নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rayyan

“Forget injuries, never forget kindness."

এ্যাংগরী বার্ড

[email protected]

এ্যাংগরী বার্ড › বিস্তারিত পোস্টঃ

‘The Spectacular Now’ – মুভি

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১



The Spectacular Now (২০১৩)

কাল রাতে ‘The Spectacular Now’ মুভিটি দেখা শুরু করেছিলাম একটি এভারেজ টিনএজ লাভষ্টোরী ভেবে নিয়েই । হ্যাঁ, লাভ তো ছিলই, ছিল আরো বেশী কিছু। মুভির প্লট গড়ে উঠেছে ‘Sutter’ নামের এক চার্মিং হাইস্কুল সিনিয়র ছেলের আর একই স্কুলের ‘Aimee’ নামের এক ঘরকুনো মিষ্টি মেয়ের একে অপরকে ভাল লাগা নিয়ে। ‘Sutter’ যার কোন ভবিষ্যৎ চিন্তা নেই, যে শুধু বর্তমান নিয়ে থাকাতেই বিশ্বাস, আর ‘Aimee’ হচ্ছে সেই মেয়ে যে ফিউচার নিয়ে স্বপ্ন দেখতে ভালবাসে। এমন দুটি ভিন্ন মেরুর ছেলে আর মেয়ের একে অপরের জীবন আর ভাবনায় একে অপরের প্রভাব ফেলার মিষ্টি একটি মন খারাপ করে দেয়া গল্প। অপ্রত্যাশিত ভাবে পরিচয়ের পর Sutter, Aimee’কে বর্তমানের প্রতিটিদিন বেচে থাকার আনন্দ লুটে নিতে শিখিয়েছে। ভবিষ্যতটা যে এমন আরও অনেক আনন্দময় বর্তমান মুহুর্তের চেয়েও সুখময় হতে পারে – এই অনুভুতিটিই এমি খুব সুক্ষ ভাবে ‘Sutter’ মনে সঞ্চার করেছে ‘Aimee’ । মুভির শেষ দিকে শাটার তার নিজের উপলব্ধি এভাবেই প্রকাশ করেছে – ‘It’s fine to live in the ‘NOW’. But the best part about ‘NOW’ is - there is another one tomorrow.’

Tim Tharp এর উপন্যাস অবলম্বনে Scott Neustadter এবং Michael H. Weber স্ক্রীনপ্লে লিখেছেন। একই স্ক্রীনপ্লে লেখকের ‘500 Days of Summer (2009)’ মুভিটি যাদের ভাল লেগেছে, এই মুভিটিও তাদের মন ছুঁয়ে যেতে পারে। চরিত্রের চাহিদা অনুযায়ী Miles Teller (Sutter) এবং Shailene Woodley (Aimee) দুজনই ভাল অভিনয় করেছেন। মুভির কিছু ডায়লগ আমার কাছে অসাধারন লেগেছে।

মুভি শেষের সাউন্ডট্র্যাকটি চমৎকার লেগেছে। গানটির টাইটেল – ‘Song for Zula’

এখন পর্যন্ত ‘The Spectacular Now’ এর IMDb রেটিং – ৭.৬।

রান টাইম – ১ ঘণ্টা ৩৫ মিনিট।







Shailene-Woodley (এমি)





Miles Teller (সাটার)



ট্রেইলারঃ





টরেন্ট লিঙ্ক – ক্লিক করুন

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: মাইয়া পসন্দ হইসে। B-))
এই মুভি দেখবো। B-) B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

এ্যাংগরী বার্ড বলেছেন: ;) গুড লাক।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: দেখা লাগবো।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

এ্যাংগরী বার্ড বলেছেন: হ্যাভ ফান :)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেন জানি দেখতে ইচ্ছা করতেছিল না! এই পোস্টের পরে নামানোর চিন্তাভাবনা শুরু ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

এ্যাংগরী বার্ড বলেছেন: প্রশংসা হিসেবেই নিচ্ছি। :) ধন্যবাদ পথিক।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

যেড ফ্রম এ বলেছেন: ভালো সিনেমা। তবে ৫০০ ডেজ অব সামারের তুলনায় স্ক্রিপ্ট দূর্বল।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

এ্যাংগরী বার্ড বলেছেন: লেখক বলেছেন: জানি না কেন, কিন্তু যতই দিন যাচ্ছে সিনেমাগুলোর স্ক্রিপ্ট দুর্বল হচ্ছে। বোধ করি আজকাল ভাল স্ক্রিপ্ট এর চেয়ে গ্ল্যামার আর স্পেসাল এফেক্ট এর দিকেই সবাই ঝুকছে বেশী।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

যেড ফ্রম এ বলেছেন: না, এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট একটা টিন ম্যুভি, বিশেষ করে ঐ বয়সে চিন্তা ভাবনা, সেটল না হওয়া, দায়িত্ব না নেয়ার প্রবনতা- এসবই সুন্দর ভাবে উঠে এসেছে। কিন্তু আগের স্ক্রিপ্টের চেয়ে একটু ইমম্যাচুরড মনে হলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

এ্যাংগরী বার্ড বলেছেন: সহমত। আমি সার্বিক ভাবে বলছিলাম। 'কামিং অফ এজ' বা বয়ঃসন্ধির একটা ভাল মুভি এটা।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। দেখে ফেলব।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিরাশ! দেহা লাগব!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

এ্যাংগরী বার্ড বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.