নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

চাবির রিংঙে বান্ধা, আমি এক বান্দা!

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫



দুই নম্বরী পাবলিকদের আগে এড়িয়ে চলা সম্ভব হত, কিন্তু এখন একেবারেই অসম্ভব। চারিদিকে রাশি রাশি মানুষ কু-মতলববাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরিচিত অপরিচিত, আত্নীয় অনাত্নীয়, বন্ধু বান্ধবী। কে কোন সময় সুযোগ পেলে গলায় বা পকেটে পোঁচ দেবে ধারনা করা মুশ্কিল। সব সময় একটা তটস্হ অবস্হায় চলাফেরা করতে হয়। এসব নিয়েও ঠোঁটের মাঝখানে হাসি ঝুলিয়ে কথা বলতে হয়--এটার নাম সৌজন্য কিংবা শিষ্টাচার! যে আমার চরম শত্রু তাকেও মুখোমুখি দেখা হয়ে গেলে কুশল জিঙ্গাসা করতে হয়। ওগো আমার ভদ্রতা-তুমি ওমন কেনো?



ইদানিং মনকে ফ্রেস রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মনের উপর প্রতিদিনই দূর্গন্ধযুক্ত ময়লা ছিঁটকে এসে পড়ে যায়। মুছলে দাগ থেকে যায়, থেকে যায় জীবাণুও। এন্টিসেপ্টিক সলিউশন দিয়ে বার বার ঘষতে ঘষতে মনের ত্বকও ছিলে যায়, তবুও দাগ মুছে না।





ধুর! কী সব আবোল তাবোল লিখলাম। দয়া করে কেউ পড়বেন না। ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন:

ঠিক আছে পড়লাম না ;)

তবে সুব্যাবহার আর শিষ্টতাসম্পন্ন মুখের কথায় অনেকসময় ফ্যাসাদ এড়িয়ে চলা যায়।

আপনি নির্ঝঞ্ঝাট থাকুন, শুভ কামনা :)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আন্ধার রাত বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.