![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি। তাঁর পৈত্রিক নিবাস ঝালকাঠি। তার কবিতায় ধানসিঁড়ি নদীর কথা এসেছে। আমি যে খানে বসে ব্লগিং করছি, ধানসিঁড়ি নদী সেখান থেকে বেশি দূরে নয়। ধানসিঁড়ি নদীর দু’পাড়ের প্রাকৃকিত দৃশ্য তাঁর কবিতার মতই মনমুগ্ধকর। এখানে বাস্তবেই মন বার বার ফিরে আসতে চায়। জীবনানন্দ ঝালকাঠির কবি, বাংলাদেশের কবি, বাংলা ভাষার কবি। তাঁর কবিতা বাংলা সাহিত্যতে সমৃদ্ধ করেছে।
১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭
এনায়েত হোসাইন বলেছেন: না, পটুয়াখালীর
২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট
১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
মোঃ কাওছার ইসলাম বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৪
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল জীবনানন্দ দাশের উপর লিখাটি ।
রেখে গেলাম তার লিখা একটি কবিতা
জীবনানন্দ দাশ
আমি যদি ঝরে যাই
আমি যদি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়;
যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুজে,
যখন চড়াই পাখি কাঁঠালিচাঁপার নীড়ে ঠোঁট আছে গুঁজে,
যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়,
যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়,
শামুক-গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে-
তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে,
ঠেস্ দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চালতার গায়,
তাহলে জানিয়ো তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান-
যার ডাক শুনে রাঙা রৌদ্রেরও চিল আর শালিখের ভিড়
একদিন ছেড়ে যাবে আম জাম বনে নীল বাংলার তীর,
যার ডাক শুনে আজ ক্ষেতে ক্ষেতে ঝরিতেছে খই আর মৌরির ধান;-
কবে যে আসিবে মৃত্যু: বাসমতী চালে ভেজা শাদা হাতখান
রাখো বুকে, হে কিশোরী, গোরোচনারূপে আমি করিব যে স্নান-
অনেক শুভেচ্ছা রইল
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬
এনায়েত হোসাইন বলেছেন: কবিতাটা পড়ে খুবই ভালো লেগেছে ! এত সুন্দর কবিতা পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুড়তে আসা হলে আমার বাসায় আসার জোর আমন্ত্রন রইলো।
৫| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
মু:আ:রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
অভিজিৎ সমদ্দার বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
এনায়েত হোসাইন বলেছেন: অসাধারন কবিতা খুব ভালো লাগছে !
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৮| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অারেকটু বিস্তারিত লিখতেন।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭
এনায়েত হোসাইন বলেছেন: হ্যাঁ আরো বিস্তারিত লিখা উচিত ছিল
৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮
নুসরাত জাহানি ইলা বলেছেন: ভালো পোষ্ট
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ ।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অআমন্ত্রন জানানোর জন্য । অনেকদিন অআগে রাখাইনদের উপরে একটি গবেষনা কর্মের জন্য ক কুয়াকাটা এলাকায় কাটিয়েছি বেশ কিছু দিন । সময় সুযোগ পেলে আসব আবার তখন দেখা হতে পারে ।
অনেক শুভেচ্ছা রইল ।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪
এনায়েত হোসাইন বলেছেন: আপনি আমার আমন্ত্রন গ্রহন করেছেন দেখে খুব খুশি হলাম ।
১১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০
মো নিয়াজ হোসেন বলেছেন: অসাধারন কবিতা।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১২| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৫
মো নিয়াজ হোসেন বলেছেন: জীবনানন্দ দাস আমাদের গর্ব।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪২
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৩| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: ভাল পোষ্ট
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৪| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪
শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৬| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার খুব প্রিয় একজন কবি ।
২২ শে মে, ২০১৭ সকাল ১১:১১
এনায়েত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭
মোঃ কাওছার ইসলাম বলেছেন: আমাদের ঝালকাঠি জেলা একটি ছোট জেলা হলেও এখানে শিক্ষিতের সংখ্যা অনেক।
২২ শে মে, ২০১৭ সকাল ১১:১৪
এনায়েত হোসাইন বলেছেন: ঠিক বলেছেন কাওছার ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩
টুনটুনি০৪ বলেছেন: আপনি ঝালকাঠির?