নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ খুব সামান্য জীব, যার সবটুকু ইচ্ছা, অনিচ্ছা যেমন বাধা, ঠিক তেমনি তার জীবনের রশিটাও বাধা। যেকোনো সময়ে আমাদের সব কিছু থেমে যাবে। তবুও একটু খানি ভাল থাকার চেষ্টা টুকু মাত্র।

জুলফাত

আমি সাধারন লোক, নেহায়েত শেখার জন্যই জন্ম।আমি বুঝি কম, খাই কম।

জুলফাত › বিস্তারিত পোস্টঃ

নিজের বাড়ি, শ্বশুর বাড়ি

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আজ কয়েকদিন ধরে মাথার ভিতর একটা বিষয় ঘোরাঘুরি করতেসে। আচ্ছা, বিয়ের পর পরই কি মেয়েদের মনের ভিতর মানসিকতার পরিবর্তন আসে নাকি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি পরিবর্তন আসবে, কিন্তু লক্ষণীয় পরিবর্তন কাম্য নয়। যেই পরিবারের মানুষগুলা তাকে ২০-২৫ বছর তার প্রতিটা কাজে, কথায় এবং সব রকম পরিস্থিতিতে পাশে থেকেছে, আজ তারা একটু একটু করে পর হতে চলেছে। না, পর হচ্ছে মানে সম্পর্ক শেষ হয়ে যায় নি, এখানে আস্তে আস্তে নিজের পরিবাবের চেয়ে তার স্বামী ও তার পরিবাবের দিকে মনোযোগ বারতে থাকে। তার স্বামী কাজ থেকে ফিরল কিনা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ছোট বোনের চেয়ে। আমি মানছি, বিয়ের পর শ্বশুর বাড়ি ই মেয়েদের আপন ঠিকানা, কিন্তু নিজের বাবা মা ও পরিবার কি কোন অংশে কম জরুরি। যদি তাই হয় তো কথা থেকে যাবে, জগত সংসার কেন এমন হয়? নিজের পরিবারের একটু একটু করে দূরে চলে যাওয়া, তার ভালবাসায় আস্তে আস্তে ভাটা পরে। পরিবার ও ভাবতে শুরু করে, "অর তো বিয়ে হয়ে গেছে, যা চিন্তা করার ওর স্বামীই করবে"। মেয়েটিও তার স্বামী ও তার পরিবার বলতেই জীবন কে বোঝে এবং সেভাবেই জীবনের সবকিছু মেনে নেয়। মেনে নেয়ার বেলায় মেয়েরা সবার থেকে এগিয়ে, এমনকি তার নিজের গর্ভধারিণী মা'র চাইতেও বেশি ত্যাগ স্বীকার করতে এক পায়ে রাজি। কেন এমন হতে হবে, বিধাতা কি তাদের এভাবেই চায়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: তাইতো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.