![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে এক ব্লগার ভাই সামুর ব্লগার কমে যাচ্ছে বলে সমালোচনা করে মনের দুঃখে এ ব্লগ ছেড়ে অন্যব্লগে যেতে আগ্রহপ্রকাশ করেছেন। য়ামি তার কথায় আংশিক সহমতপোষণ করি যে, সামুতে ব্লগার কমছে এবং ভালোপোস্ট কমে যাচ্ছে। কিন্তু সামুর ওপরে বড় ব্লগ এখনো কন্টেস্টে আসেনি।
কিন্তু মন্তব্যকলামে নন্দীত নরকে বলেছেন: বাংলা ব্লগের মাঝে সামু-ই সবচাইতে পরিচিত ও বড়া সাইট। এর পরে আছে "সচলায়তন", তারপর যথাক্রমে "আমার ব্লগ", "প্রথম আলো ব্লগ", "টুডে ব্লগ", "ওয়ার্ড প্রেস"। অবশ্য এই লি্ষ্টে সচলায়তনের পরে "সোনার বাংলা ব্লগ"এর স্থান ছিল যেটা "হাসিনা ইনু" কর্তৃক বাংলাদেশে ব্লক করা আছে !
এর জবাবে আরেক ভাই আইন যতো আইন বলেছেন:
আামি আপনার ২য় বড়সাইটের তালিকায় পেলাম সামুর পরে বিডিটুডে ব্লগকে--কাজেই আপনার তথ্য ভুল ১০০%।
আমিতো প্রতিদিন সামুর সমান কিংবা কাছাকাছি পাই বিডিটুডেকেই--প্রথম আলো ৩০ এর কাছেই থাকে--অন্যদের অবস্থাও তাই--
কিছুদিন পরীক্ষা করতে পারেন যে, সামু আর বিডিটু'র ধারে-কাছেই অন্যরা নেই।
স্ক্রিনশট দেখুন এখনকার-
১।সামুর পরিসংখ্যান
২। বিডিটুডে এর পরিসংখ্যান
৩। সচলায়তন এর পরিসংখ্যান
৪। প্রথম আলো ব্লগ এর পরিসংখ্যান
৫। আমার ব্লগ এর পরিসংখ্যান
আমিও তার সাথে একমত নই বলে আমি তার উল্লেখিত সাইটগুলো ঘুরে আইন যতো আইন এর কথার সত্যতা পেলাম এবং নন্দিত নরকের কথা ভুল তাও জানলাম।
এমনকি এটাও জানলাম কয়েকজনের সাথে কথা বলে যে, সামুর সাথে একমাত্র বিডিটুডেই পাল্লা দিয়ে চলছে।
তাই ওই ভাইকে বলবো সামু এখনো সেরাই আছে আর আপনি অন্যব্লগে যেতে চাইলে যান। কিন্তু ব্লগার সংখ্যার বিবেচনায় আপনার সামু এবং বিডিটুডে ছাড়া ন্য কোনো ব্লগে যাবার পথ নেই।
এমাত্রই সামু ও বিডিটুডে'র ক্রিনশট দিলাম আবার দেখুন
১। সামু ব্লগ
২। বিডিটুডে ব্লগ এর লিঙ্ক
কয়েক হাজার বাংলাব্লগ পাবেন এখানে
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
অনামিক রেজা বলেছেন: আপনার কপিপেস্ট সম্পর্কে আদৌ ধারণা নেই দেখে হাসিচাপানোই দায়। বিডিটুডে ''অন্যান্য ব্লগ'' থেকে শিরোনামে ব্লগের নামসহ পোস্ট তুলে দিলে তা কোন আইনে অপরাধ--তা প্রমাণের যোগ্যতা কি আপনার আছে? আর বিডিটুডে'র ব্লগে তো কপিপেস্ট করেনি, করেছে বিডিটুডে সাইটে আপনার নামসহ, যা সঠিক।
কপিরাইট স্বীকার করে উদ্ধৃতি বা লেখা কপিকরা কি অন্যায়?
২| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
আমি তুমি আমরা বলেছেন: বাংলা ব্লগগুলোর মাঝে সামু এখনো সেরা। সেটা একটিভ ব্লগার সংখ্যা, ভিজিটরের সংখ্যা, পোস্টের সংখ্যা- যেটার ভিত্তিতেই বলা হোক না কেন। পোস্টের কোয়ালিটি বিবেচনা করলে সচল হয়ত সামুর সাথে তুলনায় আসতে পারে, কিন্তু অন্য ব্লগসাইটগুলো কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনদিক দিয়েই সামু বা সচলের ধারে কাছেও আসতে পারে নাই।
আর সামুর সাথে বিডি টুডে ব্লগের তুলনা যে দেয় সে হয় বেকুব নাহয় বিডি টুডের দালাল। আপনার দেয়া স্ক্রীন শট থেকেই দেখা যায় সামুর যখন নব্বই জন ব্লগার অনলাইন থাকে তখন বিডিটুডের অনলাইন ব্লগারের সংখ্যা হয় নয়। সামুর দশ ভাগের এক ভাগ।
আর বিডিটুডের কোয়ালিটি নিয়ে কি বলতাম? অনুমতি ছাড়া তারা নিয়মিত সামু ব্লগের লেখা কপিপেস্ট করে আর পোস্টের শেষে "উৎসঃ সামহোয়্যার ইন ব্লগ" লিখে দায়িত্ব শেষ করে। তারা যে পরিমান ট্রাফিক পায় তার ক্রেডিটও সামুর। কেননা তাদের সাইটে প্রকাশিত লেখাগুলোও সামুর।
আর আমিও শুনলাম এটা নাকি জাশি'র ব্লগ। সোনা ব্লগ বন্ধ হওয়ার পর এখন নতুন নামে ফিরে আসছে।
বিডিটুডে এখনও ব্লগ সাইট হওয়ার যোগ্যতা অর্জন করে নাই।ব্লগ সাইট হতে হলে নিজস্ব অন্তত কিছু ব্লগার এবং কিছু ব্লগপোস্ট থাকা লাগে।অন্য সাইট থেকে লেখা কপিপেস্ট করে প্রকাশ করলেই সেটা ব্লগসাইট হয়ে যায় না।
আমার দৃষ্টিতে সবার সেরা সামু, তারপরেই সচল আর তারপর চতুর।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০
অনামিক রেজা বলেছেন: আর সামুর সাথে বিডি টুডে ব্লগের তুলনা যে দেয় সে হয় বেকুব নাহয় বিডি টুডের দালাল। আপনার দেয়া স্ক্রীন শট থেকেই দেখা যায় সামুর যখন নব্বই জন ব্লগার অনলাইন থাকে তখন বিডিটুডের অনলাইন ব্লগারের সংখ্যা হয় নয়। সামুর দশ ভাগের এক ভাগ
ওপরে যা বললেন তাতে আপনিই কিন্তু বেকুব প্রমাণিত হলেন-- আর আপনি সচলায়তনের ৯কে বানালেন বিডিটুডে'র ব্লগার সংখ্যা? চোখে চশমা লাগিয়ে দেখেন ভাই--সচলায়তন মানেই ৯/১০ জন ব্লগারেওর আড্ডাখানা এবং তুলনায় আস্র যোগ্যই নয়। পারলে এখন ঢোকেন বিডিটুডেতে দেখেন সামুর সমান ব্লগার প্রায়।
আর কপিপেস্টের কথাতো হাস্যকর, পারলে প্রমাণ দিন-দেখুক আপনার ভণ্ডামী।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২
অনামিক রেজা বলেছেন: আরেকটি কথা, দেখলাম আপনার তথাকথিত কপিপেস্টের নমুনা। আপনার কপিপেস্ট সম্পর্কে আদৌ ধারণা নেই দেখে হাসিচাপানোই দায়। বিডিটুডে ''অন্যান্য ব্লগ'' থেকে শিরোনামে ব্লগের নামসহ পোস্ট তুলে দিলে তা কোন আইনে অপরাধ--তা প্রমাণের যোগ্যতা কি আপনার আছে? আর বিডিটুডে'র ব্লগে তো কপিপেস্ট করেনি, করেছে বিডিটুডে সাইটে আপনার নামসহ, যা সঠিক।
কপিরাইট স্বীকার করে উদ্ধৃতি বা লেখা কপিকরা কি অন্যায়?
