নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো..কারো সাথে আমর তুলনা হয়না.।

রাফি মানিক

রাফি মানিক › বিস্তারিত পোস্টঃ

কি বলছেন এসব মাননীয় প্রধানমন্ত্রী!!!

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

গতরাতে সময় টিভির খবরে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দূর্ঘটনার আগের দিনই সবাইকে সরিয়ে নেয়া হয়েছিল , কিছু লোক মালামাল উদ্বার করতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে!!!

অত্যান্ত স্ববিনয়ের সাথে বলছি আপনি আমাদের ১৬ কোটি মানুষের অবিভাবক, আমাদের শেষ ভরসা ।আপনি দয়াকরে আপনার মন্ত্রীদের মতো করে কথা বলবেন না।

যদি কিছু লোক মালামাল উদ্বার করতে সেখানে যায় তাহলে বিজিএমইএ কেন বলছে ২৬৩৮ জন ভবনের ভিতর কাজ করছিল???

এখন পত্রিকায় দেখছি লাশ গুম হচ্ছে!!!এখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক অবস্থা লুটপাটের কারনে যখন চরম খারাপের দিকে যাচ্ছে তখন এই গার্মেন্টস শ্রমিক আর প্রবাশিরা অক্লান্ত পরিশ্রম কর দেশের অর্থনীতির চাকা সচল রাখছে,

অথছ কতো অবহেলায় আজ তারা লাশ হয়ে যাচ্ছে!!!

আমরা জানি গার্মেন্টস মালিকরা শ্রমিকের কি পরিমান শোষন করে, এ ট্রেডের সাথে আমি জড়িত নিজে দেখিছি মালিক একটার পর একটা গাড়ী(হামার,বিএমডব্লিউ,সিআরভি) কিনেন অথছ ষ্টাফদের ৩মাসের বেতন বাকি!!!

কবে মালিকদের বড়লোক হওয়ার সিড়ি ও বৈদাশিক মুদ্রার প্রায় ৭০% আয় করা পরিশ্রমি এ শ্রমিক গুলো নিরাপদ কর্ম পরিবেশ পাবে???

স্প্রাকটাম, তাজরিন এর মালিকদের যদি শাস্তি দেওয়া হতো তাহলে আজ এ ভয়াবহ ঘটনা হয়তো ঘটতোনা,

পরশু যখন ভবনে ফাটল দেখা দেয় তখনি ব্রাক ব্যাংক তাদের লোকজন সরিয়ে নেয়, কিন্ত ইউএনও আর ভবন মালিকের মিথ্যা অভয় বাণী বিশ্বাস করে গার্মেন্টস মালিক শ্রমিকদের জোর করে কাজ করতে করায় তাদের যথাযথ শাস্তি দিতে হবে ,

না হলে এরকম দূর্ঘটনা ঘটতেই থাকবে!!

বিজিএমইএর এটাও মনে রাখতে হবে বায়ার এ কারনে বাংলাদেশের মার্কেট থেকে মুখ পিরিয়ে নিবে।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

মুহাম্মদ ফজলুল হক বলেছেন: সরকার আর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হয়ে গেছে। এদের মন্ত্রনালয় হেমায়েতপুরে স্থানান্তরিত করা হোক।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

হুলামামা২৭৫ বলেছেন: মাননীয় অর্থমন্ত্রীর ভাষায় --- বোগাস, রাবিশ, ননসেন্স, ষ্টুপিড, ভকেট ........

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

মিজানুর রহমান বলেছেন: "মঙ্গলবারই ভবনটিতে ফাটল ধরার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল"


বিডি নিউজ কিন্তু রিপোর্ট বদলে দিয়েছে, উপরের কথা সরানো হয়েছে।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: নিউজ বদলালে কি হবে? আমি নিজে সময় টিভিতে বলতে শুনেছি জাতীয় সংসদে দাড়িয়ে। আমি কি বিডিনিউজের মত এটাকে ভুল মনে করব? কখন না X(( @ মিজানুর রহমান

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

নাক বলেছেন: Hirok Razar Desh.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.