![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুদ একটা ব্যপার নিয়ে গোলমাল পেচিয়ে গেছে। গুগল সার্চ করে যতদূর জানলাম তা হল ঢাকায় মোট পাঁচটি উপজেলা রয়েছে। এগুলি হল
১। ধামরাই উপজেলা
২। দোহার উপজেলা
৩। কেরানীগঞ্জ উপজেলা
৪। নওয়াবগঞ্জ উপজেলা
৫। সাভার উপজেলা
কিন্তু এগুলি কোন কোন থানাকে নিয়ে গঠিত তা জানতে পারছি না। ঢাকার বেশীরভাগ এলাকা থানা দিয়ে বিভক্ত কিন্তু উপজেলার আন্ডারে কিনা জানিনা। অন্যান্য বিভাগে যেমন প্রত্যেকটা জেলার মধ্যে কয়েকটি উপজেলা রয়েছে, এরপর উপজেলার মধ্যে ইউনিয়ন পরিষদ দিয়ে বিভক্ত করা হয়েছে। ঢাকায় সিস্টেমটা কেমন কেউ জানলে উপকৃত হতাম।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
সাইফুল~ইসলাম বলেছেন: ওয়াও! দারুনভাবে বিষয়টি বর্ণনা করার জন্য অনেক ধন্যবাদ
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
রাঘব বোয়াল বলেছেন: ভোরের সুর্য ভাই বিষয়টি খুব সুন্দর ভাবেই বর্ননা করেছেন।কিন্তু আরেকটি বেপার জানা ছিলো,আর সেটা হোল উত্তরখান,দক্ষিনখান এলাকাতো সিটি কর্পোরেশন এর বাহিরে তাহলে এসব এলাকার উপজেলা কি হবে?
৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
ভোরের সূর্য বলেছেন: @রাঘব বোয়াল
ভাল বলেছেন। আমিও ঐসব এলাকার বাসিন্দা।
দক্ষিনখান, উত্তরখান, হরিরামপুর,ভাটারা,সাতারকুল,শ্যামপুর,এরকম ১৭টি ইউনিয়ন তেজগাও সার্কেল উপজেলার(বিশেষায়িত,সাধারন উপজেলার মত নয়) অধীনে।এখানে দেখুন
এসব এলাকার মধ্যে যেসব থানা আছে সেগুলো ঢাকা মেট্রোপলিটান পুলিশের অধীনে। কিন্তু এখানে আবার ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বার ইত্যাদি আছে। আবার এসব এলাকার ভূমি রেজিস্ট্রেশন ইত্যাদি সম্পন্ন হয় তেজগাও এ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
ভোরের সূর্য বলেছেন: ঢাকা জেলার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন(উত্তর এবং দক্ষিন) একটি স্বতন্ত্র একটি এলাকা। এর বাইরের এলাকাগুলো নিয়ে মানে বাকি ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা গঠিত।
ধানমন্ডি কিংবা মোহাম্মদপুর ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকা এবং এই দুটি থানা ঢাকা মেট্রোপলিটান পুলিশের অন্তর্গত শুধু তাই নয় বরং ঢাকা সিটির মধ্যে ৪৯টি থানা নিয়ে ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটান পুলিশ। কোন উপজেলার অধীনে নয়। এমনকি ঢাকা জেলা এবং ঢাকা সিটির বিচার ব্যাবস্থাও আলাদা। যেমন ঢাকা সিটির জন্য সিএমএম কোর্ট মানে চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আবার ঢাকা জেলার অন্য উপজেলার জন্য হচ্ছে ঢাকা জেলা ও দায়রা জজকোর্ট। আর বাকি ৫টি উপজেলার সব থানা ঢাকা জেলা পুলিশের অন্তর্গত।
এবং অন্য বিভাগেও যেখানে সিটি কর্পোরেশনে মেট্রোপলিটান পুলিশ(চট্রগ্রাম,খুলনা,রাজশাহী,সিলেট,বরিশাল) আছে সেখানেও থানা গুলো সিটি কর্পোরেশনের পুলিশ কমিশনারের অন্তর্গত আর বাকি এলাকা জেলা পুলিশের অধিনে।