![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে ছলে-বলে-কৌশলে সব শ্রেণির মানুষকে একত্র করা গিয়েছিল। কিন্তু সরকার পতনের পর দেখা গেল নির্দিষ্ট কিছু গোষ্ঠী কেবল সুবিধা পেল। বিশেষভাবে বললে বিএনপি আর জামায়াত।
আওয়ামী লীগের চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন বিএনপির হাতে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির কারণে এরমধ্যে তারা টেম্পো দল হিসেবে পরিচিতি পেয়ে গেছে। ক্ষমতায় যা্ওয়ার আগেই মাঠ তাদের দখলে। গত ছয় মাসে বহু সংখ্যক নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে পদচ্যুত হয়েছে। তবুও তাদের থামানো যাচ্ছে না। এ অবস্থায় তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে তারা।
এদিকে জামায়াত মহান দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত। সেনাবাহিনী আর তারা নাকি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক! দেশের বিরাট একটা অংশ তাদের একাত্তরের কার্যক্রমকে সমর্থন করছে। আসলে লোকজন আওয়ামী লীগ-বিএনপির শাসনামল দেখে বিরক্ত হওয়ায় হয়তো ব্যতিক্রম কিছু চাচ্ছে।
এদের সাথে ছাত্ররা কিছু কিছু ক্ষেত্রে মিলে যাচ্ছে। যদিও তারা আলাদা দল করার পথে। মনে হচ্ছে মিলেমিশে রাজনীতি করতে চাচ্ছে।
শুরুতে বলছিলাম সরকারের পতন ঘটাতে ছলে-বলে-কৌশলে সব শ্রেণির মানুষকে একত্র করা হয়েছে। থানা লুট হয়েছে, বড় বড় আসামিরা বেরিয়ে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আর কী বলব। যা যাকে পাচ্ছে মেরে খাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নেই, খেলা হচ্ছে একপাক্ষিক।
অরাজকতার সুযোগে উন্মত্ত জনতা জেগে উঠেছে। চলছে মব জাস্টিস। জোর করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করিয়ে পছন্দের ব্যক্তিদের বসানো হচ্ছে। দেশে যত মাজার, ভাস্কর্য আছে সব ভেঙেচুরে একাকার করে দিচ্ছে। ধানমন্ডি ৩২ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সবকিছুতেই হামলা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হচ্ছে।
সব শেষে জানা গেছে বইমেলায় একটা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন রাখায় তৌহিদি জনতা স্টল বন্ধ করার হুমকি দিয়েছে। তাদের হুমকিতে বাংলা একাডেমি স্টল থেকে স্যানেটারি ন্যাপকিন সরানোর আদেশ দিয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওরা নারী-শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক অনেক কিছু রেখেছে। সমস্যা হয়ে গেছে ন্যাপকিন রাখায়।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫০
কামালপাশা২য় বলেছেন:
মুক্তিযুদ্ধকে মুছে ফেলার পক্ষের লোকজনই ক্ষমতা দখল করেছে, ইহা বুঝতে কতো সময় লেগেছে আপনার নিজের?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আন্দোলন যে কাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, সেটা সরকার পতনের আগেই আমি বুঝেছিলাম। কিন্তু কিছু করার ছিল কী? শেখ হাসিনা তো দেশটাকে ধ্বংস করে গেছেন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: সমন্বয়করা ধরছে রুই কাতলা,তারা চুনো পুটির কাছে যাচ্ছে না।এই যা পার্থক্য।তারা যাচ্ছে বসুন্ধরা যমুনায় সিটি গ্রুপ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাও-বাজার বুঝে ফেলেছে তারা।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: এখন দরকারি কাজ হচ্ছে মহিলা মাদরাসা গুলোতে বিনামূল্যে বিতরণ করা। এরপর ফটোসেশন করা। দেখবেন এর প্রভাব কাদের বুকে লাগে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষেরাই গোঁড়ামি থেকে বেরোতে পারছে না। এরা এখনও নারী স্বাস্থ্য, নারী শিক্ষার বিরোধিতা করে। বাকিদের কথা আর কী বলব?
