালকেও আপনার ব্লগ বাড়িতে ঘুরে এলাম।
আপনাকে ইদানিং দেখিই না। কোথায় কি করছেন?

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

আদম_ বলেছেন: আপনি আবার লিখছেন!!!
গুড ভেরি গুড।
আপনি লিখবেন না বলেছিলেন বলে এদিকে আর অাসা হয়নি।
পোস্ট ভালো লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

আহমেদ আলিফ বলেছেন:
ব্লগে আবার নতুন করে মজা পেতে শুরু করেছি।
রেগুলার না থাকলেও থাকবো ইনশাআল্লাহ।
আপনাকে কিন্তু মিস করেছি!

৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সোহেল রনি বলেছেন: বেশ ব্যাস্ত আছি তাই সময় করে ব্লগে আসতে পারিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.