![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Flight (2012)
টাইটেল শুনে মনে হতে পারে এটি Air Force One, Passenger 57, এবং Filght Plan এর মত কোন সাসপেন্স মুভি, অন্তত আমার তাই মনে হয়েছিল। ভুল ভাঙল কিছুক্ষণ পর, মুভির ৩৫ মিনিটের মাথায়। তাহলে একটু ভেঙ্গেই বলছি। কমার্শিয়াল পাইলট উইপ্ (ডেঞ্জেল ওয়াশিংটন) এর অনেকগুলো ভাল গুনের বিপরীতে ছিল মাত্র একটি খারাপ অভ্যাস। উইপ্ শুধু একজন একজন ট্যালেন্টেড্ পাইলটই ছিল না, উইপ একজন স্মার্ট, উদার আর ভালবাসার মানুষ। কি তার দুঃখ ছিল জানা যায়নি, তবে উইপ্-এর এলকোহল আর ড্রাগ-এ আসক্তি ছিল প্রচণ্ড ভাবে। তবে তাঁর মাদক আসক্তি তাকে কখনোই খারাপ মানুষ করে তোলেনি। ১০২ জন প্যাসেঞ্জার সহ তাঁর প্লেনটি ক্রাশ করার পূর্বক্ষণ পর্যন্ত, তাঁর সাফল জীবন আর খারাপ অভ্যাসটা একে অপরকে বিঘ্নিত না করে সমান্তরালেই চলছিল। উইপ’র অসামান্য দক্ষতায় তাঁর প্লেনটি ক্রাশ্ ল্যান্ডিং করলেও বেশির ভাগ যাত্রী প্রানে বেঁচে যায়, বেঁচে যান তিনিও। এ দুর্ঘটনার পরই, তাঁর চরিত্রের ভাল দিকগুলোর পথ আগলে দাঁড়াল তাঁর খারাপ দিকটি - আসক্তি। তদন্তে, তাঁর এলকোহল আসক্তির বিষয়টিই বড় হয়ে দেখা দিতে লাগল, যান্ত্রিক কারনে ঘটা এ দুর্ঘটনায়। হিরো থেকে রাতারাতি জিরো হয়ে যাবার যোগাড়। এরপরের ঘটনা প্রবাহটা না’ই বা বললাম।
এটা মাত্র ভুল বা পদস্খলন জীবনের সব অর্জন আর কৃতিত্বকে কত সহজে আর নিমেষে ম্লান করে দেয় সেটা নিয়েই এই মুভি। নিজের সাথে নিজেই যুদ্ধ করার গল্প এটি। মুভিতে আমি তিনটি জিনিষ খুঁজি, মুভির হিডেন ম্যাসেজ (থিম), সংলাপ বা কথোপকথন, আর অভিনয়। এই তিনটি জিনিস এটা সাধারণ স্টোরীলাইনের উপর নির্মিত মুভিকেও অসাধারণ করে তুলতে পারে। ‘ফ্লাইট’ এমনই একটি ছবি। শেষ মুহুর্ত পর্যন্ত দেখার মত মুভি।
ডেঞ্জেল ওয়াশিংটনের দারুণ অভিনয়, জন গুডম্যানের সংক্ষিপ্ত আর হিউমারাস উপস্থিতি, মিষ্টি মেয়ে কেলি রেলি (নিকোল)-এর ভূমিকা, সব মিলিয়ে একটা দারুণ কম্বিনেশন মনে হয়েছে আমার কাছে। মুভি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস্ , যার পকেটে রয়েছে- ফরেস্ট গাম্প, ব্যাক টু দ্য ফিউচার, কাস্ট এওয়ে, পোলার এক্সপ্রেস আর বেউলফ্ এর মত বিখ্যাত মুভি পরিচালনা করার কৃতিত্ব।
আইএমডিবি রেটিং – ৭.৪
টরেন্টঃ লিঙ্ক
Flight (2012)
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্, দেখতেই হবে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
মাক্স বলেছেন: দেখি নাই
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
এ্যাংগরী বার্ড বলেছেন: দেখুন। ভাল লাগতে পারে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: আমি গতকাল রাইতে দেখেছি , মনে করেছিলাম একশন টাইপের হবে , কিন্তু লোড করে দেখি এই অবস্থা তবে খারাপ লাগেনাই । রেটিং মনে হয় একটু বেশি হয়ে গেছে
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এ্যাংগরী বার্ড বলেছেন: বেশী পুরনো মুভি নয়, মাত্র ৩২,০০০ উইজারের রেটিং। ১ লক্ষ পেরুলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
মাসুদুর রহমান০০৭ বলেছেন: aj ei namaite hobe......
dengel is the boss......
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
এ্যাংগরী বার্ড বলেছেন: ডেন্জেলে'র সবচে খারাপ ছবিটাও অনেক ভাল। হি ইস থে বস্।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: ছোট্ট কিন্তু চমৎকার রিভিউ।
+++++++++++++
মুভিটা দেখার আগ্রহ জাগল।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
এ্যাংগরী বার্ড বলেছেন: অনেক ধন্যবাদ মানুষ। শুভ কামনা আপনার জন্য।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মহামহোপাধ্যায় বলেছেন: কাল রাতে দেখেছি ভাইয়া। চমৎকার লেগেছে। সংলাপ গুলো আরও দারুণ লেগেছে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
এ্যাংগরী বার্ড বলেছেন: ফিরে এসে ভাল লাগাটা জানিয়ে গিয়েছেন, ধন্যবাদ।
শুভ কামনা।
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৮
লুবনা ইয়াসমিন বলেছেন: ভাবছিলাম ছবিটি দেখব, কিভাবে ডাউন লোড করতে জানি না।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
এ্যাংগরী বার্ড বলেছেন: ডাউনলোড করে দেখার মত মুভির পোকা আপনি নন বেশ বুঝতে পারছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
মহামহোপাধ্যায় বলেছেন: দেখতে হবে।