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৭
এ পথের পথিক বলেছেন: বঙ্গবল্টুর ৩২, মাদার অফ অল ডেভিলস খুনি হাসু, বিম্পি জামাতের রাজনীতি, বইমেলা আর মব মিলিয়ে একটা সিম্প্যাথি মার্কা পোস্ট করার চেষ্টা করেছেন । এখন খুনি তো খুনিই আম্লিক তো ধর্ষকলীগ তাদের প্রতি কোন নুন্যতম সিম্প্যাথি দেখানো হবে না ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আসলেই। আমার লেখা উচিত ছিল শুধু আওয়ামী লীগের সমালোচনা করে পোস্ট করা। দেশে গত ৬ মাস ধরে কী হচ্ছে সব স্কিপ করে যেতে হবে। পাশাপাশি রাজাকারদের গুণকীর্তন করাও উচিত ছিল। সব জায়গার মতো ব্লগেও তাই চলছে।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
এ পথের পথিক বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা হাজার হাজার ছাত্র হত্যা করে, আয়নাঘর তৈরি করে দিনের পর দিন মানুষদের যন্ত্রনা দিয়ে হত্যা করে, শাপলা চত্বরে বাতি নিভিয়ে মানুষ হত্যা করে, পিলখানায় যারা সৈনিক হত্যা করে, হাজার হাজার আবরার, অভিজিৎ হত্যা করে, ২৮ অক্টোবর যারা লাশের ওপরে নৃত্য করে তাদের পক্ষে বলা মানুষদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার আগে মস্তিষ্ককে একটু ঝালাই করার দরকার ছিল । যারা সেসব কাজকে অপরাধ মনে করে না তাদের অন্তত এখন কড়া সমালোচনা করার আগে লজ্জিত হওয়া উচিত, অন্তত তাদের পক্ষ থেকে কড়া সমালোচনা মানায়না ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ যেহেতু হাজার হাজার ছাত্র হত্যা করে, আয়নাঘর তৈরি করে দিনের পর দিন মানুষদের যন্ত্রনা দিয়ে হত্যা করে, শাপলা চত্বরে বাতি নিভিয়ে মানুষ হত্যা করে, পিলখানায় যারা সৈনিক হত্যা করে, হাজার হাজার আবরার, অভিজিৎ হত্যা করে, ২৮ অক্টোবর যারা লাশের ওপরে নৃত্য করেছে, এখন দেশ থেকে মুক্তিযুদ্ধ এর চেতনা তুলে দিতে হবে। প্রতিদিনকার খুন, ধর্ষণ সব দেখেও না দেখার ভান করতে হবে। মব জাস্টিসসহ সব অবিচারকে অন্ধভাবে সমর্থন করে দিতে হবে। বিএনপিকে আওয়ামী লীগ হয়ে উঠার সুযোগ দিতে হবে আর জামায়াতকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে, একাত্তরে যেহেতু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন জাতির জনক কাকে মানবেন গোলাম আজম নাকি জিন্নাহ? যেহেতু গোলাম আজম দেশি, আমরা তো দেশি পছন্দ করি না; এখন বিদেশি জিন্নাকেই জাতির জনক ঘোষণা করতে হবে। কোনটা ভালো হয়?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
এ পথের পথিক বলেছেন: উল্লেখিত কাউকেই আমি জাতির পিতা মানিনা । উল্লেখিত কাউকেই আমি জাতির পিতা মানিনা । আর আমি চাইনা কোন জাতির পিতা থাকুক । জাতির পিতা থাকতে হবে কেন ?
