নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

বাপরে! শুনলে কানের ময়লা পাউডার হয়ে উড়তে থাকে :P

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮













ইন্টারনেট ব্যবহারের ভরসাযোগ্য কোন প্রতিষ্ঠান আজও এ দেশে জন্ম নিলনা!



আগে ব্যবহার করতাম হারামীফোনের, স্পিড ও টাকার কারনে এটাকে বাদ দিয়া “স্বদেশী পণ্য কিনে হও ধন্য” মন্ত্রে দীক্ষিত হইয়া টেলিঠক ব্যবহার শুরু করলাম। অনেকদিন কামড় মেড়ে পড়ে থাকলাম, ভাল সার্ভিস (?) বদহজম হওয়ায় সেই মন্ত্রও আস্তে আস্তে বাতাস খেয়ে নিল। ঢেঁকি গেলার মত পরিস্হিতি নিয়ে কাঁপা কাঁপা হাতে একটেল ধরলাম। প্রত্যাশা আর প্রাপ্তি একে অপরের সতীন। :((



আহ্ এবার এলো ওয়াইমেক্স, সিংহীর মত ঝাঁপিয়ে পড়ে টিনের ঘরের চাল উড়িয়ে জোরে বললাম, "ওয়াও।"



তারপর কয়েকদিন পর পরই টাওয়ারে প্রবলেম, লগিন প্রবলেম, টিএক্স প্রবলেম, সাবমেরীন প্রবলেম, সরকারী ২৫% প্রবলেম, ফেয়ার ইউজেস ফাঁদ। ৩/৪দিন পরই পরই টিএক্স সমস্যাজনিত মেসেজ আসে, এই টিএক্স জিনিসটা যে কী ননটেকনিক্যাল মানুষ হিসাবে আমি কী বুঝবো? তাদের টিএক্স সমস্যা হয়েছে না পেটে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা জেনে আমার কী লাভ? মনে হয় সপ্তাহে ২বার টিএক্স সমস্যা না হলে তাদের পেট ফুলে যায়। ;)



ওয়াইম্যাক্স!

ফোরজি (৪জি)!



বাপরে! শুনলে কানের ময়লা পাউডার হয়ে উড়তে থাকে।



একসময় “"ওয়াও"” বলে ঝাঁপ দেয়া আমি এখন “মিঁউ মিঁউ” ডাকি ক্ষীণ স্বরে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ঘাসফুল বলেছেন: "বাপরে! শুনলে কানের ময়লা পাউডার হয়ে উড়তে থাকে"
হাসতে হাসতে প‌্যাটের গ্যাস ছলি গেলু...

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২২

আন্ধার রাত বলেছেন: পেটের গ্যাস ধরে রাখুন চুলায় গ্যাস কম এলে পেটের গ্যাস কাজে লাগবে। :P





কেমন আছেন? অনেকদিন পরে দেখে আনন্দ লাগছে।

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩১

একাকী বালক বলেছেন: ইন্টারনেট ব্যবহারের ভরসাযোগ্য কোন প্রতিষ্ঠান আজও এ দেশে জন্ম নিলনা!

>>> আপনার অবস্থান বুঝে খোজ খবর করে একটা নেন। অনেক অপশন এখন। ভাল প্রোভাইডার আছে। কিছু কিছু তো আছে একদম অপটিক্যাল টাইনা ঘর পর্যন্ত দেয়।

মোবাইল অপারেটর, ওয়াইম্যাক্স এইসব তাড়ছিড়া বাদ দিয়া দেখেন ঘরে অপটিক্যাল দেয় নাকি কেউ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৪

আন্ধার রাত বলেছেন:
পরামর্শের জন্য বেশখানি ধন্যবাদ নিন।

এরকম সুযোগ সিলেটে আছে বলে জানিনা।

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৩০

দি সুফি বলেছেন: এদের সাথে যোগাযোগ করেনঃ http://www.link3.net/
সিলেটে আছে।
ব্রডব্যান্ডের উপর কিছুই নাই B-))

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৪৩

আন্ধার রাত বলেছেন:
বহুত বহুত ধন্যবাদ দি সুফি ভাই। কালকে অবশ্যই যোগাযোগ করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.