নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

মাফ চাই কাস্টমার কেয়ার :((

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

বাংলা লায়ন থেকে আমি কিনকিনি বেগম বলছি, আপনাকে কী রকম সাহায্য করতে পারি স্যার।

জ্বী গত রাত থেকে আমি লগিন করতে পারছিনা।

আপনার ইউজার আইডি বলবেন স্যার?

মম.রর

আমাকে একটু সময় দিবেন স্যার

১ মিনিট পর----



স্যার আপনার নাম কী ঝিনঝিন খাঁ

জ্বী

আপনার আইডি আর পাসওয়ার্ড মুছে আবার দিয়ে ট্রাই করুন

এটা কয়েকবার করেছি

স্যার ডিভাইসটা খুলে ৫ মিনিট পর লাগিয়ে দেখুন

এরকমও করেছিলাম, হয়নি

তাহলে স্যার ডিভাইস সফটওয়্যারটি আনইস্টল করে আবার ইনস্টল দিন

দেখুন আমি অনেক পুরাতন ইউজার ঐগুলো আগেই করে দেখে নিয়েছি

ঠিক আছে স্যার আপনি কী এ্যান্টিভাইরাস ব্যবহার করছেন?

জ্বীনা, ম্যাডাম আপু, আপনি দয়াকরে আর প্রশ্ন করবেন না দয়া করে আপনাদেও কোন সমস্যা আছে কিনা এটা একটু চেক করুন

আমাকে একটু সময় দিন স্যার



৩ মিনিট পর----

আপনাকে হোল্ডে রাখার জন্য দুঃখিত স্যার, আপনি আগে যে ¯হানে ব্যবহার করতেন এখনো কী এই ¯হানে ব্যবহার করছেন?

জ্বী একই ¯হানে, মনে করেন আমি কোন গাছের শিকড়

আমাদের কোন সমস্যা নেই স্যার----

আপনি একটু জানালার পাশে ব্যবহার করে দেখেছেন কী?

আমি ম্যাডাম খোলা বারান্দায় নিয়েও দেখেছি (বিরক্তির মাত্রা বাড়তেই আছে)

ম্যাডাম আপু গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন

কেন স্যার কী ভুল হয়েছে?

আপনাকে কল করে বিরক্ত করার জন্য, আমার নেট ইউজ করার শখ মিটে গেছে।





মোবাইল কেটে দিলাম, এভাবে কাষ্টমার কেয়ারের সাথে কথা বলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। লাইন কাটার পর পরই মেসেজ এলো টিএক্স সমস্যার জন্য লাইনে সমস্যা- ব্লা ব্লা ব্লা

---তাহলে কাস্টমার কেয়ারের মেয়েটার কাছে ইন্টারভিউ দিলাম কেন মোবাইলের টাকা খরচ করে? এদেরকে কেন বসিয়ে রাখা হয়েছে?



এরকম ধারা চলতে থাকলে ভবিষ্যতে কাস্টমার কেয়ারের সাথে যেরকম কথাবার্ত হতে পারে---



আমি লগিন করতে পারছিনা

আপনার সব ঠিক আছে স্যার, আপনি ব্লা---ব্লা---ব্লা

জ্বী সব চেক করেছি

আমাকে একটু সময় দিবেন স্যার

নেন, সময় নেন

৫ মিনিট পর

স্যার আপনি কী আজকে সকালে হাগু করেছেন?

অ্যাঁএএ, হ্যাঁ আমি তো জন্ম থেকেই এটা করে আসছি

সেটা জানি স্যার, আমি জানতে চাচ্ছি আজকে সকালে করেছেন কিনা

করেছি

হাগুর পরে হচত্ করেছেন স্যার?

কী বলেন হচত্ না করলে তো পেন্টে লেগে যাবেনা!

স্যার হচত্ গরম না ঠান্ডা পানি দিয়ে করেছেন?

ঠান্ডা পানি

পুশ দিয়ে না বদনা দিয়ে করেছেন স্যার?

আমি মধ্যবিত্ত মানুষ পুশ পাবো কই বদনা দিয়ে করেছি

বদনাটা স্যার এ্যালুমিনিয়ামের না প্লাস্টিকের?

প্লাস্টিকের

বদনায় কী কোন ফুটা আছে স্যার?

সামান্য একটু আছে

স্যার এই ফুটা দিয়ে আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে তাই আপনি লগিন করতে পারছেন না। বদনার ফুটা বন্ধ করে দিলে স্যার লগিন করতে পারবেন।



ফোন করার জন্য ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।

মন্তব্য ১৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

সরদার হারুন বলেছেন: আপনি একটা বাস্তব পোষ্ট দিয়েছেন।উদ্দেশ্য মোবাইলের টাকা খরচ করান।তাই বাজে কথা বলে সময় নষ্ট করছে ।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

আন্ধার রাত বলেছেন:
যাক ধরতে পেরেছেন। ধন্যবাদ।

২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

শরীফ মহিউদ্দীন বলেছেন: আমিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়ে বাংলা বিলাই বাদ দিসি,এখন টেলিটক থ্রি জি ইউজ করি এদের কাষ্টমার কেয়ারের ফোন বেশীর ভাগ বন্ধ থাকে মাঝে মাঝে বিজি আসে,তবু ও হ্যাপি কারন কোন সমস্যার মুখোমুখি হতে হয়না তাই কাষ্টমার কেয়ারেরও দরকার হয়না :-* :-* :-*

৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

মুক্ত মানব আসিফ বলেছেন: ভাই।বাংলালায়ন তো এই কয়দিনে মাথা খারাপ কইরা ফেলছে!! X(
তবে আপনি ভালই বলছেন!! :P :P

৪| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

ঘাসফুল বলেছেন: থাম্বস আপ...!