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
আমি তুমি আমরা বলেছেন: এই লিংকে ক্লিক করে কিভাবে বিডিটুডে সামুর ব্লগারদের অনুমতি না নিয়েই তাদের পোস্ট প্রকাশ করছে
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
লেখোয়াড় বলেছেন:
সামুর সাথে অন্য কোন ব্লগের কোন তুলনা চলে না।
কারণ সামু খুবই খারাপ!!
শুধু জামাতিরা এই কথা বলে।
সামু সামুই। ধারে কাছে কেউ নেই।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
অনামিক রেজা বলেছেন: তুলনা কেউ মকরছে কি? সামু সামুই আর বিডি বিডিই। বৃক্ষ ত
ওমার নাম কি ফলে পরিচয়--সময়ে প্রমাণ হবে কে কী?
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০০
মামুন রশিদ বলেছেন: লেখককে না জানিয়ে পুরো লেখা ব্লগে দেয়া অন্যায় নয় !!
আমি চাইনা টুডেব্লগে আমার লেখা আসুক । তবু তারা ধারাবাহিকভাবে আমার লেখা ছাপিয়ে যাচ্ছে । এটা কি আমার সাথে প্রতারনা নয় ??
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ! চমৎকার ...!!
যে সাইট একের পর এক লেখা চুরি করে পোস্ট করে অন্য ব্লগের সোর্স দিয়ে দায়িত্ব খতম করে তাকে নিয়ে আবার তুলনাও হচ্ছে দেখি ...!!
আমিতো টুডে ব্লগকে ব্লগ সাইট হিসেবেই দেখিনা ...! একটা ব্লগ সাইট তথা কমিউনিটি ব্লগ হতে গেলে তাকে অনেকগুলো শর্ত পূরণ করতে হয় ...
টুডে ব্লগ এর বেশিরভাগ ই পূরণ করেনা...!
আর আপনি প্রমাণ চান ..!? প্রায় এক বছর হতে চললো ওই কপিবাজ চুরিবিদ্যায় পারদর্শী নামের ব্লগ সাইট টা আমার লেখা অনুমতি ছাড়াই নির্লজ্জ ভাবে ছেপে যাচ্ছে ... আমারব্লগের সোর্স দিয়ে ...!!
এটাকে কি বলবেন!? চুরি নয়!? আপনি প্রতিষ্ঠিত আর কোন কমিউনিটি ব্লগ এমন ধান্দাবাজি প্রতারণা করছে বলে দেখাতে পারবেন...!?
না পারলে, এসব পোস্ট করে দালালী পনা করা ছাড়ুন!
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
মোঃ সালহউদ্দিন নাসিম বলেছেন: আমার হিসেব মতে এইমুহুর্তে সামুই সেরা ভিজিটরের দিক থেকে। সোনার বাংলাদশ ব্লগ থাকলে কি হত সেটা বলা যায় না । বন্ধ হবার আগে সামুর সাথে প্রায় সমানে সমানে ছিল সোবা, সোবাতে জামায়াত শিবিরের প্রাধান্য থাকলেও অন্যরাও কম ছিল না আর সামুতে জামায়াত শিবিরর ব্লগার নেই বললেই চলে
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯
মামুন রশিদ বলেছেন: বিডিটুডে ব্লগ অনুমতি ছাড়া সামহোহ্যারইনের লেখা কপি করে যাচ্ছে । বিডিটুডে জাশি নিয়ন্ত্রিত বলেই জানি ।