নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rayyan

“Forget injuries, never forget kindness."

এ্যাংগরী বার্ড

[email protected]

এ্যাংগরী বার্ড › বিস্তারিত পোস্টঃ

The Best Offer (2013) - মুভি

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪





The Best Offer (2013)

একাধারে ড্রামা, রোম্যান্টিক আর সাইকোলজিক্যাল মুভি। প্রউঢ় এবং বিশাল ধনী অক্‌শনার মিঃ Virgil Oldman এর শেষ বয়সে প্রেমে পড়াকে কেন্দ্র করে মুভির প্লট গড়ে উঠেছে। Virgil Oldman মানুষের সঙ্গ, বিশেষ করে মেয়েদের, এড়িয়ে চলতেন। একা থাকতেই থাকতেই পছন্দ তাঁর। একদিন তরুণী Claire তাঁর অফিসে ফোন করে পারিবারিক সম্পত্তি অকশন করে দেবার অনুরোধ করেন। অনিচ্ছা সত্ত্বের মিঃ Virgil Oldman মেয়েটির প্রাচীন বিশাল ভিলায় যান। তবে ২৭ বছর বয়সী Claire মোটেই মিশুক মেয়ে নয়, ছোট বেলা থেকেই নিজেকে চার দেয়ালে বন্দী করে রেখেছেন ঐ বাড়িইতে। দেয়ালের আড়াল থেকেই কথা শুরু হয় দুজনার। মিঃ Virgil Oldman কখনো বিয়ে করেননি বা কোন মেয়ের সংস্পর্শে যাননি। তাই রোম্যান্টিক আর মেয়েলী বিষয় গুলোতে তাঁর অনভিজ্ঞতা মুভির এক দারুন উপভোগ্য বিষয়। ধীরে ধীরে Claire’র প্রতি তাঁর এক ধরনের অবসেশন বা ইন্‌ফ্যাচুয়েশন তৈরী হতে থাকে; আর এখান থেকেই ঘটনার শুরু। মিঃ Virgil Oldman আর Claire ভীষণ ভাবে দুর্বল হয়ে পরেন একে অপরের প্রতি। তবে সিনেমার এখানেই শেষ নয়; এর আরেকটি ডাইমেন্‌শন আছে। কিন্তু ছবির পুরো গল্প বলে যারা এখনো দেখেননি তাদের মজা নষ্ট করা ঠিক হবে না!

বিখ্যাত অভিনেতা Geoffrey Rush এর শক্তিশালী অভিনয় আর শেষ দিকে গ্লপের অপ্রত্যাশিত টুইস্ট পুরো মুভিটিকে শেষ মিনিট পর্যন্ত আকর্ষনীয় করে রেখেছেন। ব্রিটিশ ধাঁচের মুভি, তাই এর ডায়লগ আর বাচন ভঙ্গী বেশ শক্তিশালী আর মজাদার। (ছবিতে কিছু Adult সিন আছে, তবে অশ্লীল নয়)।

মুভিটির IMDb রেটিং – ৭.৯

টরেণ্ট- লিঙ্ক











মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

বিষন্ন পথিক বলেছেন: দ্যাকপানে

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২

এ্যাংগরী বার্ড বলেছেন: দেখে ফেলুন ;)

২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

বৃষ্টিধারা বলেছেন: হুম

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্‌??

৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

বেকার সব ০০৭ বলেছেন: দেখতে হবে তাহলে

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

এ্যাংগরী বার্ড বলেছেন: দেখার মতন।

৪| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫

সোহানী বলেছেন: এই রিভিও চলবে না চলবে না... আরো ডিটেইলস্ চাই...........

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪০

এ্যাংগরী বার্ড বলেছেন: কি কি ডিটেলস চাই বলুন, লিখব??? কিন্তু বেশী ডিটেলস্‌ দিলে মুভির মজা নষ্ট হবে আপনার। তাছাড়া বড় রিভিঊ পড়তে আমার খুব বিরক্ত লাগে, নিশ্চয়ই আপানার লাগবে।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪১

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ আপনাকেও সুমন।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

বৃষ্টিধারা বলেছেন: হুম,হুম

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫২

এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্‌ হুম্‌ কি জিনিস্‌ ?? #:-S

৭| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১

বৃষ্টিধারা বলেছেন: হুমমমমমমমমমমম

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

এ্যাংগরী বার্ড বলেছেন: হুহ্‌ :-P

৮| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

রাসেলহাসান বলেছেন: এখনো দেখিনাই। তবে দেখতে হবে। B:-) B:-)

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

এ্যাংগরী বার্ড বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.