![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আজকে কালের কন্ঠে প্রথম পাতায় লাল কালিতে প্রধান শিরোনাম-
"দেশের চিকিৎসায় আস্হা নেই মন্ত্রীদের" কোন মন্ত্রী চিকিৎসা বাবত কত খরচ করলেন তার হিসাব দেখলে পেটের ভাত কান দিয়ে বের হয়ে যেতে চায়। একজন ক্যান্সার রোগীরও এত টাকা খরচ হয় কিনা সন্দেহ। যাইহোক আমার বক্তব্য অন্য জায়গায়।
একই পত্রিকার শেষের পাতায় দেশ ও দশের সমৃদ্ধির স্লোগান দিয়ে আয়কর মেলার বিজ্ঞাপন দেয়া হয়েছে।
আমার প্রশ্ন এই দশ কারা?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০
রাসেলহাসান বলেছেন: আমদের নেতারা সবই পারেন। তাদের পেটে এতো জায়গা আছে যে দেশটা খাইয়া ফেলতে পারবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
ঢাকাবাসী বলেছেন: গত ৪২ বছরে তো খালি মন্ত্রী নেতাদের উন্নতিই দেখলুম, আঙুল ফুলে রেডউড ট্রি হতে দেখলুম। এক সাবেক আমলা ৭১ এ যুদ্ধের সময় এক মহকুমার এসডিও ছিলেন বলে লোকে বলে, এইবার মন্ত্রী হওয়ার আগে সম্পদ দেখিয়েছেন ৪০ লাখ টাকা আর ক'দিন আগে তিনি ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংকের মালিক বনে গেছেন!! চোখটা একটু চুলকালেই সিঙ্গাপুর যাওয়া চাই!