![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
বেশ ক'দিন থেকে ভাবছিলাম, অনেকদিন সামুতে বেড়াতে যাইনা, গেলেও বেশি সময় বসতে পারিনা। উঁকি মেরেই চলে আসি।
বছর শেষ হতে চললো কিছুই লিখলাম না। আর কিইবা লিখবো পারিই তো না।
জীবনের চাকা ঘুরাতে ঘুরাতে সময় চলে যায় সেই সাথে স্রোত ঠেলে হাঁটা আরো একটা যুদ্ধ।
সামুর সেই আগের তুখোড় লেখক ভাই আর লেখিকা আপুরা এখন আসেন না।
তাদের কাছ থেকে আমি অসংখ্য জ্ঞান নিয়েছি, বেশ কিছু মানুষের সহযোগিতা পেয়েছি। সেগুলো আজীবন মনে থাকবে।
আগে ১টা পোস্ট দিলে ১ মিনিটের মধ্যে ২য় পাতায় চলে যেত, পোস্টদাতার অভাব ছিলনা, এখন...কেউ লেখে না, না লেখক নাই! বুঝতে পারিনা।
যারা এখন আছেন তারা ধুমাইয়া লিখলেও ভাল হত। হতে পারে সেটা তাদের অভিজ্ঞতা, তাদের শুনা কোন গল্প, কোন বা কারো জীবনের কাহিনী, কোন অসংগতি যেটা মন মেনে নিতে চায়না, ইত্যাদি। অথবা ছবি ব্লগ, এখন তো মানুষ সকালে ঘুম থেকে উঠে বদনার আগে মোবাইল ধরে
এই বছরে এটাই আমার লেখা। কলমের কালি শেষ আর লিখতে পারলাম না
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে মেজাজটা যথেষ্ট খারাপ হয়েছে।
আপনার মতো ব্লগার দরকার নেই সামুর।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: এই সমস্যাটার কারন মানুষ যখন তারা মতামত স্বাধীনভাবে ব্যাক্ত করতে পারেন না।তখন বাধ্য হয়ে চলে যায়।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
নজসু বলেছেন:
আপনারা আসুন।
ব্লগটাকে জমিয়ে তুলুন।
আমরা নতুনেরা সব পুরাতনদের কাছে পেতে চাই।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
শফিক2003 বলেছেন: বাক স্বাধীনতার উপর নিয়ন্ত্রন রাখলে মুক্ত বুদ্দির চর্চা বন্ধ করলে এমনি হয় , হয়তো এই দিন থাকবে না
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: ভাল আছেন?
নিয়মিত হন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
তা'হলে, সামুর আগের লেখকেরা ভালো লিখতেন, উনারা কোথায় গেলেন?