ছবিতে অনেক প্রশ্নের উত্তর । আলহামদুলিল্লাহ খুনি হাসিনাকে আমরা হারিয়েছি, এজন্য কারো আফসোস নেই, সবাই মিষ্টি খেয়েছে । ভাল থাকবেন । সরি ভাই তর্কে জড়িয়ে পড়েছিলাম । সালাম ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযুদ্ধকে পুঁজি করে শেখ হাসিনা ব্যবসা করেছেন; এটা সত্যি। শুধু মুক্তিযুদ্ধের কারণেই তাকে অনেকে সমর্থন করেছেন। বর্তমানে তৌহিদি জনতার আস্ফালন দেখছেন তো। শেখ হাসিনা এদের থামাতে পারবেন; এ কারণেও অনেকে তাকে সমর্থন করেছেন (এখন আপনি নিজেও যদি এদের সমর্থন করেন, একটা সময় পরে নিজেই বিরক্ত হয়ে যাবেন। লিখে রাখেন।)। কিন্তু শেখ হাসিনা সুযোগ নিয়েছেন। খারাপ লোক নিয়ে দেশ চালিয়েছেন। আমি অবশ্যই তার বিচার দাবি করি। বিচার দাবি করি এখন যারা দেশটা ধ্বংস করছেন, তাদেরও। দেশের পরিস্থিতি তো আঁচ করতে পারছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কেন সরানো হয়েছিল জানেন তো?
আর জাতির জনক বিষয়টা সব রাষ্ট্রের জন্যই প্রাসঙ্গিক। আপনি না চাইলেও কিছু যায় আসে না। শিয়া এবং নিধার্মিক জিন্নাহকে পাকিস্তানিরা জাতির জনক মানে, কামাল পাশাকে তুরস্ক জাতির জনক মানে, ইবনে সৌদকে সৌদিয়ানরা জাতির জনক মানে। গোঁড়া বিজেপি অপছন্দের গান্ধীকে জাতির জনক মানে। আপনাকে রাষ্ট্র ব্যবস্থা বুঝতে হবে।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৩
জিকোব্লগ বলেছেন:
খুনি হাসিনার সন্ত্রাসী চামচারা দেখ, তোদের বর্তমান আব্বার কী অবস্থা !
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্যবসা-বাণিজ্য তাহলে ভালোই যাচ্ছে? আওয়ামী লীগ ১৫ বছর খেয়েছে, এখন আপনাদের পালা। আওয়ামী লীগের মুণ্ডুপাত করে বর্তমান অপকর্ম জায়েজ করতে হবে তো। টেম্পো স্ট্যান্ডে আছেন নাকি জামায়াতের দেশপ্রেমে?
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৮
নকল কাক বলেছেন: রাজাকারদের হাতে দেশ পড়লে দেশের কি অবস্থা হয় তা দেখা যাচ্ছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা বলা যাবে না। বলুন দেশ ভালো চলছে। কোনো চাঁদাবাজি নেই, দুর্নীতি নেই, খুন-ধর্ষণ নেই। স্বর্গরাজ্য।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০
নতুন বলেছেন: আওয়ামী লীগের চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন বিএনপির হাতে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির কারণে এরমধ্যে তারা টেম্পো দল হিসেবে পরিচিতি পেয়ে গেছে। ক্ষমতায় যা্ওয়ার আগেই মাঠ তাদের দখলে। গত ছয় মাসে বহু সংখ্যক নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে পদচ্যুত হয়েছে। তবুও তাদের থামানো যাচ্ছে না। এ অবস্থায় তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে তারা।
এদিকে জামায়াত মহান দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত। সেনাবাহিনী আর তারা নাকি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক! দেশের বিরাট একটা অংশ তাদের একাত্তরের কার্যক্রমকে সমর্থন করছে। আসলে লোকজন আওয়ামী লীগ-বিএনপির শাসনামল দেখে বিরক্ত হওয়ায় হয়তো ব্যতিক্রম কিছু চাচ্ছে।
রাজনিতিকদের প্রধান আয়ের উতসই চাদাবাজী, টেন্ডারবাজি। তাই আয়ামীলিগের স্থানে বিএনপি দখল নিচ্ছে।
আর জামাতের এই উত্থানের পেছনে আয়ামীলীগের চেতনা বিক্রিই দায়ী। ১৬ বছর আয়ামীলীগ সত্যিকারের দেশপ্রমিকের মতন দেশ চালালে মানুষ এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার চিন্তাই করতো না।
আয়ামীলীগ ১৪০০+ মানুষ হত্যাকরেছে তাই জনগন কিভাবে এখনো মুক্তিযুদ্ধের জন্য আয়ামীলীগের প্রতি সন্মান রাখে?
