নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক উদাসী

লিখছি এলোমেলো ভাবনা নিয়ে

এ. আহমেদ

আমি !

এ. আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অশ্লীলতার সংগা কি?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩৭

এ সাইটে অশ্লীলতা নিয়ে অনেক ফ্লাডিং হয়ে গিয়েছে। যা পরবর্তীতে ব্লগ মডারেটগণ এ ব্যাপারে সতর্কতা জারি করেছেন। কিন্তু পেজের মাঝখানে প্রকাশিত সামহোয়ারইন ঢাকা বিজ্ঞাপনের ছবিটি কি অশ্লীলতা মুক্ত? জবাব চাই কতর্ৃপক্ষসহ সবার কাছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৩

মুড়িওয়ালা বলেছেন: আমিও তাই জিগাই।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৮

নাহিদ বলেছেন: ভাই চোখ দিয়া যাই দেখবেন তাই মনে হবে অশ্লীল কিন্তু মনবিক দিক থেকে কোনটা অশ্লীল আর কোনটা শ্লীল তা বিচার করবেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:১০

অতিথি বলেছেন: ঈমানোমিটার লাগবো, ঐটাই সব নিয়ন্ত্রন করে,
শঙ্কু এক ছিলিম এই দিকে হবে।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২৫

নাজিরুল হক বলেছেন: আপনার ধারনাতে অশ্লিলতা কাকে বলে? একটু বুঝিয়ে বলবেন কি?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩১

বকলম বলেছেন: অশ্লীলতা -----.-.-.-.-.------ শ্লীলতা

একটি রেখার একদিকে যদি অশ্লীলতা আর অপর দিকে যদি শ্লীলতা মনে করি তো এর মধ্যবিন্দুটা আপেক্ষিক হয়। নির্ভর করে, মানুষের জাতি, বর্ণ, ধর্ম, ধার্মিকতা, এলাকা , শিক্ষা, পরিবেশ এসবের উপর।

রাস্তায় যদি কোন নগ্ন পাগল দেখি, তার প্রতি আমার অশ্লীল বলে ঘৃনা হবে না যতটা ঘৃনা আমার সাস্তার পাশের অশ্লীল সিনেমার পোষ্টার দেখে হবে।

কেউ হয়তো অশ্লীল চটি বই ঘৃনা করেন, কিন্তু যায়দিনের প্রেমলীলা বা ভালবাসা সংখ্যাগুলোয় পাঠকের আদি রসাত্নক গল্পগুলো নিজে পড় তে বা পরিবারে অন্য কেউ পড়াতে সংকোচ বোধ করেন না।

আমি নিজেও যায়যায়দিনের ভক্ত । আমি দেশে থাকার সময় প্রতি সপ্তাহে নিজে স্টলে গিয়ে পিন সোজা দেখে যায়যায়দিন কিনতাম, যদি হকার বাকা পিন দেয়া কপি দিয়ে যায় সেই আশঙ্কায়। যদিও আমার মাঝে মাঝে মনে হয় এটা হলো 'ভদ্রলোকের চটি' ।

এটাই আসলে বলতে চাইছি যে, অশ্লীলতা ব্যাপারটা এক হিসেবে আপেক্ষিক (মধ্যবিন্দু চিন্তা করলে)।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৪৩

অঃরঃপিঃ বলেছেন: না এইগুলা কোনো জবাব হইল না। কতর্ৃপক্ষ জবাব চাই, দিতে হবে। আমরা কইলে.... এ আহমেদ জিন্দাবাদ

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৪৫

অঃরঃপিঃ বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার প্রোফাইলে টপলেস পুরুষের ছবি কেন? ছিঃ ছিঃ

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৫৬

অতিথি বলেছেন: টপলেস পুরুষ দেখে অনেকে কিন্তু কামার্ত হয়ে যায়! ছবি টা খুলে ফেলুন।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:০৪

অতিথি বলেছেন: কতর্ৃপক্ষ জবাব দেন !!!!!

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: হ কৌশিক মেয়ে হইলে বেশী হয় তবে ইদানিং যুগ পালটাইছে, পোলারাও নাকি .......

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১৪

অঃরঃপিঃ বলেছেন: হ রাসেল, তার উপর জায়গাটা সিলেট। পাখি নাকি লেজ দিয়া ... ঢাইকা উড়ে, আর পাবলিকে উপতা হইয়া পয়সা টোকায় না, টোকাইলে পিছে একটা হাত দিয়া লয়

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:০৫

অতিথি বলেছেন: সবাইকে ধন্যবাদ। আমি পোস্ট মেরে বাইরে চলে যাওয়াতে সবার সাথে অংশগ্রহণ করতে পারলাম না। হ্যা সবার সাথে আমিও বলবো এটার যৌক্তিক কারণ জানতে চাই।

(-.-) ছবিটাগুলো এই অধমের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.