![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
১. রস থাকলে রসগোল্লা,
রস ফুরাইলে পাদের গোল্লা!
২. অমানুষে মানুষ নিন্দে
বদনা নিন্দে ঝারি,
জোনাকী পোকা সূর্যে নিন্দে
এই দুঃখতে মরি।
৩. বাংগাল মানুষ নায়
দুই পাইয়া এক জন্ত,
ফালমারি গাছে উঠে,
লেংগুড় নাই কিন্ত।
৪. আধা বুইঝা আছিল বালা,
পুরা বুইঝা অইছে জ্বালা।
৫. একে ঘুম, দুইয়ে পাঠ,
তিনে গল্প, চাইরে হাঠ।
৬. কম আকলে তড়ে,
বেশি আকলে মরে।
একটু প্রবাদ-১৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
আন্ধার রাত বলেছেন:
আমি আপনার কোলের বাচ্চারে বালা ফাইছি।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
শূন্য পথিক বলেছেন: ভালো লাগল
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
শূন্য পথিক বলেছেন: ভালো লাগল
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১ আর ৪ ভালা!!!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
আমিনুর রহমান বলেছেন:

১ আর ৪ ভালা পাইছি