জামাতী নেকড় ভেড়ার ছাল পরে জনগনের সামনে ভালো মানুষ হিসেবে নিজেদের উপস্থাপন করেছে, নতুন প্রযন্মের মানুষ আয়মাীলীগের নেকড়ে দেখে তারা ১৯৭১ এর জামাতের ভুমিকায় প্রশ্ন জেগেছে।
তারপরেও আমার মনে হয় জামাত কখনোই ক্ষমতায় আসবেনা। বিএনপি আসলে তখন জামাত আর তৌহিদি জনতাকে টাইট দিয়ে দেবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগ ১৪০০+ মানুষ হত্যা করেছে, তাই জনগণ কীভাবে এখনো মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের প্রতি সম্মান রাখে?
আপনি কি ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই বক্তব্য শুনেছিলেন? তাকে কেন সরানো হয়েছিল; এ কারণটা কি জানেন? বেশি কিছু বলার সাহস নেই আমার। আপনি পড়ালেখা জানা মানুষ। একটু ঘাঁটাঘাঁটি করুন।
আওয়ামী লীগ দুর্নীতি করেছে, লুটপাট করেছে। ওদের শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। ব্যক্তির দায় তো আদর্শের না। যারা ধানমন্ডি ৩২ ভেঙেছে, তারা মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে কখনোই ধারণ করেনি। একটা বাহানা ধরেছে শেখ হাসিনার দুঃশাসনের কারণে ভেঙেছে। তাহলে আমাকে বলেন বঙ্গবন্ধুর বাড়ি বা ভাস্কর্য ছাড়াও মুক্তিযুদ্ধের আরও সব স্থাপনা ওরা ধ্বংস করল কেন? মানে বোঝা গেল ওদের সমস্যা শুধু শেখ হাসিনায় না। মেজর ডালিমের বক্তব্য শুনেছেন তো? একাত্তরে যুদ্ধ করে সে লজ্জিত। আর ৭২-৭৫ না, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র তারা স্বাধীনতার আগে থেকেই করছিল। আমরা এতদিন জানলাম ৭২-৭৫ এর জন্য বঙ্গবন্ধুকে মারা হয়েছিল।
কথায় অনেক কথা আসে। আওয়ামী লীগ দুঃশাসনের সুযোগে কুচক্রী মহল ঢুকে পড়েছিল। এ দিকে আওয়ামী লীগের তো মাটিতে পা পড়ে না। অবশেষ অহঙ্কারীর পতন হলো।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১১
নকল কাক বলেছেন: জামাত কখনোই ক্ষমতায় আসবেনা
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপিরই সম্ভাবনা আছে এখনও।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বই মেলায় স্যানেটারি ন্যাপকিন, কনডম, জন্মবিরতিকরন পিল, দূর্ঘটনা হলে পিউলি এগুলো তো থাকার কথা না; আমরা তো আগে এগুলো কখনো বইবেলায় দেখিনি তাহলে এখন কেন এসব? নাকি ইচ্ছা করে গোল বাধানোর অপচেষ্টা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যদ্দুর জানি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পণ্য আগেও ছিল। আর এগুলো তো বেআইনি কিছু না।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতারণা আর গন্ডগোলের আন্দোলনে বেশী লাভবান হয়েছে জামাত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আরও ধর্মপন্থি দলও লাভবান।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বই মেলায় স্যানেটারি ন্যাপকিন, কনডম, জন্মবিরতিকরন পিল, দূর্ঘটনা হলে পিউলি এগুলো তো থাকার কথা না; আমরা তো আগে এগুলো কখনো বইবেলায় দেখিনি তাহলে এখন কেন এসব? নাকি ইচ্ছা করে গোল বাধানোর অপচেষ্টা।
খুবই জ্ঞানের কথা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই কমেন্টটা ফেসবুকে পেলাম।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই নাকি?
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: উন্মত্ত জনতা চুপচাপ আছে। জেগেছে জামাত শিবির।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবাই ভাগ চাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
ঢাবিয়ান বলেছেন: বইমেলা কি স্যানি্টারী ন্যপকিন রাখার জায়গা ?