![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hope Springs (2012)
একটি ইন্টিমেট রিলেশনের ভেতর ’হ্যাপিনেস্' আর ‘পিস্ (শান্তি)’ এর পার্থক্যটা বুঝা যাবে এই মুভি থেকে। ম্যাচ্যুরড রিলেশন্শিপে ‘সুখ’ আর ‘শান্তি’ অনেক সময়ই সমার্থক নয়। এক জোড়া মধ্য বয়সী দম্পতির সম্পর্কের মধ্যকার ‘শান্তি’ কে ‘সুখে’ রূপান্তরের সাহসী আর মজাদার চেষ্টার একটি গল্প এটি। অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্কগুলোর মধ্যেও অনেক ভঙ্গুর, স্পর্শকাতর আর অপছন্দনীয় বিষয় থাকে, যে বিষয় গুলো নিয়ে সম্পর্কের দুই প্রান্তের কেউই নাড়াচাড়া করতে চায় না শান্তি নষ্টের আশঙ্কায়। মুভিতে ঘটনার আবর্তে এগুলো নিয়েই কথা বলেছেন টমি লি জোন্স আর মেরিল স্ট্রিপ।
যারা মুভিতে শুধুই বিনোদন খোঁজেন তাদের জন্য নয় এই মুভি। চতুর আর মজাদার কথোপকথন আছে বটে, তবে বাস্তব জীবনের মতোই এই মুভির ঘটনা প্রবাহে পদে পদে বিনোদন আর উত্তেজনা নেই। মুভিতে যারা শক্তিশালী বাস্তবতা আর লুক্কায়িত বার্তা খুঁজেন তাঁরা ‘হোপ স্প্রিংস’ দেখতে পারেন, নিরাশ হবেন না। আমার ভাল লেগেছে, তাই রিভিউটি লিখলাম। তা ছাড়া টমি লি জোন্স আর মেরিল স্ট্রিপ আমার দুজন খুব খুব প্রিয় অভিনেতা/অভিনেত্রী তাই ওদের জন্য হলেও মুভিটি দেখার জন্য খানিকটা কম্পেলড্ বোধ করছিলাম।
ধন্যবাদ।
টরেন্টঃ Click This Link
মিওমুভিজ ডাউনলোডঃ Click This Link
©somewhere in net ltd.