নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু ছেড়ে ছুটেছি যে সুখের পিছু,সুখ ত আমায় দিল না ধরা।আসলে কি ছিল ইহা সুখ না সুখ নামের মরিচিকা্।।

সবকিছু ছেড়ে দিয়ে ছুটেছি যে সুখের পিছু,সে ত আমায় দিল না ধরা।আসলেই কি ইহা ছিল সুখ নাকি সুখ নামের মরিচীকা।।

অনজন সরকারস

আমি বর্তমানে সিলেট মেডিকেল কলেজে ৫ম বর্ষে অধ্যয়নরত।হবিগন্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাস করার পর আমি ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ,এস,সি পাস করি।

অনজন সরকারস › বিস্তারিত পোস্টঃ

অনেক আনন্দে মাকে জড়িয়ে ধরতাম,অনেক কষ্টেও মাকেই জড়িয়ে ধরে কাদতাম।অথচ আজ মাকে জড়িয়ে ধরতে কোথায় যেন বাধা।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭

পড়াশোনার জন্য বাড়ির বাইরে আছি ৯ বছর ধরে।কিভাবে যে এত গুলা বছর কেটে গেল টের ও পাই নি।মাঝে মাঝে হিসেবের খাতাটি নিয়ে বসতে ইচ্ছে করে।অনেক গুলো নতুন মুখের সাথে পরিচয় আর অনেক গুলো পুরাতন মুখের দূরে সরে যাওয়া।স্কুলের সেই বন্ধুগুলো,গত কয় বছরে যেন অনেককেই হারিয়ে ফেলেছি।স্কুলের বন্ধুগুলোর মত বন্ধু বোধ হয় আর হয় না।অনেক ব্যস্ততার মাঝে হয়ত অনেকের সাথে যোগাযোগ থাকে না।কিন্তু বাড়িতে ঘুরতে আসলে যে তোদের ছাড়া ভাবাই যায় না।৬/৭ বছর আগেও কত চটপটেই না ছিলাম।এখন যেন অনেক কিছুর চাপে কেমন মেরমেরে হয়ে গেছি।আড্ডাগুলো যেন আগের মত জমে না,আগের মত প্রাণ পায় না,আগের মত দুষ্টুমি করা হয় না।আড্ডায় আসার পরও আমরা কেউ ব্যস্ত হয়ে পরি ফেসবুকে স্ট্যাটাস দিতে,কমেন্ট করতে।কেউ বা আড়াল হয়ে চলে যাই প্রেমিকার সাথে ফোনে কথা বলতে।এভাবেই আজকাল আড্ডাগুলা যেন শ্মশানে পরিণত হয়।এই কয় বছরে ঘরের মানুষ গুলো থেকেও যেন অনেক দূরে সরে গেছি।এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশী ভাবায়।বাড়িতে আসলে বাবা মায়ের ব্যস্ত হয়ে পড়া ছেলে কি খাবে,কোথায় ঘুমুবে কেন জানি তখন নিজেকে অতিথি বলে মনে হয়।মায়ের সাথেও যেন আগের সেই সাবলীল স্বাভাবিক সম্পর্কটি নেই।মায়ের পাশে শুয়ে থাকতে আজ যেন কোথায় বাধা।অথচ এই মার পাশেই একসময় শুয়ে থাকা ছাড়া কিছুই চিন্তা করতে পারতাম না।অনেক আনন্দে মাকে জড়িয়ে ধরতাম,অনেক কষ্টেও মাকেই জড়িয়ে ধরে কাদতাম।অথচ আজ মাকে জড়িয়ে ধরতে কোথায় যেন বাধা।মাকে চাদর মুড়ি দিয়ে বসে থাকতে দেখলে আজ কেন জানি চাদর টেনে নিয়ে মার পাশে বসে থাকতে পারি না।মাকে ভাত খেতে দেখে কেন জানি বলতে পারি না মা আমার মুখে ভাত তুলে দাও।সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মাকে বলতে পারি না।মা অসুস্থ হয়ে পরে থাকলে মায়ের কপালে হাত বুলিয়ে বলতে পারি না মা আমি তোমাকে অনেক ভালবাসি।আজ কোন ভূল করলে মা আগের মত বকাঝকা করে না।কোন কিছু কেনার জন্য মায়ের কাছে বায়না ধরা হয় না।মাকে চিমটি দিয়ে দৌড়ে পালানো আর মায়ের তরকারির হাতা নিয়ে আমাকে ধাওয়া করা,এগুলা এখন আর হয়ে উঠে না।বড় বোনটির সাথে এখন আর মারামারি করা হয় না।স্কুল কামাই করার জন্য এবং অসময়ে খেলতে যাওয়ার কারণে বাবার কাছে বকা খাওয়া হয় না।জোড়ে জোড়ে না পড়লে বাবার জোড়ে জোড়ে পড় কথাটা শোনা হয় না।বাবার হাত ধরে বৈশাখী মেলায় যাওয়া হয় না।পরীক্ষার আগে বড় ভাইয়ের লম্বা চিঠিগুলা পাওয়া হয় না। বয়স বাড়ার সাথে সাথে যেন সবার সাথে দুরত্বটুকু ও বেড়ে যাচ্ছে।হারিয়ে যাচ্ছে অসাধারণ সময়গুলো।হারাচ্ছি কাছের মানুষদের আদর।হয়ে যাচ্ছি যন্ত্রমানব।একসময় বড় হওয়ার জন্য পাগল ছিলাম।আর এখন মা বাবা ভাই বোনের সেই ছোট্টটি হওয়ার জন্য মনটা কাদে। বড় হচ্ছি কিন্তু এমনটাই কি চেয়েছিলাম???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

নিক-অনিক বলেছেন: বড় হয়ে গেছেন ভাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.