৫| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

দিদিমা বলেছেন: :P

৬| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

বাধা মানিনা বলেছেন: বদনায় কী কোন ফুটা আছে স্যার?
সামান্য একটু আছে
স্যার এই ফুটা দিয়ে আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে তাই আপনি লগিন করতে পারছেন না। বদনার ফুটা বন্ধ করে দিলে স্যার লগিন করতে পারবেন।

৭| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

ভাবছি বসে একা বলেছেন: বিনোদিত হইলাম!!!

৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

তানিম৭১৯ বলেছেন: হা হা প গে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এদের থেকে এই যন্ত্রনা ভোগ করতে হচ্ছে... এদিকে গ্রামীন ফোন এসএমএস দিয়েই যাচ্ছে, সূর্য যদি উত্তর দিকে ওঠে, এবং কোন সৌরঝড় না হয়, তাহলে আপনি ১ সপ্তাহে এক লাখ টাকার কথা বললে ২০ টা এসএমএস এবং ২০ টা এমএমএস ফ্রী পাবেন। *শর্ত প্রযোজ্য। শর্ত হলো ২০টা এসএমএস ২০ মিনিটের মধ্যে করতে হবে। সাথে গ্যালাক্সি এস ৪ জেতার সুযোগ রয়েছে, তবে ওটা জিতলে আপনার নামে গ্রামীনফোনেরই কেউ ইউজ করবে।

এসবের সাথে ইমেইলে আসছে ঢাকানিউজ২৪.কম-এর এ্যাড। এদের ফোন করলে কেউ কিছু বলতে পারেনা কিভাবে এই মেইল রিসিভ করা বন্ধ করা যায়।

১১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

পুচকে ফড়িং বলেছেন:
আমিই সব থেকে ভালো ইন্টারনেট ইউজ করছি। সিটিসেল জুম নিয়েছিলাম, বলল ৫৮০ টাকায় এক মাসে ৮০০ এম.বি. ইউজ করতে পারবো। আমার ৮০০ মেগা তিন দিনেই শেষ হয়ে গেলো। কি মনে করে তাও কানেক্ট ক্লিক করলাম আর কানেক্ট হয়ে গেলো। তারপর ঐ মাসে ৩৭৭০ মেগা ইউজাইছিলাম :)

এখন প্রতি মাসেই মুটামুটি ঐ পরিমাণ ইউজ করি :)
স্পিড ও বেশ ভালো পাচ্ছি।

১২| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

লিংকন১১৫ বলেছেন: বদনায় কী কোন ফুটা আছে স্যার?
সামান্য একটু আছে
স্যার এই ফুটা দিয়ে আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে তাই আপনি লগিন করতে পারছেন না। বদনার ফুটা বন্ধ করে দিলে স্যার লগিন করতে পারবেন।

অসাধারণ লিখেছেন ভাই
ধইন্না ..... মনটায় চায় অগরে কত্ত খন ...............।

১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

পিচ্চি পোলা বলেছেন: কিনকিনি বেগম যখন সাহায্য করতেই চাইলেন তখন সাহায্য নিলেন না কেন! এদিন গার্লফ্রেন্ডের সাথে বিশেষ নাইট টক না করলে পারতেন B-)) B-)) B-))

১৪| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

পেন্সিল চোর বলেছেন: ভাই বাংলালায়ন এতো বাজে আগে জানতাম না। কিউবি ইউজ করছি ।অন্নদের ব্যাপারে জানিনা তবে আমি ভালোই চালাচ্ছি আজকে প্রায় আড়াই বছর......
তবে আপনার পোস্ট পড়ে ভালো বিনুদিত হলাম...
++++++++++++++++++++++++

১৫| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

জাহিদ ২০১০ বলেছেন: বদনায় কী কোন ফুটা আছে স্যার?
সামান্য একটু আছে
স্যার এই ফুটা দিয়ে আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে তাই আপনি লগিন করতে পারছেন না। বদনার ফুটা বন্ধ করে দিলে স্যার লগিন করতে পারবেন।

ফোন করার জন্য ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।


ধুর মিয়া ফুটা বদনা দিয়া শুচু দেন আবার পাসওয়ার্ড হারাইয়া কাষ্টমার কেয়ারে ফোন আপনার তো সাহস কম না।

১৬| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ইলুসন বলেছেন: থাব্রানি দরকার এগুলারে।

১৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নীল চেীধূরী বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.