![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
এতো মানুষ ব্লগে আগে কখনো চোখে পড়েনি। খুব অবাক হচ্ছি আজকে রাতে হু হু করে এতো পাবলিক কোথা থেকে এলেন?
তুমুল আন্দোলনেও তো এমন দেখিনি!
তবে খুব ভাল লাগছে, এমন যেন জোটবদ্ধ থাকি অহরহ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
আন্ধার রাত বলেছেন: এখন আরো বাড়ছে
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আহ্নিক অনমিত্র বলেছেন: ব্লগার হত্যার নিউজ আসছে মিডিয়া তে। তাই সব চেক করতে আসছে কে এই ব্যাক্তি ' থাবা বাবা '
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আন্ধার রাত বলেছেন: আমি মরলে তো কেউ জানতেই পারবেনা
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
অশ্রুহীন মন বলেছেন: ঠিক !
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম। থাবা বাবকে নিয়ে ব্যাথিত।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একেই বলে গন-আন্দোলন!!!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
shaontex বলেছেন: আমিও আসলাম মাত্র
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
বয়ানবাজ বলেছেন: এখন কিন্তু এই অবস্থা:
৫৪১ জন ব্লগার ও ২০৯০ জন ভিজিটর (৪৩৮ জন মোবাইল থেকে)
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
টনি মাইকেল বলেছেন: আমি জীবনে কোন দিন কোন পেস্টে মন্তব্য করিনি। তবে আজই এই প্রথম মন্তব্য করছি। সামুর এডমিনের প্রতি অনুরোধ । এক রাতে শত শত নতুন মুখ। নতুন সদস্য। ভাবার কোন কারন নেই সবাই বন্ধু। ঘরের ভেতরেই আছে শত্রু। সাবধান ব্লগার ভাইবোনেরা . . . সাবধান।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
আন্ধার রাত বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: হমমম! ঠিক !