![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
গুগল ডুডল দিল, কিন্তু এটা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ কী
দেখতে পাচ্ছে?
যদি সকল দেশ থেকে দেখা যায় তবে বিশ্ববাসী জানবে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস।
আর যদি না দেখা যায় তবে বুজতে হবে গুগল আমাদের লেবেন্চুষ ধরাইয়া দিছে।
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১
আরিফ আরাফাত রুশো বলেছেন: আরে এই জিনিশটা তো আমিও ভাবছিলাম কিন্ত আমার এফবি তে একটা মাত্র বিদেশী ফ্রেন্ড অনলাইন তাও সে মিউট হয়ে বসে আছে তাই জানতে পারছিনা
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯
টানিম বলেছেন: গুগোল ডুডল সব পাবেন আপডেট সহ। যারা এখনও ধাপ্পা টা টের পান নাই ।
Click This Link
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০
নিরব বাংলাদেশী বলেছেন: আর কত ধাপ্পা হবে আমাদের আবেগ নিয়ে
Click This Link
৫| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
জাহিদ ফারুকী বলেছেন: এইটা শুধুই বাংলাদেশের জন্য।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২১
সবুজ-ভাই বলেছেন: পৃথিবীতে ২০০ থেকে ২৫০ দেশ আছে সবার স্বাধীনতা দিবসের ইতিহাস শুনতে গেলে বছর শেষ হয়ে যাবে। কি নাই তা নিয়ে দুঃখ না করে কি আছে তা নিয়ে সন্তূষ্ট থাকতে পারাও কম কথা নয়।
স্বাধীণতা দিবস কে যথেষ্ট পরিমান শ্রদ্ধাই জানিয়েছে গুগল। গুগল কোন সংগঠন না একটি আমেরিকান ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই হিসেবে যতটুকু করেছে সেটাও আসা করা যায় না। ভাষা শহীদ দিবস কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করা হয়েছে ইউএনও থেকে সেটা নিয়ে একটা আশা বা আবেদন করা যায়। কিন্তু নিজেদের অন্যান্য ব্যাপারে আবদারের একটা সীমা থাকা উচিৎ।
৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
রাসেল ভাই বলেছেন: অন্য দেশে দেখা যাচ্ছে না । এইটা শুধুই বাংলাদেশের জন্য ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০
টানিম বলেছেন: ভাইজান , আপডেট সহ আছে বিস্তারিত । Click This Link