![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ব্লগপোস্ট পড়ে বুঝতে পারেন দেশের বর্তমান পরিস্থিতি কী? চুরি-খুন-ধর্ষণ নিয়ে পোস্ট আসে? চাঁদাবাজি-ডাকাতি নিয়ে পোস্ট আসে? আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস চলে যাচ্ছে। এখনও গত ১৬ বছরেরর কেচ্ছা-কীর্তন চলছে। উদ্ভূত পরিস্থিতিতেও বিনা পয়সায় দালাল পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের দালালেরা তো পয়সা খেয়ে দালালি করত, এখনকার দালালেরা মাগনা সেবা দিচ্ছে।
এমন পরিস্থিতিতেও বলা হচ্ছে দেশ নাকি ভালো চলছে। প্রমাণ দেওয়ার পরও বলছে কমই। আসলেই কি কম? যদি পরিস্থিতি যদি একই থাকে, সরকার হটিয়ে জনগণের কী লাভ হলো? নিজেরা সুবিধা পাচ্ছে বলে সব দেখেও না দেখার ভান করছে।
একাত্তরে ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক অস্ত্র সারাদেশে ছড়িয়ে পড়েছিল। এসব ব্যবহার করে ডাকাতি হয়েছে। চুরি-চামারি তো ছিলই। তাছাড়া মানুষের অভাব ছিল। দেশের ওই সংকট সামলাতে পারেনি তৎকালীন সরকার। এসব নিয়ে সমালোচনা হয় এখনও।
কিন্তু এখন দেশের মানুষ ওই সময়ের মতো অভাবী না। সবাই খেয়েপরে বাঁচতে পারে। তারপরও দেশের যে ভয়াবহ অবস্থা, তাও এসব নিয়ে তেমন কথা হয় না। দেখলাম সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার মুণ্ডুপাত করছে। আরেকজনের নাম মুখে নেওয়া বারণ। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশের এ অবস্থা থাকলে তখন দোষ শেখ হাসিনারই হতো। শেখ হাসিনা সম্পর্কে যা খুশি বলা যায়, অন্যদের বিষয়ে চুপচাপ।
কীসের সাথে তুলনা করা যায় বিষয়টা? একজন ক্ষমতায়, যে আপনার ভাই অথবা কাছের কেউ। সে খারাপ হলেও তো আপনি অন্ধভাবে তাকে সমর্থন দেবেন। এই যে ৫ আগস্টের পর বিএনপি-জামায়াতি অপরাধীরা যে গণহারে ছাড়া পেল, কিছু বলেছেন? সবাই আপনার কাছে ফেরেশতা। কিন্তু আপনার শত্রু বায়ুত্যাগ করলেও আপনার কাছে মহাপাপ। যেহেতু আপনি সংখ্যায় বেশি বা ক্ষমতায় আছেন, আপনার দল ভারী আছে। ভাঙা রেডিও দিনের পর দিন বাজিয়ে গেলেন। মনে করছেন অন্যরা কিছু বোঝে না।
৫ আগস্টের পর বড় বড় আসামিরা পালিয়েছে। পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। দুদিন ধরে ভাইরাল আবরার হত্যার আসামিরাও পালিয়েছে। থানা থেকে অস্ত্র লুট হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে।
এত বছর ছাত্রলীগের মুণ্ডুপাত করলেও এখন দেখা যাচ্ছে তাদের লুঙ্গির নিচ থেকে শিবির বেরিয়েছে। আবরারের খুনিদের দুইজন শিবির। এই মামলার আসামি পক্ষের আইনজীবীরা জামায়াতি। এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে না। কারণ, এদের লোকজন বেশি। এরাই ওয়াজ করে আবার। বাংলায় যাকে বলে চোরের মার বড় গলা।
এখন পুলিশ সদস্যরা কাজ করছে না। কারণ, তাদের অনেকেই জেলে আছে। অনেকের নামে মামলা আছে। ৫ আগস্ট পরবর্তীতে যে ধাক্কা গেছে, মনে হয় না আগামী ১০ বছরে তারা উঠে দাঁড়াতে পারবে। মানুষ তো তাদের ভয় পায় না। র্যাব, বিজিবিও প্যানিকড।
সেনাবাহিনীর প্রতি দরদ ছিল মানুষের। এখন তাদের কেউ পুছে না। আনসার বাহিনীকে তো মানেই না।
