নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

গোলাম আজম হইতাম ছাই, আছেন কোনভাই আমারে গোলাম আজম বানাইয়া দিবেন?

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২





জীবনে অনেক স্বাদ আহ্লাদ আছে, কিছুই তেমন পূরণ করতে সক্ষম হই নাই, এর মূল কারন মুখের ভিতর ভাত যোগানোর ব্যবস্হা করতেই লাইফ কেরোসিন হয়ে যায়। অন্য শখ-স্বপ্ন এখন ঝাপসাভাবেও দেখিনা।



এমতাবস্হায় হঠাৎ কইরা একটা সাদা বাত্তি যেন দেখলাম কি দেখলাম না! বাংলাদেশের গড় আয়ূ সম্ভবতঃ ৬৫ বছর। সেই ৬৫ হায়াত অনেকেই ছুইতে পারেনা তার আগেই অতি যত্নের শরীর পইচা দূর্গন্ধ ছড়ায়। যেমন ছড়াইছে কয়দিন আগে।



তো সেই সাদা বাত্তিটা কী?



বাত্তিটা হইলো গড় বয়স এখন আর ৬৫ নয় সেটা ৯১+৯০=১৮১ বছর অথবা আরো বেশি। বিস্তর হায়াত, বাপরে, জীবনের ছোট-মাঝারী-বড় কোন শখ আর অপূর্ণ থাকবেনা। চাইলে অন্যের শখও মিটাইয়া দেওন যাইব! :P



আমার ৯১ হইতে ঢের বাকী। সেই সাথে যোগ হইবো ৯০, অরে কে আছিস আমারে তোরা সোনা দিয়া বান্ধাইয়া রাখ।;)



৯১ বছর পর্যন্ত নিজের খরচে আমারে চলতে অইবো, তারপর বাকী ৯০ বছর খালি মজা আর মজা ইয়াহু----B-)



জনগনের জিবরা বাইর করা রোজীর টেকার টেক্স দিয়া আমি ফ্রি থাকুম, খায়ূম, হাগুম, পাদুম, উচ্চমানের চিকিৎসা করুম--ইয়া পিসিম, পিসিম।



তবে হালকা একটা দুশ্চিন্তা আছে সেটা অইলো ৯০ বছর পর জেল থাইকা বাইর হইয়া গোলাম আজম কি করবো ধারনা করা যায় স্পষ্ঠ, কিন্তু আমি ৯০ বছর পর বাইর হইয়া কী করুম?



যাই হোক এরপরও আমি এত্ত বছর বাচুঁম এইটা ভাইবাই লাফাইতে আছি। :D



ও হ্যাঁ আরেকটা খতা খইবার আছিল, সেটা হইলো ৯১ বছর পর্যন্ত আমি যত অপকর্ম আছে সব সারিয়া ফালাইতে ছাই।



আছেন কোন ভাই, আমারে.....



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.