নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি

১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৪

জনৈক সমন্বয়ক রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছে পোষণ করেছেন। তার এলাকাবাসী চাইলে তিনি নির্বাচনে দাঁড়াবেন। ব্যাপারটা আসলেই দূরদর্শী চিন্তা। এ দেশে রাজনীতির চেয়ে লাভজনক আর কী ব্যবসা আছে? আপনি রাজনীতি করে ক্ষমতায় গেলে বিসিএস ক্যাডাররাও স্যার ডাকবে। ধান্ধা তো আছেই। টাকা-পয়সা বিদেশে পাচারও করা যায়; এতে করে ক্ষমতায় না থাকলেও বিদেশে আরামে থাকা যায়। পড়ালেখা করে তো তেমন কিছু হবে না। তারচেয়ে রাজনীতিই ভালো।

যদিও একটু ঝুঁকি আছে। জেল-জুলুম সহ্য করতে হবে। ঝুঁকি ছাড়া কোন কাজটা হয় এ দেশে? আপনি ডিম কিনে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ক্ষতি হতে পারে, মাছ বিক্রি করতে গেলে পচে যেতে পারে। রাজনীতি করতে গেলে একটু ঝুঁকি নেবেন না? আর জীবনটা তো ঝুঁকির মধ্যেই থাকে।

সাধারণ থাকলে ঝুঁকি আরও বেশি। সবাই ঠকাবে। অসাধারণ (রাজনীতিতে জড়িত) হলে কিছু সময় দুর্ভোগ কিছু সময় আরামে যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: সংগঠন যে কয়জন সদস্য আছে তাদের ভোট পাবে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভোটদানের বয়স ১৭ করলে আরও বেশি পেতে পারে। কোমলমতি আছে অনেক।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ৩০ লাখ ভোটার বাড়বে! হবে না এমন কিছু এই নির্বাচনে আশা করি।

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেখা যাক।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

নাহল তরকারি বলেছেন: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা, দূষিত।

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয়।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: সবচেয়ে লাভ জনক ব্যবসা ধর্ম এবং রাজনীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.