এতকিছু ঘটে গেল, তাও কিন্তু আমলা বা রাজনীতিবিদদের স্বভাবের পরিবর্তন দেখা যায়নি। বিএনপি যে হারে চাঁদাবাজি শুরু করছে, মানুষ এখনই অতিষ্ঠ। নির্বাচন পেছালে তাদের কপালে শনি আছে, তাই তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। তাও তারা ক্ষমতালোভী না! সমন্বয়করা যে চাঁদাবাজি করছে, ধরা খাচ্ছে সেসবও গোপন থাকছে না। কিন্তু সেসব নিয়ে ব্লগে বা বড় পরিসরে আলাপ শোনা যায় কি? ওই যে বলেছি এই সংখ্যাই বেশি।
গাজার ৫০ হাজার মানুষ হত্যা করল ইসরায়েল, এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পদক্ষেপ কেমন দেখলেন? আমেরিকার একজন মরলে দেখেছেন তো ওদের কান্নার রোল পড়ে যায়? বাংলাদেশের পরিস্থিতিও এমন- ছাত্রলীগ-আওয়ামী লীগ আকামকুকাম করলে যে আলোচনা হয় দেশে-বিদেশে, তার সিকিভাগ কি বর্তমানে হচ্ছে? এত খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতিও কি কারও টনক নড়াতে পারছে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওদের সাথে থেকে আপনিও দালালি ভালোই শিখে গেছেন। বিএনপির জায়গা, জমি সব ভোগ দখল করেছে এতদিন আওয়ামী লীগ। এখন সেগুলো বিএনপি দখল করতে গেলেই দখলবাজ, সন্ত্রাসী। অথচ খোজ নিলে দেখা যাবে এসব চাদাবাজ আগে আওয়ামী লীগে ছিলো এখন ভোল পালটে বিএনপির নাম ভাঙিয়ে চাদাবাজি করছে বিএনপি এসব জায়গা-জমি কোথায় পেয়েছিল? পত্রপত্রিকা পড়েন? ছাত্রলীগের লুঙ্গির নিচে যে শিবির ছিল, আবরারের খুনিদের দুজন যে শিবির, আবরার হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী যে জামায়াতি এগুলো পড়েননি?
আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে বিএনপি, সমন্বয়ক ও জামায়াতে ইসলামী শত চাঁদাবাজি করলেও মানুষ তাদের ওপর বিরক্ত হবে না। এরমধ্যে মার খেয়েছে অনেকেই। জনগণ ঠিকই ঠেঙায়। কিন্তু দালাল এবং নব্য দালালেরা দেখেও না দেখার ভান করে।
পথেঘাটে নেমে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখুন তারা কী বলে। বিএনপি-জামায়াতি দালালেরা তো তাদের অপকর্মের কথা স্বীকার করবে না।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের চ্যালা চামুন্ডারা এখন ব্যাংকলুট করতে পারছেনা, সরকারী টাকা বিভিন্ন অজুহাতে খেতে পারছেনা, টেন্ডারবাজি, গলাবাজি অর্থাৎ তাদের বর্তমানে লুটেপুটে খাওয়ার সমস্ত রাস্তা বন্ধ, ১৬ বছর খেয়েছে এখন সেই খাওয়ার বন্ধ হওয়ার কারণে ডালকুত্তার মতো রাস্তাঘাটে পথে প্রান্তরে বাসাবাড়ীতে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই ছিনতাই করতেছে, লুট করতেছে, খুন করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ডালকুত্তাদের খাঁচা বন্দি করতে হবে তাছাড়া কোন বিকল্প নেই।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই যে একটা ঘটনা। এরকম কয়টা ঘটনা দেখালে স্বীকার করবেন? চোর-ডাকাত-ছিনতাইকারী আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতি যে দলেরই হোক এদের থামানো যাচ্ছে না কেন? অপারেশন ডেভিল হান্ট নামে তো আওয়ামী লীগারদের ধরা হচ্ছে, তাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় না কেন?
