![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
আর্থিক বিষয়ে পরিষ্কার কয়েকজন রাজনীতিবিদের নাম জানতে চাচ্ছি। ১৯৯১ সালে বহুদলীয় রাজনীতি প্রবর্তিত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সবচেয়ে সৎ কারা ছিলেন?
আমি জাতীয় চার নেতার এক নেতার ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ও বেগম মতিয়া চৌধুরীর কথা বলব। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ শেষ পর্যন্ত খুব বিপর্যস্ত জীবনযাপন করেছেন। তার স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে পৈত্রিক বাড়িও নাকি বিক্রি করেছেন! শেখ হাসিনা সহযোগিতা করতে চাইলেও নেননি। এমন মৃদুভাষী আর সৎ রাজনীতিবিদ আমি আর দেখিনি।
অপরদিকে বেগম মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও একসময় আওয়ামী রাজনীতিতে জড়িত হন। ভাষাগত কারণে লোকজন উনাকে অপছন্দ করলেও ব্যক্তিজীবনে সৎ ছিলেন। তার নামে কোনো দুর্নীতির অভিযোগ পাইনি।
আর কে কে আছেন এই তালিকায়?
১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার মনে হয় না এরা কোনো নাম বলবে।
২| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: আব্দুর রাজ্জাক ?
১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাবেক কৃষিমন্ত্রী নাকি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক?
৩| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ধরেন দুইজনের কথাই বলেছি। আপনার কাছে এই দুইজন কে কেমন মনে হয় ?
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওজনদার আর ঝানু রাজনীতিক হিসেবে সাধারণ সম্পাদক আ. রাজ্জাক। উনি তো কিংবদন্তীতুল্য। আর দক্ষ এবং সৎ হিসেবে কৃষিমন্ত্রী আ. রাজ্জাক।
৪| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৪০
চাষী২০২৫ বলেছেন:
শেখ ও মওলানার পর, বেগম মতিয়া চৌধুরী ছিলেন একমাত্র রাজনীতিবিদ ও সৎ।
সৈয়দ আশরাফ সৎ ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন না; উনি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী হিসেবে পদ পেয়েও দলটাকে কোনভাবে সাহায্য করেননি; উনি এ্যালকোহোলিক ছিলেন।
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সৈয়দ আশরাফকে আসলে তেমন সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনা সর্বময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন আর জি হুজুর টাইপ লোক পাশে রেখেছিলেন। নাহলে সৈয়দ আশরাফের জায়গায় ওকা কীভাবে সাধারণ সম্পাদক হয়?
৫| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১০
আদিত্য ০১ বলেছেন: আপনি তো ধ্বজভংগ সোহেল আর গামছা কাদেরের নাম বাদ দিছেন, ওরা নিজেদের খুব সৎ মনে করেন
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বডি সোহেলের কথা বলছেন? তাজউদ্দীনের ছেলে এ রকম অবিশ্বাস্য! মেলানোই যায় না। আর কাদের সিদ্দিকীর কথা কী বলব? এই লোক যে বাঘা সিদ্দিকী ছিলেন; এটা রূপকথার গল্প মনে হয়।
৬| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১০
আদিত্য ০১ বলেছেন: সোনা গাজী ইজ ব্যাক! ওনার কমেন্টের সাথে একমত
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমিও ৮০% সহমত।
৭| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: বর্তমান সময়ে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন সুশিক্ষিত সৎ রাজনীতিবিদ।
বিএনপির আমলে গুলিতে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার ও সৎ ছিলেন। ওনার ব্যাক্তিগত গাড়ি ও ছিল না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি। (আওয়ামী পলিটিক্সের বাইরে)
বিএনপির মধ্য সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সাবেক রাষ্ট্রপতি মরহুম বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি ওনারা ও আর্থিকভাবে সচ্ছল ও সৎ রাজনীতিবিদ হিসেবে সুনাম রয়েছে। জামাতের ও অনেক নেতা আছে।
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যাদের কথা বলছেন, মোটামুটি সহমত পোষণ করছি। জিএম কাদের এবং কাজী ফিরোজ রশিদ সম্পর্কেও আমার ইতিবাচক ধারণা ছিল। তবে জিএম কাদের তার স্ত্রীকে রাজনীতিতে এনে শঠতার পথ বেছে নিয়েছেন বলে প্রচার আছে। সত্যমিথ্যা জানি না। বিএনপির ফজলুর রহমানের কথাবার্তায় জানাশোনা মনে হয়।
৮| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২৭
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: বডি সোহেলের কথা বলছেন? তাজউদ্দীনের ছেলে এ রকম অবিশ্বাস্য! মেলানোই যায় না। আর কাদের সিদ্দিকীর কথা কী বলব? এই লোক যে বাঘা সিদ্দিকী ছিলেন; এটা রূপকথার গল্প মনে হয়।
বডি সোহেল না বলে ধ্বজভংগ সোহেল বলাই ভালো। সোহেল আর কাদের নাম উল্লেখ করেছি খারাপের নিম্নস্তরকে বুঝানোর জন্য ও সার্কাস্টিক হিসেবে। এরা না রাজনীতিবিদ, না সৎ। এরা কিছুই না
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দ্বিমত পোষণের সুযোগ নেই।
৯| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৪৩
আদিত্য ০১ বলেছেন: তোফায়েল আহমেদও আমার কাছে সৎ ও ভালো রাজনীতিবিদ মনে হয়েছে। উনি কয়েক বছর ধরেই অসুস্থ। তাই রাজনীতিতে কইয়েক বছর ধরে থেকেও না থাকার মৎ
১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনার কোনো আর্থিক কেলেঙ্কারির কথা শুনিনি। মনে হয় সৎ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৩
নিমো বলেছেন: কু-ক-রা, কাঁউটাল, সরল ভাইজান, প্রাচ্যের অক্সফোর্ডিয়ান,গাছে বসা লন্ডনি বিড়াল, পৌনে একশ, ম্যাডাম ইমেজ প্রমুখ। আরও মনে পড়লে যোগ করে দিব।