![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আমাদের দেশে সবকিছুর সহজ ও বৈধ পথ কেন জটিল করে রাখা হয়। কেন নিরীহ মানুষকে সব কাজ ঘুরপথে করতে হয়? সহজ পথ বহুদিন থেকে বন্ধ রেখে ঘুরপথে যেতে হচ্ছে আমাদেরকে। প্রশ্ন হচ্ছে আমরা কারা? আমরা হচ্ছি তারা যাদের প্রায়ই কিছু শিখার ও জানার জন্য ইউটিউবে যেতে হয়। আমাদের আশে পাশে সব সময় বিজ্ঞ লোকজন থাকেন না যে তাদের কাছ থেকে কিছু জেনে নেব। বাধ্য হয়ে ইউটিউবের দ্বারস্হ হতে হয়। কিন্তু এতেও এখন ছাই দেয়া। তাহলে যাব কোথায়? পর্ণ সাইটে যাব? যেটা বন্ধ করা রাখা নেই? তাহলে কী ধরে নেব পর্ণ সাইটই শিক্ষনীয় স্হান। এটা তো কখনো বন্ধ করে রাখার কথা শুনিনি?!
ভাল-মন্দ প্রযুক্তিতে থাকবে, আমি কোনটা গ্রহন করছি, কোনটাকে প্রাধান্য দিচ্ছি সেটা আমার কাছে।
সকল সাইট সকল দেশের জন্য উপযুক্ত নাও হতে পারে কিন্তু বহু সাইট সকল দেশের জন্য খুব প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। তেমনি একটি ইউটিউব।
একটা মুরগি ডিম পাড়ে আবার বিষ্ঠাও ত্যাগ করে। বিষ্ঠা ত্যাগের অপরাধে যদি কেউ মুরগিটাকে মেরে ফেলে তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক নিপাহ্ ভাইরাসে আক্রান্ত।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
আন্ধার রাত বলেছেন:
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
জিললুর রহমান বলেছেন: একটা মুরগি ডিম পাড়ে আবার বিষ্ঠাও ত্যাগ করে। বিষ্ঠা ত্যাগের অপরাধে যদি কেউ মুরগিটাকে মেরে ফেলে তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক নিপাহ্ ভাইরাসে আক্রান্ত।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আন্ধার রাত বলেছেন: আস্তে হাসেন ভাই কানে লাগে
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
মুক্তগদ্য বলেছেন: "প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুষ খাওয়া কিছুতেই নয়।"-নচিকেতা।
ইউটিউব এইদেশে নিষিদ্ধ
পর্নসাইট কিছুতেই নয়।-মুক্তগদ্য।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
আন্ধার রাত বলেছেন: হক্ক্ কথা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
ইখতামিন বলেছেন: