![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
বেশ কিছুদিন থেকে প্রতারক চক্র একটি ওয়েবসাইট বানিয়ে তারা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এক্সচেন্জার নামে সাধারন মানুষকে বিশেষ করে ফ্রিল্যান্সারদের টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যে অনেকেই তাদের মাস্টারকার্ডে ডলার লোড করাতে গিয়ে তাদের সুন্দর করে পাতানো জালে আটকে গেছেন। আজকেও টেকটিউন্সে আরেকজনকে আক্ষেপ করতে দেখলাম। তাই আরো মানুষ প্রতারিত যাতে না হয় তার জন্যই অনেক দিন পর এই সাবধানবানী পোস্ট লিখতে বসলাম।
এরা ৩টি অফিসের ঠিকানা দিলেও বাস্তবে একটি অফিসও নেই। তাদের ফেইসবুকে সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছবি দিয়ে লিখেছে উনি ফাস্টপেবিডি এর চেয়ারম্যান। কিন্তু সেই ব্যবসায়ী এ বিষয়ে কিছুই জানেন না।
এরা মূলত তাদের ওয়েব সাইটে লাইভ চ্যাট অপশন থেকে কাস্টমারকে জালে ফেলতে বেশি আগ্রহী। তবে মাঝে মাঝে লাইভ চ্যাট বন্ধ করে রাখে, সম্ভবতঃ একটু সাবধান হয়ে গেছে। যাই হোক ভুল করেও এদের ফাঁদে পা বা হাত কিছুই দিবেন না।
২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬
মোমেরমানুষ৭১ বলেছেন: ধন্যবাদ সতর্ক করার জন্য
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬
দালাল০০৭০০৭ বলেছেন: ভাল