![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে আবারো রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে। ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি সূত্রে জানা গেছে, সাবরেমিন কেবল মেরামতের জন্য বৃহস্পতিবার রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে। সাবমেরিন কেবলের মানোন্নয়ন করায় সাময়িকভাবে ইন্টারনেট সংযোগের বাইরে থাকতে হবে ব্যবহারকারীদের। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ইন্টারনেট বন্ধ রাখার এ তথ্য জানিয়ে আইএসপিএবির কাছে মেইল পাঠিয়েছে বলেও জানা গেছে।
এর আগে ৬ জুন বুধবার দুপুর থেকে সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের তার কাটা পড়ায় দেশের ইন্টারনেট সংযোগের গতি ধীর হয়। তার পর থেকে ইন্টারনেটের গতি এখনো স্বাভাবিক হয়নি।
০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:১৫
মিনহাজুল হক অনিক বলেছেন: জনাব রাম ভোদাই ভাই, দয়া করে প্রথম-আলো, বিডি নিউজ২৪ এর ওয়েব সাইট দেখে আসুন!!! আপনি যে শুধু ভোদাই না, রাম ভোদাই তা প্রমান হয়ে যাবে।
২| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: ফায়ারউলফ বলেছেন: ভোদাই রে ভোদাই কয় মাস আগের নিউজ রিপিট করস
কনফিউজ হয়ে গেলাম
৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:১২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্রতিবারই শুনি যে ইন্টারনেট "বন্ধ" থাকবে কিন্তু কোনবারই "বন্ধ" হয়না। স্পিড একটু স্লো হয়তো হয় কিন্তু সেইটা কিউবি বা বাংলালায়ন ব্যবহারকারীরা ছাড়া আমরা আম-ইউজাররা টেরই পাই না। আর জিপির যে ইন্টারনেট! সেইটাতো চিরদিনই স্লো।।।
০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:১৮
মিনহাজুল হক অনিক বলেছেন: গত বার সারা বাংলাদেশে লাইন ছিলনা, আপনার ছিল কারন আপনার ভাগ্য বেশী ভাল তাই!!!
৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৪১
হ্যাকার হান্ট বিডি বলেছেন: ভাই নিউজটা সত্যি, একটু আগে আমার মোবাইলে বাংলাবিলাই মেসেজ দিয়া নিউজটা কর্নফার্ম করছে।
৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৪৭
ফায়ারউলফ বলেছেন: লেখক বলেছেন: জনাব রাম ভোদাই ভাই, দয়া করে প্রথম-আলো, বিডি নিউজ২৪ এর ওয়েব সাইট দেখে আসুন!!! আপনি যে শুধু ভোদাই না, রাম ভোদাই তা প্রমান হয়ে যাবে। >>>> তুই যে শুধু ভোদাই না মানসিক প্রতিবন্ধি সেওটাও প্রমান করলি। তুই যে পেপারও পড়তে জানসনা সেইটাই প্রতিবন্ধিদের লক্ষন।তোর কোন পেপারে লিখসে লিঙ্ক দে।
লেখক বলেছেন: গত বার সারা বাংলাদেশে লাইন ছিলনা, আপনার ছিল কারন আপনার ভাগ্য বেশী ভাল তাই!!! >>>>> ঠাটায়া কানের নিচে এমন থাপ্পর দিমু এক্কারে বয়ড়া হয়া যাবি
০২ রা আগস্ট, ২০১২ রাত ২:৪৯
মিনহাজুল হক অনিক বলেছেন: এইবার তোর কানের নিচে তুই ঠাটায়ে থাপ্পর দে। বেশি বুঝিস না, এখন কি হইল? জবাব দে। আর যদি জবাব না দিস বুঝব তুই হিজড়া!!!
৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৩
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: http://www.bdnews24.com/bangla/
ফায়ারভোদাই, থাবড়া থাবড়ি বন্ধ কৈরা উপরের লিংকে যান, হেডলাইনের নিউজ টা পড়েন।
০২ রা আগস্ট, ২০১২ রাত ২:৫০
মিনহাজুল হক অনিক বলেছেন: উচিৎ জবাব দিয়েছেন ভাই!!! ধন্যবাদ।
৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৫
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: শান্তি না পাইলে এইখানেও হেডলাইনটা দেখতারেন।
http://www.prothom-alo.com/
৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৭
ব্লাক সেপ্টেম্বর বলেছেন: ভালহবে-এই টাইমটা সামু মাথায় থাকবেনা!
৯| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:০১
শেষবিকেল বলেছেন: যারা রাম ভোদাই তাদের জন্য
রাত ২টা থেকে ৩ ঘণ্টা ইন্টারনেট থাকবে না
১০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার সমস্যা নাই
১১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৫০
মেহেদী হাসান মানিক বলেছেন: আন্নে ত চেয়ারম্যান পেচাল নেট আন্নের।
আমিও কিছুক্ষন আগে এসএমএস পাইলাম আমিও পোস্ট দিছি ।এটা আগে দেখলে দিতাম না।
১২| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আহেম আহেম!
এইবার সমস্যা চলাকালীন পিসিতে জিপি মডেম দিয়ে গুগল.কম আর ফেসবুক.কম এ পিং করে রেখেছিলাম। রেসপন্স খুব কমই এসেছে।
মোবাইলে রবি ছিলো। অপেরা মিনি আর সিম্বিয়ানের ডিফল্ট ব্রাউজার দিয়ে ঢুকতে পারিনি। তবে ইউসি'তে ট্রাই করে ঠিকই ইন্টারনেটে ঢুকেছে! ((স্পিড মারাত্মকভাবে কম ছিলো))
ভাগ্য ভালো নাকি খারাপ তা জানিনা। তবে ইন্টারনেট কোনবারই পুরোপুরি বন্ধ হয়না। স্যাটেলাইট বলে একটা বস্তুর অস্তিত্ব আছে রে ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৫৫
ফায়ারউলফ বলেছেন: ভোদাই রে ভোদাই কয় মাস আগের নিউজ রিপিট করস