![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে সিলেট মেডিকেল কলেজে ৫ম বর্ষে অধ্যয়নরত।হবিগন্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাস করার পর আমি ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ,এস,সি পাস করি।
তোমাকে সুন্দরী বলেছিলাম,হয়ত এটাই আমার ভূল ছিল।না হলে কেন আমাকে এত বড় শাস্তি পেতে হবে?আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলে।তুমি হয়ত ভেবেছিলে তোমার সাথে প্রতারনা করছি।কিন্তু আমি যে সতিয তোমাকে ভালবেসেছিলাম,এখনও ভালবাসি,ভালবেসে যাব।আমার কাছে যে তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী।যখন তোমাকে অন্যদের সাথে কথা বলতে দেখি আমার ও খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলি।তোমার নামটা ধরে ডাকি।ভাগেযর কি নির্মম পরিহাস যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার প্রয়োজন ছিল তার নাম ধরে ডাকার অধিকারটুকু পর্যন্ত ঈশ্বর কেড়ে নিয়েছেন।এই অপরাধ স্বপ্নেও আমাকে তাড়া করে বেড়ায়।দেখি আমি তোমার সাথে কথা বলছি।স্বপ্নেও বুঝতে পারি এত সম্ভব না।একি সাথে আনন্দ ও দুঃখ নিয়ে আমার ঘুম ভাঙগে।জানি না কেন তুমি আমাকে এত টা ঘৃণা কর।তবে তোমার ঐ হাসি টা আমাকে এখন ও পাগল করে।তোমার ঐ ব্যক্তিত্ব আমাকে এখনও ছুয়ে যায়।কে জানি বলেছিল ভালবাসার রঙ নাকি বেনিআসহকলা।মানে রঙধনুর সাতটি বর্ণে রাংগানো ।কিন্তু আমার কাছে যে ভালবাসার একটিই রঙ।আর তা হল কৃষ্ণ বর্ণ।মানে হল ঘোর কাল।
©somewhere in net ltd.