নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-আওয়ামী লীগের মধ্যে মৈত্রী হতে পারে?

০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০


২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত আওয়ামী লীগের ওপর যে নির্যাতন চালিয়েছে, গত ১৫ বছরে (২০০৯-২০২৪) আওয়ামী লীগ সুদে-আসলে সব উসুল করে নিয়েছে। গত ৫ আগস্ট পতন হয়েছে আওয়ামী লীগের। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা নির্বাচনী রোডম্যাপ না দেওয়ায় এবং জামায়াত সুযোগসুবিধা বেশি পাওয়ায় বিএনপি একটু ব্যাকফুটে আছে।

দলীয় নেতাকর্মীরা বিশৃঙ্খলা করায় সরাসরি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের ওপর তারা যথেষ্টই নমনীয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বিএনপি সমর্থন জানায়নি। বলেছে, তারা কোনো সংগঠন নিষিদ্ধের পক্ষে নয়। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণেও তারা একমত নয়। বলতে গেলে তাদের আপত্তিতেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি। আসলে বিএনপি বুঝতে পারছে ক্ষমতার পালাবদল হলে তাদের ওপরও অত্যাচারের খড়গ নেমে আসতে পারে। তাই তারা নিরাপদ জোনে থাকতে চাচ্ছে।

আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক ভিডিও বার্তায় বিএনপির অবস্থানের প্রশংসা করেছেন। যিনি এত বছর বিএনপির বদনাম করে এলেন, তার কথাবার্তায় উল্টো সুর আমাদের এটা বোঝায়, রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু নয়। এমন সময় আসতে পারে জামায়াত বা সমন্বয়কদের বিপক্ষে একযোগে কাজ করবে আওয়ামী লীগ-বিএনপি। আজকে চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় আহসান হাবিব (২৭) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়েছেন বিএনপির কর্মীরা।

বিএনপির কিছু দোষত্রুটি থাকলেও আশা করা যায় গত ১৫ বছরে তারা নিজেদের সংশোধন করে নিয়েছে। তারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে বলেই জানি। আওয়ামী লীগ গত ১৫ বছরে যে ভুল রাজনীতি করেছে, বিএনপি নিশ্চয়ই তেমন কিছু করবে না। করার আগে আওয়ামী লীগের পরিণতির কথা ভাববে নিশ্চয়ই?

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আপাতত ইদের পর ভাবতে হবে ব্যাপারটা!

০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেরি হয়ে যাবে।

২| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিপরীত মুখি রাজনীতি জাতির জন্য মঙ্গলজনক নয়, বিএনপি এটা বুঝে থাকলে তাদেরকে সাধুবাদ।

০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মেয়ের জামাই কী বলেন? পদ পেলেন কোনো?

৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬

নতুন বলেছেন: জয় তারেক জিয়ার সাথে কথা বলতেই পারে।

যদি দেখে কোমলমতিরা তাদের গদিতে যেতে বাধা দিচ্ছে। তবে জয় আর তারেক এক সাথে আন্দোলন করতেই পারে।

রাজনিতিকরা ক্ষমতায় যাবার জন্য সব কিছুই করতে পারে।

এদের নীতি একটাই - দেশের সম্পদ লুট করা। জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ তো জনগনকে জজবায় রাখার জন্য চেতনা বিক্রি মাত্র।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগকে আরও ৫-১০ বছর ক্ষমতার বাইরে না রাখলে তারা দ্বীনের পথে আসবে না। বিএনপি বহুত কষ্ট করেছে। ধারণা করা যায় তারা ক্ষমতায় যেতে পারলে শুদ্ধ রাজনীতি করবে।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মেয়ের জামাই কী বলেন? পদ পেলেন কোনো? মেয়ের জামাই পদেই আছে এবং সে দলের অনুগত।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জামাইয়ের জন্য শুভকামনা। শ্বশুরের মতো পল্টিবাজ না হলেই ভালো।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১

তানভির জুমার বলেছেন: আপনাদের মুখে এইসব কথা শুনলে ব্যাপক বিনোদন পাই। নির্যাতন-লুটপাট-সন্ত্রাসী কাজ ইত্যাদিতে আওয়ামীলিগের ধারে কাছেও নেই বিএনপি। কি দিন আইলো হাসান মাহমুদ-জয় এখন বিএনপির প্রশংসা করে। ইন্ডিয়ান প্রক্সি সরকার ছিল আওয়ামীলিগ আর বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদী দল কিসের সাথে কি মিলান?

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একুশ আগস্ট করছে একটাও আওয়ামী লীগ?

৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

শিশির খান ১৪ বলেছেন: যাহা আওয়ামীলীগ তাহাই বি এন পি দুইটাই চর। দুই দলকে বাদ দিয়ে তৃতীয় দল আনতে হবে। রক্তের দাগ শুকানোর আগেই বি এন পি ভারতের কাছে বিক্রি হওয়া গেলো আফসোস। আমার ধারণা মির্জা ফখরুল ভারতের লোক।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তৃতীয় দল আনলে কী হতে পারে ইউনূস গংদের দেখে বুঝতে পারছেন না? রাজনীতিতে দক্ষতা দরকার। আওয়ামী লীগ-বিএনপির বাইরে কারও রাষ্ট্র চালনার দক্ষতা নেই। আওয়ামী লীগ-বিএনপি লুটেরা দল হলেও দেশে নিয়ন্ত্রণ নিতে পারে। ইউনূস গং বা তৃতীয় পক্ষ হিমশিম খাবে শুধু।

৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাইয়ের জন্য শুভকামনা। শ্বশুরের মতো পল্টিবাজ না হলেই ভালো। পল্টি মারতে কেউ বাধ্য করলে পল্টিবাজের কি দোষ? এক লীগ সমর্থক বললেন, খেয়ে গেছে কিছু সংখ্যক, কিন্তু পালিয়ে বেড়াচ্ছি আমরা সবাই।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খেয়ে গেছে কিছু সংখ্যক, কিন্তু পালিয়ে বেড়াচ্ছি আমরা সবাই। আসলেই। খুবই দুঃখজনক ব্যাপার। শেখ হাসিনার গোয়ার্তমির কারণে সাধারণ কর্মীরাও ভুগছে।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩২

Sujon Mahmud বলেছেন: ইতিহাসের পটভূমিতে এদের সম্পর্ক জটিল হলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উভয় দলকে একটি স্থিতিশীলতার জন্য একত্রিত হওয়া উচিত। পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার মাধ্যমে তারা দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থে একত্রে কাজ করতে পারে। দুই দলের নেতাদের জন্য এই উদ্যোগে এগিয়ে আসা একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগের তো কূল-কিনারা নেই। বিএনপি যেহেতু নমনীয়, আওয়ামী লীগ সম্পর্কোন্নয়নে জোরালো পদক্ষেপ নিতে পারে।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: আমারতো ধারনা জয় চুপ করে আছে তারেক রহমানের পরামর্শে। আওয়ামিলীগের পরামর্শদাতা এখন বিএনপি বলেই মনে হচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মার্কিন পেটে ঢুকে যাচ্ছে বাংলাদেশ; এটা বিএনপি বুঝতে পারছে।

১০| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

শিশির খান ১৪ বলেছেন: ইউনুস গং এর পিছনে ভারতের চিক্রান্ত আছে সেটা ভুলে যাবেন না। আওয়ামীলীগ বি এন পি লুটেরা হলেও দেশ নিয়ন্ত্রণে নিতে পারে বাহ্ কি যুক্তি দিলেন ভাই তার মানে আওয়ামীলীগের মতো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলেও আপনি খুশি আপনি তো উদার ……….হাহাহা

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশের ওপর নিয়ন্ত্রণ নিতে না পারলে কীসের সুশাসন কীসের দুর্নীতি রোধ?

১১| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৬

প্রহররাজা বলেছেন: ইউনুস তার টোকাই বাহিনীকে বিএনপি একা সরাতে পারবে না। লীগকে কৌশলে সাথে নিবে বিএনপি

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মনে হচ্ছে।

১২| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:০৫

কামাল১৮ বলেছেন: গত তিন মাসে নতুন সরকার আ,লীগ থেকে অনেক বেশি নির্যাতন করেছে বিএনপিকে।মাইনাস করার হুমকি দিচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১/১১ এর ভয়ে আছে বিএনপি।

১৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৩

ক্লোন রাফা বলেছেন: সমঝোতা হোতে পারে মৈত্র নয় । প্রতিযোগিতা হোক শত্রুতা নয়।দেশের এবং মানুষের মঙ্গল ও উন্নতির জন্য সবাই কাজ করুক।

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমঝোতা হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

১৪| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আরািফন বলেছেন:

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠেলার নাম বাবাজি।

১৫| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২

রবিন.হুড বলেছেন:
বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দূর করতে এই মশালের আলোতে পথ চলতে পারেন।

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রধান কে?

১৬| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৯

রাসেল বলেছেন: মানুষ মাত্রই অপরাধ প্রবন। যে জাতিকে নৈতিকতা শিক্ষা দেয়া হয় না, অপরাধীকে উৎসাহ দেয়া হয়, সততার/ যোগ্যতার মূল্যায়ণ করা হয় না; সেই জাতি থেকে ভালো মানুষ নেতৃত্বে আসবে আশা করা যায় না।

০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ দেশে আসলে নৈতিক মানুষ হওয়া সম্ভবও না।

১৭| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি-আওয়ামী লীগের মধ্যে মৈত্রী সম্ভাবন আপাতত নেই।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে।

১৮| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোন সম্ভাব্না নেই।
আলীগ এখনো সংগঠিত হয়নি।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তবে বিএনপি যথেষ্ট নমনীয়।

১৯| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: রাজনীতিতে শত্রু বলে কিছু নেই।

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক।

২০| ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

আদিত্য ০১ বলেছেন: ইউনুস ও উপদেষ্টারা জামাত ঘেষা, আর জামাত চাচ্ছে সময় নিয়ে নির্বাচন হোক, যাতে তারা আরও সুসংঘঠিত হতে পারে, জামাত এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না, জামাত এককভাবে ক্ষমতা যেতে চাচ্ছে, আর জামাতের এই কালক্ষেপন বা ইংগিতের কারনে ইউনুস ও উপদেষ্টারা ক্ষমতাকে দীর্ঘায়ীত করতে চাচ্ছে, তাতে বিএনপি অনেক নেতার ওপর খড়্গ নামতে পারে, বিএনপি অনেক চাপে আছে, মাইনার টু ফর্মুলা হওয়ার ভয়ে, নির্বাচন মনে হয় না শীগ্রই হবে, আর নির্বাচনে দেরি হলে, বিএনপি আওয়ামীলীগ রাজনৈতিক সমঝোতা বা মৈত্রি করে যুগপুত আন্দোলন হলেও হতে পারে, তবে সমঝোতা বা মৈত্রি না হলেও ইউনুস ও তার সাংগ পাংগদের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামীলীগ আন্দোলন করবে এইটা বেশি দিন নাই, কারন বিএনপি কথায় তার স্পষ্ট, তারা নির্বাচনে শীগ্রই দেওয়ার জন্য কর্মসূচী শুরু করেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.