![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আজকাল নানা কারনে নিজেকে পিটাইতে ইচ্ছা করে, পিটানো শুরুও করছিলাম কিন্তু বেশ ব্যাথা লাগে দেখে ক্ষ্যান্ত দিছি। এরপরও নিজেরে পিটাইতে ইচ্ছা করে।
কেন পিটাইতে ইচ্ছা করে?
১. "তোর কোন নিরাপত্তা নাই এরপরও সাথে কোন পিস্তল রাখোসনা"-----খা মাইর।
২. "অনেক জিনিসপত্রই তোর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এরপরও তুই ছেঁড়া ব্যাগ লইয়া বাজারে যাস্"----খা মাইর।
৩. "দেশের মইধ্যে এ্যাত এ্যাত উচাঁ শিক্ষিত আর দেশ প্রেমিক লোক থাকতে এখনো ফার্স্ট ওয়ার্ল্ড থেকে ৬০০ বছর পিছিয়ে আসচ্" --- নে খা মাইর।
৪. "কেউ দোষী হলে কমফেলেন করলে উল্টা দোষী অইতে অয়, তাই ওই ডরে চুপ থাকস"--- নে বেশি করে খা মাইর।
আর কইতে ভয় লাগে মাইরের পরিমাণ বাইড়া যাইতে ফারে।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
পথহারা সৈকত বলেছেন: নে বেশি করে খা মাইর।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১
এন ইউ এমিল বলেছেন: ভাই সেইরম হইছে,
আমি মাঝে মাঝে বলি বাঙ্গালি একটা গোয়ামারা যাতি,
যে, যাকে, যেভাবে, যেখানে সুযোগ পায় গোয়া মারে,
মন্ত্রী, আমলা থেকে শুরু করে টোকাই/গাড়ির হেল্পার কেউই এই সুত্রের বাইরে নয়
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
শুঁটকি মাছ বলেছেন:
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
অনেকের মধ্যে একজন বলেছেন: হেহে নে মাইর খা
৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
সোহানী বলেছেন: নিজের পয়সায় ফরমালিনের খাবার খাস তাই দে মাইর....
নিজের টাকায় ব্যবসা করুম মাগার প্রতি পদে পদে ঘুষ দিতে হবে স্যারগো দে মাইর....
বাপের পয়সায় ইউনিভার্সিতে যামু বাট ক্লাস হবে না মাসের পর মাস দে মাইর....
৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
আমিনুর রহমান বলেছেন:
বেশি কইরা পিডান ...
৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
আমাবর্ষার চাঁদ বলেছেন: মাইর খাইতেই আছি.............
৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: মাইর খাইতে খাইতে হাড্ডি মাংশ এক হইয়া গেল
১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
আলাপচারী বলেছেন: তবুও ++++
১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আন্ধার রাত বলেছেন: কান্ডারী অথর্ব ---- হাসেন কেন? আমার কান্দা আহে
পথহারা সৈকত --- আমারে আর না, অনেক খাইছি
এন ইউ এমিল ---
শুঁটকি মাছ ---
অনেকের মধ্যে একজন --- আর মার খাইতে ভাল লাগেনা।
সোহানী ---- আর মাইরের পরিমাণ বাড়াইয়েন না, শরীর ল্যাত্ ল্যাতা হইয়া গেছে।
আমিনুর রহমান --- আর মাইরের পরিমাণ বাড়াইয়েন না, শরীর ল্যাত্ ল্যাতা হইয়া গেছে।
আমাবর্ষার চাঁদ --- সবাই কয় মাইরের উপর ওষুধ নাই।
মুন্না-কিশোরগঞ্জ --- ঠিক কইছেন।
আলাপচারী --- হ্যাঁ তবুও কেউ মাফ করেনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন: