নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ খারাপ, বাকিরা ফেরেশতা...

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৬


আওয়ামী লীগের পতন হয়েছে প্রায় একবছর হয়ে গেল। দেশে বিরাট বিরাট সংস্কার হয়েছে। যেমনঃ হাজার হাজার ম্যুরাল ভাঙা, শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানের নাম বদল, আওয়ামী লীগের নেতাকর্মী; এমনকি সাধারণ সমর্থকদেরও নানানভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করা, জামিনে বের হওয়ার পরও পুলিশে সোপর্দ, গণমাধ্যমে আওয়ামী লীগের মুণ্ডুপাত করা, দাগি আসামিদের কার‍াগার থেকে বের করে অপরাধ করার সুযোগ করে দেওয়া... ব্লা ব্লা ব্লা।

দেশে যেহেতু আওয়ামী লীগ নেই, দেশ তো ভালোই চলার কথ‍া। কেমন চলছে? স্কুলের ওপর বিমান ক্র্যাশ করল। অনেক মানুষ মরল। অনেকে আহত হলো। সেটা নিয়ে কয়েকদিন ধরে বিরাট কাহিনী। ঘটনার পরদিন এইচএসসি পরীক্ষ‍া। সেটা বন্ধ করার সিদ্ধান্ত নিতে মাঝরাত নেমে আসতে হলো।

ছেলেমেয়েরা কিছু দাবি নিয়ে মাঠে নামল; সেটা ম্যানেজ করতে গিয়ে বিরাট কাহিনী। শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রেস সচিব ৯ ঘণ্টা স্কুল ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে রইলেন। উপদেষ্টারা, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চয়ই বুঝিতে পারছেন সরকার চালানো এত সোজা না। আগে তো বড় বড় কথা বলতেন, এখন কয়েকটা দাবি মানতেই এই দশা। একবছরে উনার জনপ্রিয়তার এমন হাল, মানুষ রাস্তায় পেলে...

প্রতিদিনই দেশে খুন-খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। দেখার যেন কেউ নেই। সমালোচনা করলে তাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে হটিয়ে নোবেলবিজয়ী ক্ষমতায়, দেশে তো সমস্যা থাকার কথা না। যেখানে সমালোচনাকে ভালোভাবে নিয়ে ভুল সংশোধন করা উচিত, সেখানে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ হেন করেছে, তেন করেছে। ওদের বিচার করতে হবে। তাদের শাস্তি দেওয়া হোক। দেশটার ভালো করা হোক। সেদিকে খবর নেই। দেশে কী পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, এটা কি মানুষ দেখছে না? বলার সুযোগ আছে? ব্লগের বিরাট বিরাট ঘাঘুরা একটা পোস্ট দেয় এসব নিয়ে? 

ইলিয়াস কয়েকদিন আগে মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলল। এটা নিয়ে তো কাউকে কিছু বলতে দেখলাম না। অথচ ভারতীয় সিনেমায় একই জিনিস উপস্থ‍াপন করায় এক ব্লগার পোস্ট করেছিলেন আওয়ামী লীগ কেন প্রতিবাদ করেনি? মুক্তিযুদ্ধ কি এক আওয়ামী লীগের? আগে বলত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। গত একবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে, এসব নিয়ে কেউ কথা বলেছে ব্লগে? দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধকে ছোট করতে পারলেই বিরাট বীরত্ব। পাকিস্তান ভাঙা ঠিক হয়নি এমন মতবাদও দাঁড় করানো হচ্ছে।

একাত্তরের বিপরীতে দাঁড় করানো হয়েছে ২০২৪। যারা ৩০ লাখকে তিন লাখ, এই তিন লাখও যাদের কাছে কোনো বিষয় না তারা ১৫০০ কে তিন লাখ, ৩০ লাখের সমান্তরালে দাঁড় করাচ্ছে। একাত্তরে কিছু হয়েছে, সেটাই যেন এখন বিস্মৃত। যারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, দেশটাই চায়নি। তারা এখন দেশের জিম্মাদার। জুলাইকে কেন্দ্র করে যে যার মতো বাণিজ্য করছে। সেসব নিয়ে কথাও যেন বলা যায় না।   

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি দেখান তো আম্লিগে একটা ভালো মানুষ আছে? আপনার কাছে অবশ্য আম্লিগই ভালো। কারণ আম্লিগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি বলে দেশকে দুভাগে ভাগ করতে সমর্থ হয়েছিল যাতে ভারত অনাদীকাল সুবিধা লাভ করে।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগের সব খারাপ আর বিএনপি-জামায়াত-এনসিপিসব ভালো। তো এত ভালো মানুষ থাকা সত্ত্বেও দেশের এই অবস্থ‍া কেন?

২| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: বাকিরা খারাপ কাজ করলে তাদের ও একই পরিণতি হবে। বাকিরা সাধু কি সাধারণ মানুষ আপনাকে বলেছে? ইনটেরিম যে সমালোচনার শিকার হইতেসে তা দেখছেনা না । জুলাইয়ের নেতারা সমালোচনার শিকার হইতেসে তা কি দেখেন না ?

লিগের উপর মানুষের যে রাগ সেটা ৫/১০ বছরের আগে কমবে না ।,

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাধারণ মানুষের সমালোচনা এই ব্লগে আসে? মিডিয়ায় কতটুকু আসে? বাকিরা সাধু কি সাধারণ মানুষ আপনাকে বলেছে? কেন সাধু হবে না? এর জবাব কে দেবে? আওয়ামী লীগ খারাপ বলেই তো ভালোরা এসেছে।

৩| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৬

কিরকুট বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারণ আম্লিগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি বলে দেশকে দুভাগে ভাগ করতে সমর্থ হয়েছিল যাতে ভারত অনাদীকাল সুবিধা লাভ করে।

আপনার কি মনে হয় ? দেশ দুই ভাগ নেই ? বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই দুই ভাগ হয়ে আছে । কারন সত্য কখনো মিথ্যার সাথে থাকতে পারে না । বাংলাদেশ যতোদিন পৃথীবির বুকে থাকবে এই ভাগ থাকবে ।

এইবার আসি মুল প্রবন্দে।

সব মাছেই গু খায় ।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জুলাই আন্দোলনের পর বেশ কিছু শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এসেছে। অথচ আওয়ামী লীগের পুরো সময় এরা ছাত্রলীগে ছিল। ছাত্রলীগ খারাপ করেছে, লুকিয়ে থাকা শিবিরগুলোও নিশ্চয়ই এর মধ্যে ছিল? কিন্তু স্বীকার করে না। ব্লগেও দেখবেন অনেকের দুঃখ পাকিস্তান কেন ভাঙল। কিন্তু এরা যে পাকিপ্রেমী, সেটা বললে গোস্বা করে। আপনার একজনকে ভালো লাগতেই পারে, মোনাফেকি কেন করবেন? প্রকাশ্যে বললেই হয়।

৪| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০

সৈয়দ কুতুব বলেছেন: লিগ কে মানুষ আর চাইতেসিলো না । একটু হাওয়া বদলের দরকার আছে। লুটপাটের নিউজ আগের চেয়ে কমসে।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা নিউজ দেওয়ার পর কতক্ষণ থাকতে পারে? চাকরিই থাকে না আর আপনি আছেন লুটপাটের নিউজ আগের চেয়ে কম থাকা নিয়ে। শেখ হাসিনার পিএস ১৫ বছরের ৪০০ কোটি কামিয়েছে, আরেকজনের পিএস নয় মাসে কত কামিয়েছে, সেটা নিশ্চয়ই জেনেছেন? আরও অনেক খবর আসছে, না জানার কথা না।

৫| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৯

নীল বিদ্রোহ বলেছেন: আওয়ামী লীগ গত পনের বছরে এত অপরাধ করছে যার ফিরিস্তি লিখে শেষ করা যাবে না। ছাত্র-জনতা মিলে এদের হটাইছে। এরপর যারা ক্ষমতায় আসছে তারা যে ফেরেশতা- এই কথা তো সাধারণ মানুষ বলে নাই। মানুষ এই সরকারের সমালোচনা করতেছে, অনেক উপদেষ্টাদের পদত্যাগের দাবি করতেছে।

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর কী কী উন্নতি হয়েছে?

৬| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১১

নীল বিদ্রোহ বলেছেন: উন্নতির কথা যেহেতু জানতে চাচ্ছেন তাহলে বলি, পূর্বের সরকারের আমলে গুম, জিনিষপত্রের হুটহাট দাম বৃদ্ধির যে ধারাবাহিকতা ছিল সেটা কমেছে। মানুষ তাদের কথা লিখতে পারতেছে। মোটকথা হল, আওয়ামী লীগ খারাপ, বাকিরাও ফেরেশতা না। তো, এই আকাম কুকাম চলতেই থাকবে। আর নতুন সরকারের কেউই ফেরেশতা না হওয়ার কারণে যে আওয়ামী লীগের সাফাই করার সুযোগ আছে বলে মনে করি না।

২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পূর্বের সরকারের আমলে গুম, জিনিসপত্রের হুটহাট দাম বৃদ্ধির যে ধারাবাহিকতা ছিল; সেটা কমেছে। মানুষ তাদের কথা লিখতে পারছে। মাঝে জিনিসপত্রের দাম কিছুটা কম ছিল। এখন চাল-ডাল-সবজি সবকিছুর দাম তো বাড়তিই দেখছি। চাঁদাবাজির কী অবস্থা, সেটা নিশ্চয়ই আপনার চোখ এড়‍ায়নি। মিডিয়ায় কিছ‍ু আসছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারছে না। গুমের বিষয় সামনে আসছে না, তবে মারামারি-খুনোখুনি কিন্তু থেমে নেই।

আর নতুন সরকারের কেউই ফেরেশতা না হওয়ার কারণে যে আওয়ামী লীগের সাফাই করার সুযোগ আছে বলে মনে করি না। এটা যেমন ঠিক, অন্যরা যেন আওয়ামী লীগ না হয়ে উঠতে পারে, সেদিকেও নজর দেওয়া উচিত। কিন্তু হচ্ছে কী?

