নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

চাঁদাবাজদের হাত থেকে শারীরিক প্রতিবন্ধীরও রেহাই নেই!

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫২


শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি, মো. মঞ্জুরুল হক (৩০) নাম; চিরকুট লিখে তিন শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে বেচারার কপাল খারাপ। মরতে পারেননি। স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর নিচে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মঞ্জুরুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যবালা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। তো এমন কী হলো যে তাকে সপরিবারে মরতে হবে?

গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিনি ডিজাইন ট্রেক্স কারখানার মূল ফটকে ঝালমুড়ি বিক্রি শুরু করেন। দুই দিন বিক্রি করার পরই আরেক ঝালমুড়ি বিক্রেতা জানান, সেখানে ঝালমুড়ি বিক্রি করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হবে। তিনিও নিয়মিত ২০০ টাকা করে চাঁদা দেন স্থানীয়দের।

মো. মঞ্জুরুল হক বলেন, ‘এভাবে কয়েক দিন চলেছে। যে টাকার ঝালমুড়ি বিক্রি করি, লাভের অংশ চাঁদা দিতে হয়। স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলাম না। তাই তিন শিশুসন্তানকে (৯ বছর বয়সী মরিয়ম, ৬ বছর বয়সী মাহমুদা ও ২ বছর বয়সী জান্নাতুল) নিয়ে আত্মহত্যা করতে এসেছি। আমার মতো বাবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মহাসড়ককে আত্মহত্যা করতে এসেছি।’

এর আগে শারীরিক প্রতিবন্ধী মো. মঞ্জুরুল হক নিয়মিত মাসোহারা দিয়ে মহাসড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দালালদের দৌরাত্ম্য আর পুলিশি হয়রানির কারণে একপর্যায়ে অটোরিকশা বিক্রি করে দেন। পরে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। সেখানেও শান্তি পাননি তিনি। তাই মরা ছাড়া উপায় পাচ্ছিলেন না।

যদিও মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী জানিয়েছেন, ফেসবুক মারফত উনি বিষয়টা জানতে পেরেছেন। খতিয়ে দেখবেন বিষয়টা। কতটুকু কী করতে পারবেন, সেটা সবাই জানে। সারাদেশে চাঁদাবাজির মহোৎসব চলছে। রাষ্ট্রের কর্তাদের যেন কিছুই করার নেই। অন্যরাও কথা বলবে না। কারণ এখানে তো লাভের গুড় নেই।

সূত্র: চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: অটো রিকশা লাইনে চললে চাদা দিয়েই চলতো আগে । পুলিশ না হলে ডামপিং এ দিয়ে দিবে । এখনো সব সবজির বাজার থেকে ডেইলি চাদা উঠে আগেও উঠতো। ঝাল মুড়িওয়ালা , চটপটি ওয়ালা এরা যে জায়গায় দোকান দেয় তার ভাড়া দেয়া লাগে। নাহলে সে জায়গা আরেকজন কে ভাড়ায় দেয়া হয় । ভিক্ষা করার জায়গা ভাড়া দেয়া হয় । ছোটো চা দোকান গুলো থেকে ডেইলি ভাড়া তোলা হয়। লিগের আমলে নতুন মাসের এক তারিখ আসলেই মসজিদের লাগিয়া ৫০০ টাকা চাদা দিতাম আমরা। সে মসজিদে আমাদের নামাজ পড়া হয়ে উঠে নাই।

এভাবে চাদার টাকায় রাজকিয় লাইফ চলছে বহুলোকের। :-B

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাহলে দেশের ঠিক কী কী পরিবর্তন হলো গত এক বছরে?

২| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:০৭

কামাল১৮ বলেছেন: দেশ এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত।

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপাতত আওয়ামী লীগ কী কী করেছে, সেসব কাহিনীর বর্ণনা চলবে। কিছু দালালের পকেট ভর্তি হবে। বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা হবে না।

৩| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ২:০৮

ক্লোন রাফা বলেছেন: ওরা ১৭ বছর খেয়েছে / এখন আমরা নিলে ক্ষতি কি! ;)
সব দোষ শেখ হাসিনার আর আওয়ামী লীগের ;)

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ জন্যই বোধহয় কাঙালিনী সুফিয়া গেয়েছিলেন, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালা জাইগা দেখি বেলা নাই...

৪| ২৫ শে জুলাই, ২০২৫ ভোর ৫:১৪

কাঁউটাল বলেছেন: জেগে উঠেছে হাউয়ামী বিবেক

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চোখ-কান বন্ধ রাখলেই ভালো?

৫| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ৭:৪৫

কিরকুট বলেছেন: এই চাঁদা অথবা হাদিয়ার ঠ্যালায় জীবন অতিষ্ঠ

এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার পরিবেশ নাই। আগেও ছিলো না।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরোনো বোতলে নয়া মদ।

৬| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৮

মেঘনা বলেছেন: নিজে প্রতিবন্দী অথচ তিন সন্তানের জনক। যেহেতু ছোটটার বয়স ২ বছর ফলে আরো হওয়ার সম্ভাবনা আছে, আল্লা যদি দেয়।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা ভালো পয়েন্ট। হারামজাদারা পোলাপান পালতে পারে না অথচ জন্ম দিয়ে ছটফটায়।

৭| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: দেশ এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত।

সঠিক বলেছেন।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখক বলেছেন: আপাতত আওয়ামী লীগ কী কী করেছে, সেসব কাহিনীর বর্ণনা চলবে। কিছু দালালের পকেট ভর্তি হবে। বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা হবে না।

৮| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২০

শাহ আজিজ বলেছেন: সাধারন জনতার একটি লাঠিবাহিনী দরকার এই এদেরকে পিটিয়ে লাল করে দেবার জন্য ।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নতুন দালাল বাহিনী সুসংগতি। এদের ভয়ে জনতা এখন কিছুই করতে পারবে না।

৯| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০২

কাঁউটাল বলেছেন: হাউয়ামী লীগের জন্য আরো মাইর আসতেছে।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা বা সাধারণ মানুষের দোষ কী? ওই লোক আওয়ামী লীগের?

১০| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৬

কাঁউটাল বলেছেন: হাউয়ামী লীগের বাল কুকুররা দেশের বিবেক হওয়ার চেষ্টায় লিপ্ত। কিন্তু উহাদেকে কেউ বিশ্বাস করছে না।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্রেন কি পাছায় রাখছেন? অপ্রাসঙ্গিক মন্তব্য করেন কেন? দেশের বারোটা এখন বাজাচ্ছে কারা? দেশের মানুষের কাছে গিয়ে দেখুন এখন কাদের বিশ্বাস করছে।

১১| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৪

রিফাত হোসেন বলেছেন: যেমন জাতি তেমনি নেতৃত্ব ছিল। শুধু শুধু ড.কে ঝামেলায় টেনে আনা হয়েছে। উনার বোঝা উচিত ছিল **** পেটে ঘি হজম হয় না। এই সেই নষ্ট জাতি যারা ৭১ নিজেদের লোককে হত্যা করবে। ১৭ বছর নিজেদের লোককে অত্যাচার করবে। এখন অত্যাচারীকে তাড়িয়ে নিজেরাই নিজের স্বভাষীকে থেতলে দিবে!!! freaks nation এ পরিণত হয়েছে।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোনো পরিবর্তনই হবে না। আরও খারাপ অবস্থা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.