নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো..কারো সাথে আমর তুলনা হয়না.।

রাফি মানিক

রাফি মানিক › বিস্তারিত পোস্টঃ

আর কোনদিন দুজনকে এভাবে দেখবে কি বাঙ্গালী জাতি???

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

আলতামাশ বলেছেন: এরকম দেখা গেলেও লাভ নাই যতক্ষণ না ভিতর পরিবর্তন হয়

২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেয়ামতের পরে মেবি।

৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০

দেশপ্রেমিক পোলা বলেছেন: মানুষ যত বড় হয় যত উপরে যায়, আচরণ কথাবার্তা ততই শালীন হয়। এই ২ জনের কথাবার্তা আস্তে আস্তে অশিক্ষিত বরবর টাইপের হয়ে যাচ্ছে। শুধু একে অন্যের দোষ ধরে। বিশেষ করে হাসিনা, কারণে অকারণে খালেদাকে আক্রমন করে। এই থেকে বোঝা যায় আমরা কোন দিকে যাচ্ছি।

৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

হ্যারিয়ার টু বলেছেন:
দরকার নেই

৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

যোগী বলেছেন: আহা ছবিটা দেখে চোখ জুড়ায়া গেল :D :D :D :D

৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

চনচল বলেছেন: না ভাই কেয়ামত পযন্ত না ------ চাচা এরশাদ কে আর একবার ক্ষমতায় আনেন --------------------------------------------------------------------------


তার পর দেখবেন ।

৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

তোমোদাচি বলেছেন: আলতামাশ বলেছেন: এরকম দেখা গেলেও লাভ নাই যতক্ষণ না ভিতর পরিবর্তন হয়

৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

দখিনা বাতাস বলেছেন: না দেখবে না। ঐ রাস্তা বন্দ। হাসিনার জায়গায় আমি হলে কোনদিন বসতাম না। দরকার হলে রাজনীতি ছেড়ে দিতাম। আমার বাবার মৃত্যুদিবসে কেউ যদি ইচ্ছা করে নতুন একটা জন্মদিন তারিখ বানিয়ে, কেক কেটে উৎসব করে। তার সাথে কিভাবে বসবো? গ্রেনেড মারে জানে মেরে ফেলার জন্য, তার সাথে কিভাবে বসবো?

হাসিনার উচিত রাজনীতি ছাড়া, দেশের স্বার্থে। আমি হলে তাই করতাম। কারন এই মুহুর্তে দরকার সমঝোতা ২ দলের। কিন্তু খালেদার সাথে হাসিমুখে আলোচনায় বসা অসম্ভব হাসিনার জন্য। কাজেই দেশের দিকে তাকিয়ে রাজনীতি ত্যাগ করাই ভালো।

যদিও ঐ আশা দুরাশা। হয়তো বসবে, কারন এই ২জন ,হাসিনা আর খালেদা,সিংহাসনের জন্য পারেনা এমন কোন নোংরা কাজ বাকি নেই।

৯| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

েবশী বুিঝ বলেছেন: দুইজন দুই ধর্মের একজন আস্তিক ও অপরজন নাস্তিক!!!

১০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

নষ্ট শয়তান বলেছেন: দেখা যাবে দুই জন ই আবার ১/১১ দেখলেই এক লগে বইব।

১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

গেস্টাপো বলেছেন: এ রকম নাটকও দেখতে চাই না আর
এক পক্ষ পিকেটার আর ভোটারের জন্য জামাতকে কোলে তুলে রাখে তো আরেক পক্ষ তাদের নিয়ে রাজনীতি করে।হাতে ২৫০ টা আসন থাকলেও তাদের নিষিদ্ধ করে না

এখন আমরা এ ধরনের ভন্ডামি দেখতে চাই না
আমরা চাই নতুন কোন মুখ
দেশপ্রেমিক কাউকে চাই যার কাছে রাজনীতি থেকে দেশ বড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.