৭| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথা গুলো লিখেছেন।
ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আরও অনেকেরই মনের কথ‍া এগুলো। ব্লগে কেউ এগুলো নিয়ে কথা বলছে না। বিএনপি-জামায়াতের ফেরেশতারা এখানে রাজ করছে।

৮| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪২

কিরকুট বলেছেন: ব্লগে জামাতীয় ফেরশতারা জবরদখল করে আছে ।

২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি। ওদের কথায় মনে হয় সব দোষ আওয়ামী লীগই করে গেছে, এখন দেশ বেহেশত।

৯| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৫

এস.এম.সাগর বলেছেন: তাই তো দেখছি। ওদের কথায় মনে হয় সব দোষ আওয়ামী লীগই করে গেছে, এখন দেশ বেহেশত।

এখন দেশ বেহেস্ত হয়নাই কিন্তু আপনি ফ্যাসিস্ট আওয়ামী হাসীনালীগকে তুলশিপাতা বানিয়ে দিতে চাচ্ছেন! এখন যে অপরাধ কাজগুলি সংগঠিত হচ্ছে এবং যারা অপরাধ কাজে লিপ্ত হচ্ছে তারা সকলেই অপরাধী, কিন্তু ফ্যাসিস্ট নিজেই হাজার হাত্যাকান্ডের মালিক।

২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাজার হাজার না, কোটি কোটি বলেন। কোটা নিয়ে আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলন করলে চুমা দেবে? সম্প্রতি সচিবালয়ে পোলাপান গেল, ভাঙচুর করল। মামলা হয়েছে ১২০০ জনের নামে। ইউনূসের পতনের দাবিতে আন্দোলন করে দেখ‍ুন পাছা ঠিক থাকে কি না।

১০| ২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০

মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগ যারা করে বা সমর্থন করে , তাদের মাঝে একটাও মানুষ নাই । এটা কনফার্ম।

২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সন্তান জন্ম নিলেও চাঁদা দিতে হয়, প্রতিবাদ করায় কৃষককে হত্যার অভিযোগ। এই যে দেখেুন কেমন আছে মানুষ। এহেন অপকর্ম নিশ্চয়ই এখন আওয়ামী লীগ করছে না? যারা করছে তারা মানুষ?

১১| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো করেছেন।

১২| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৩

নীল বিদ্রোহ বলেছেন: দেশে চাঁদাবাজি হচ্ছে, এটা অস্বীকারের সুযোগ নেই। নব্যগঠিত এনসিপি থেকে শুরু করে বিএনপি, জামায়াত সবাই এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত। অবাধে খুনখারাবি হচ্ছে। ইউনুস সাহেবকে যে এজেন্ডা সামনে রেখে ক্ষমতায় আনা হয়েছিল ওনি তা থেকে দূরে সরে গেছেন। নিজস্ব এজেন্ডাগুলো নির্বাচন দেয়ার পূর্বেই বাস্তবায়ন করছেন। কিন্তু এতসব বাজে অবস্থা দেখে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করা বোকামি ছাড়া কিছু না। আওয়ামী লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল। সে অবস্থা থেকে ছাত্র ও জনতার অভ্যুত্থানে দেশের আপামর জনগণ মুক্তি পেয়েছে।

৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এতসব বাজে অবস্থা দেখে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করা বোকামি ছাড়া কিছু না। আওয়ামী লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল। সে অবস্থা থেকে ছাত্র ও জনতার অভ্যুত্থানে দেশের আপামর জনগণ মুক্তি পেয়েছে। পুনর্বাসনের চিন্তা করা কিছু নয়। এ দেশে এক দলের ব্যর্থতাই অন্য দলের জয়। আওয়ামী লীগ খারাপ করেছিল, তাই লোকে তাদের পতন চেয়েছে। এখন লোকজন বর্তমান সরকার, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে খারাপ করলে জনগণ আবার আওয়ামী লীগকে আনবে। সোজা হিসাব। আওয়ামী লীগকে বাদ দিলেন, ইউসুফকে বাদ দিলেন, বিএনপিকে বাদ দিলেন তাহলে পরে কাকে আনবেন? নতুন কাউকে? এখন তো এনসিপির কাজকর্ম দেখেছেন, সরকারে না থাকলেও তাদের ওপর জনগণ কতুটুকু খুশি?

১৩| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩২

নীল বিদ্রোহ বলেছেন: আওয়ামী লীগকে বাদ দিলেন, ইউসুফকে বাদ দিলেন, বিএনপিকে বাদ দিলেন তাহলে পরে কাকে আনবেন? নতুন কাউকে? এখন তো এনসিপির কাজকর্ম দেখেছেন, সরকারে না থাকলেও তাদের ওপর জনগণ কতুটুকু খুশি? ভাই, কথার পিঠে তো কথা চলতেই থাকবে। তাই ভাবতেছি, নতুন কাউকে আনবো না। নিজেই দাঁড়িয়ে যাব। একটা ভোট দিয়েন ভাই? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.