নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্যা

আপনাকে এই জানা আমার ফুরাবে না

অনন্যা দেব

এখনও চলছে নিজেকে অন্বেষন

অনন্যা দেব › বিস্তারিত পোস্টঃ

তোমার অন্বেষণ

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৬

আমি হাত টা বাড়িয়ে দিতে চাইছি

তোমার দিকে ,

সহস্র ফনা তুলে , গিলে নিতে আসছে সমাজ ,

নিয়মের শৃঙ্খলে বন্দি,

নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে

হাঁসফাঁস করছি ।

আমি তোমায় ছুঁতে চাইছি ,

আমি জানি তোমার স্পর্শ আমার সঞ্জীবনী,

মৃতপ্রায় শরীরে আনবে নতুন আবেগ,

স্বপ্ন আবিষ্ট হবে মন ।

আমি রঙচঙে মুখোশের আড়ালে

মানুষের মুখ খুঁজছি ।

দুচোখে প্রতীক্ষার ভার ,

তোমায় খুঁজছি বহুযুগ ধরে ।

আমি নিষ্প্রাণ মহাশ্মশানে প্রানের ছোঁয়া খুঁজছি ,

জানি তোমার আগুনে আমার নিস্তেজ হৃৎপিণ্ড

ছলকে উঠবে রক্তে ।

আবার গাইব আমি জীবনের গান।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪১

বাঘ মামা বলেছেন:
কবিতাটা আমার ভালো লেগেছে খুব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৬

অনন্যা দেব বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে আমারো খুউউব ভালো লাগলো ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯

কবীর হুমায়ূন বলেছেন: তোমার লেখা সুন্দর হয়েছে।
তবুও একটু ছান্দিকতা প্রকাশ করি-

তোমার অন্বেষন
অনন্যা দেব

‌‌''হাতটা আমি বাড়িয়ে দিতে চাই
ভালোবাসার স্বপ্ন নিয়ে তোমার দিকে.
হাজার ফনা তুলে সমাজ-সাপ
তেড়ে আসে হিংস্রতায় আমার দিকে।

তোমার ছোঁয়া সঞ্জীবনী সুধা
মৃত প্রাণে আনে আবেগ ধারা,
মহাশ্মশান প্রাণের ছোঁয়ায় কাঁপে
পায় যদিবা স্বপ্ন-প্রেমের নাড়া।''


কেমন হলো?

১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৪

অনন্যা দেব বলেছেন: বাহ ভালো ই হয়েছে ধন্যবাদ। খুব ভালো লাগলো ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৫

জলমেঘ বলেছেন: ভালো লাগা রইলো

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৬

অনন্যা দেব বলেছেন: ধন্যবাদ, আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৮

রিয়েল ডেমোন বলেছেন: অনেক রোমান্টিক :)

১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৪২

অনন্যা দেব বলেছেন: ধন্যবাদ হুম একটু রোমান্টিক তো নিশ্চয়ই , আমার ব্লগ এ স্বাগত জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.