নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়.....

অ্যাঙ্গেল বয়

আমি মানুষের সাথে মিশতে ও কথা বলতে পছন্দ করি।

অ্যাঙ্গেল বয় › বিস্তারিত পোস্টঃ

মৌ চাক ভাঙ্গা শিখুন

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৬

আপনারা জানেন সাপ ধরতে কোন মন্ত্র লাগেনা । ঠিক তেমন মৌ চাক ভাঙতে ও মন্ত্র লাগেনা । তবে আপনাকে পূর্ণিমা সম্পর্কে ধারণা থাকতে হবে সাহস থাকতে হবে দু একটি হুল খাবার মানসিকতা রাখতে হবে । হুল খাবার মানসিকতা যদি না থাকে বানরের মত কাদা মেখে নিবেন বা মোটা প্লাস্টিকের পোশাক পড়ে নিবেন । তবে তা কাল হলে ভাল হয় এবং লাল যেন না হয় । পূর্ণিমা থেকে ই মাছিরা সব মধু পান করে ফেলে দুএক দিনেই । তাই আপনাকে পূর্ণিমার সুরুতেই বা এক দিন আগেই মধু ভাঙতে হবে । প্রতি মাসে দুই বার পূর্ণিমা হয়ে থাকে । সাধারণত ১ থেকে ৭ ও ১২ থেকে ১৮ তারিখের মধ্যে পূর্ণিমা পাবেন ।

এখানে একটি মনে রাখার বিষয় আছে প্রতিটি জাতের মৌ মাছি চাকের এক জায়গায় মধু রাখেনা । এবং চাকের ধরন হিসেবে উপরে সায়িডে ,নিচে , মাঝামাঝিতে মধু রাখে ।

খুব স্বাভাবিক ভাবে মৌ চাকের কাছে যাবেন হাত দিতে ভয় পেলে একটু ফু দিবেন । মৌরা সড়ে আপনাকে জায়গা করে দিবে । আপনি মোমের ভিতরে মধু দেখতে পাবেন । আপনার সন্দেহ দূর করতে একটা কাঠি সামান্য প্রবেশ করিয়ে দেখে নিতে পারেন । যদি মধু থাকে একটি ছুড়ি নিয়ে আস্তে আস্তে মধু আহরিত স্থান টুকু কেটে নিন ।লক্ষ রাখবেন মৌ দের শরীরে যেন আঘাত না লাগে । মধুর সাথে লেগে থাকা মৌ গুলুকে না মেরে কাঠি দিয়ে সরিয়ে ফেলুন ।

মৌ আল রা আপনাকে বলবে মন্ত্র আছে । তারা মন্ত্র পড়ে ফু দিবে আপনি ও সখিনা গেছস কিনা ভুলে আমারে বলে ফু দিবেন । আসলে মন্ত্র মানসিক শক্তি ছাড়া কিছু নয় ।

মনে রাখবেন মধু না থাকলে মৌ চাকের মাছিরা খিপ্ত থাকে তাই ওই সময় দূরে থাকবেন । এবং আগুন দিয়ে সব মৌ মেরে ফেলে চাক ভাঙ্ঘাতে বাহাদুরির কিছু নেই । মধু ছাড়া পরাগায়নের জন্য মৌমাছির ভূমিকা অনেক ।

আপনারা মৌ চাষ ও করতে পারেন সহজে ।



- ইয়াসির আরাফাত

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০৪

শিশির সিন্ধু বলেছেন: আমি মৌ চাষ করা শিখতে চাই....।কোথায় এবং কিভাবে শিখতে পারবো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.