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২
শ্রাবণধারা বলেছেন: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, যার কিছু দিক আপনি পোস্টে উল্লেখ করেছেন। পাশাপাশি, জামাতি ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর উত্থানও আতঙ্কজনক।
এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করতে হবে, তবে তা আওয়ামী অপশক্তিকে মন থেকে ও দেশের সমীকরণ থেকে বাদ দিয়েই। এই অংশে আপনার লেখা কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। হয়ত আপনার মনের গভীর সংস্কার গুলোর কারণেই। তারপরেও আপনার লেখাটা অনেকটাই ভাল হয়েছে।
লেখার শেষ অংশে গাজার ঘটনা ও জাতিসংঘের প্রসঙ্গ অপ্রাসঙ্গিকভাবে এসেছে, যা উল্লেখ করার প্রয়োজন ছিল না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিস্তারিতভাবে হয়তো লিখতে পারিনি, তাই অস্পষ্টতা থেকে গেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশের পরিস্থিতি এমন হয়েছে বা সামনে আরও ভয়ঙ্কর দিকে যাবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে অবশ্যই বেটার কাউকে চুজ করতে হবে। কিন্তু তেমন হচ্ছে না। জামায়াত-শিবিরের পতিতদের নিয়ে এগোনো হচ্ছে। বিএনপির কাজকর্মও নিশ্চয়ই মিডিয়া মারফত দেখেছেন? এখন বিএনপি-আওয়ামী লীগকে এক কাতারেই ফেলছে মানুষ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৬
শাহ আজিজ বলেছেন: আমি খুব দুশ্চিন্তাগ্রস্থ চারিদিকের পরিস্থিতি নিয়ে । আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে । ভাল থাকুন ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখন সুসময় কাটানো বিএনপি-জামায়াতিরাও কিন্তু ঝুঁকিতে পথেঘাটে কখন কী হয়ে যায়। আর সাধারণ মানুষের কথা কী বলব। তাও কিছু কিছু দালালকে বলতে দেখি আগেও এমনই ছিল। আগেও যদি এমনই থাকে, তাহলে পরিবর্তনে লাভ কী হলো?
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: সুন্দর পর্যালোচনা! ৬ মাস পর ও সব কিছুতেই আওয়ামীলীগের দায় দিয়ে এরিয়ে যাওয়া যাবে না।
কিন্তু এমন পরিস্থিতিতে মনে হয় কোন সরকার আগে পড়ে নী। যেখানে পুলিশ, আমলা, চেয়ারম্যান, কমিশনার, মসজিদের ইমাম
পর্যন্ত পালায়া এক শুন্যতা তৈরি করে গেছে?
আর এখনকার বেশিরভাগ চুরি-ছিনতাই করে কিন্তু মাদকসেবীরা! যুদ্ধের পর কি দেশে এত মাদক ছিল?
তখন চুরি-ডাকাতি করতো অভাবে আর এখন করে স্বভাবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তখন চুরি-ডাকাতি করত অভাবে আর এখন করে স্বভাবে। গণভবন থেকে লুটপাট তো স্বচক্ষে দেখেছেন। অনেকেই দেখেছি বাহবা দিয়েছে। সিরিয়াসলি চুরি-চামারিতেও লোকে বাহবা দেয়! আওয়ামী লীগের লোকজন যা করত, বিএনপি এরমধ্যে সব দখলে নিয়ে খেলা শুরু করেছে। তাও এখন আওয়ামী লীগের দায় দিয়ে নিজেদের পিঠ বাঁচায়।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: চুরি-চামারির দেখছেন কি? লন্ডনের টটেনহ্যামের রায়ট দেখছেন?
যে বাড়ি ২য় বিশ্বযুদ্ধে টিকে ছিল, ২০১১ সালের রায়টে আগুন দিয়া জ্বালায়া দিছে।
আমেরিকার ক্যাপিটাল হিলে হামলারে কি বলবেন?
শ্রীলঙ্কা তো জ্বলজ্বলে উদাহরণ।
এখন আমরা কি ওদের থেকে ও বেশি সভ্য?
আর এখানে ১২০০ তরতাজা মানুষ মাইরা ফেলছেন।
রাগ-ক্ষোভ থাকাটা স্বাভাবিক নয় কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুযোগ পেলে এখন বড়লোকরাও চুরি করে। এখন এটা ফ্যাশন। দুর্নীতির গরিবি রুপ বলা যায়। চুরি তো চুরিই; এটাকে তো অন্য ঘটনা দিয়ে জাস্টিফাই করা যায় না। আমরা তো এমন মানুষও দেখি গরিব কিন্তু সৎ। আমরা কি বলি গরিব যেহেতু চুরি করেছে, ঠিকই আছে?
