![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আহা! অনেক দিন পর লিখছি। বর্তমানে আমার কাছে লেখার মত কোন স্টক নেই। সকল হাঁড়ি-পাতিল উল্টিয়েও কিছু পেলাম না। আসলে থাকার কথাও নয়। কারন সব কিছু এখন মাথাতেই রয়ে যায়, বাইরে আনার সময় নেই। চারিদিকে ঘিরে ধরা কষ্ট, সমস্যা, বিড়ম্বনা আর যুদ্ধ হাত থেকে অস্ত্র ফেলতে দেয় না, কীবোর্ড ধরবো কি করে! হাত খালি থাকলেই না ধরবো।
জীবনে সুবাতাস আর কু-বাতাস একসাথে বয় না। কু-বাতাস সু-বাতাসকে নিমিষেই তাড়িয়ে দেয়, বেশি সময় অবস্থান করতে দেয়না।
আমার জন্য সবাই দোয়া করবেন, যারা নতুন তারাও, যারা আধা নতুন আধা পুরাতন তারাও, আর যারা পুরাতন তারাও।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
আন্ধার রাত বলেছেন: অশেষ ধন্যবাদ আপু।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন পরে লিখছেন বললেন, কি নিয়ে লিখলেন?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০
আন্ধার রাত বলেছেন: "কিছু না" নিয়ে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আগামী দিনেও লেখবো।
কমপক্ষে ৩ টি লেখা দেবার ইচ্ছা
পোষণ করি। সালতামামিতে যে
সকল গুণীজনদের হারিয়েছি তার
পরিসংখ্যান থাকবে শেষ ২০১৯ এর
শেষ লেখায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমি বোধহয় কিছুটা বুঝতে পারছি। নিজেও নানান ঝড়-ঝঞ্ঝার ভেতর দিয়ে ব্যস্ত সময় পার করছি। লেখালিখির সময় পাচ্ছি না দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছি। শুভ কামনা রইল আপনার জন্যে।