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১
নকল কাক বলেছেন: যত দিন যাবে, মানুষ শেখ হাসিনার কদর বুঝবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্দের ভালো হিসেবে হয়তো তাই। কিন্তু তার শাস্তি হওয়া উচিত। দেশের বারোটা বাজার পেছনে তার দায় অনেক। বিশেষ করে এত এত কোটি টাকা পাচার, ঋণ, অহেতুক অপ্রয়োজনীয় প্রকল্প- এগুলোর কারণেও তার শাস্তি হওয়া উচিত। তার ব্যর্থতার সুযোগে এই প্রতিক্রিয়াশীলরা বেড়ে উঠেছে।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২
ধুলোপরা চিঠি বলেছেন:
১টা দল হচ্ছে, নতুন দল নয়; এদের রাজননৈতিক ইতিহাস ছিলো ও আছে: ১৯৭১ সালে এরা পাকিস্তানের হয়ে বাংগালী জাতির বিপক্ষে যুদ্ধ করে হেরে গিয়েছিলো; আজকের ইতিহাস হচ্ছে, এরা আমেরিকা ও পাকিস্তানের মিলিত ক্যু'তে ( ডিপ-ষ্টেটের ) ভাড়াটে খাটছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই কথা বাংলাদেশে থেকে বলা কঠিন। জীবন যাবে। কিন্তু সত্য দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
ঢাবিয়ান বলেছেন: আইন শৃংখলা বাহিনী কেন কাজ করছে না , বিচার বিভাগে কেন এখনও আগের মতই বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান এগুলো আসলেই ভাববার মত বিষয়। এখনতো আর আওয়ামিলীগ ক্ষমতায় নাই যে , এই দায় তাদের ওপড় বর্তানো যায়। উপদেষ্টাগুলোকে কেমন যেন ডামির মত দেখায়। খালি পুতুলের মত হাটে , মুখ নারিয়ে দুই চারটা কথা বলে। কিন্ত তারা কেন কাজ করছে না নাকি কাজ করতে দেয়া হচ্ছে না এটাই বিড়াট প্রশ্ন। বিশেষ করে স্বরাস্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তায় এই প্রশ্নগুলো সবার মাঝেই ঘুরপাক খাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২০০৭ আর ২০২৪ অনেক পার্থক্য। আপনি দেখলাম নতুন দল নিয়ে আশাবাদী। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এরা আরও লেজেগোবরে অবস্থা করে ফেলবে। এবার বিএনপির ভালো হয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
এ পথের পথিক বলেছেন: কিছু হোক বা না হোক লাথি গুতা উস্টা খাইয়া দিল্লির দাসী মাদার অফ ডেভিলস খুনি হাসু পালাইছে আলহামদুলিল্লাহ । এখন শুধু তার সন্ত্রাসী চ্যালাচামুন্ডারা যারা আছে দেশকে হালকা অস্থীতিশীল করার চেষ্টা করছে, অনেক আন্দোলন ও করছে কিন্তু ওসবে আর কাজ হবে না ।
দেশ ভাল আছে থাকবে ইনশাআল্লাহ্ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আজকে ছাত্রদের সংঘর্ষের খবর আপনার চোখ এড়িয়ে গেছে? এরা সামনে কী করবে বুঝতে পারছেন? আর বিএনপির কাজকর্ম তো দেখছেনই। দেশ ভালো চললে তো ভালোই। বিপক্ষের জবান তো এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু কোন দিক দিয়ে দেশ ভালো আছে আমাকে দেখান তো।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৪
এ পথের পথিক বলেছেন: হ্যাঁ এসব দেখেছি ব্যথিতও হয়েছি বিএনপীর এমন কর্মকান্ড দেখে তবে তারা জাতীয় নির্বাচন পেলে খুশি না দেয়ায় এমন করছে তবে হাসু আমলে যে এসব হতো না তা নয় নিউজে আসত না তাই ।
তবে বিএনপি বর্তমানে অতিরিক্ত খামখেয়ালি করছে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাসু আমলে যে এসব হতো না তা নয় নিউজে আসত না তাই । এসব বলে আপনারা প্রশ্রয় দেন বলেই দেশের পরিবর্তন হয় না। দলকানা হয়ে থাকেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে বিএনপি, সমন্বয়ক ও জামায়াতে ইসলামী শত চাঁদাবাজি করলেও মানুষ তাদের উপর বিরক্ত হবে না। একটা দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে গেছে। পাকনামি করে মাথাপিছু আয় বেশি দেখিয়ে এলডিসি থেকে বের হয়ে যেতে চেয়েছে। দ্রুত নির্বাচন কেবল বিএনপি নয় সেনাবাহিনী ও এম্বাসী গুলো চায়। দীর্ঘদিন ক্ষমতায় আপনার দল ছিলো তো তাই এভাবে লাথি মেরে ক্ষমতা থেকে খেদিয়ে দেয়া সহ্য হচ্ছে না।
বিএনপির জায়গা, জমি সব ভোগ দখল করেছে এতদিন আওয়ামী লীগ। এখন সেগুলো বিএনপি দখল করতে গেলেই দখলবাজ, সন্ত্রাসী। অথচ খোজ নিলে দেখা যাবে এসব চাদাবাজ আগে আওয়ামী লীগে ছিলো এখন ভোল পালটে বিএনপির নাম ভাঙিয়ে চাদাবাজি করছে।
দেশের পরিস্থিতি আওয়ামী লীগ খুব ভালো রেখে গিয়েছিলো। ২০২৫ সালের শেষে বা ২৬ এর শুরুতে এমনিতেই পালানো লাগতো। লোন নিয়ে সব খেয়ে ফেলছে আপনার আপারা।