নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা এবং আমি আর ঘাস ফুল

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি

অনির্বাণ রায়।

খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।

অনির্বাণ রায়। › বিস্তারিত পোস্টঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষকের দাবি, "আইনস্টাইনের তত্ত্ব পরিপূর্ণ করেছি.

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৫



অধ্যাপক ওসমান গনি





রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওসমান গনি তালুকদার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুসফিক আহমদ দাবি করছেন, তাঁরা যৌথভাবে গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ও ডি-ব্রগলির তত্ত্বের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছেন। তাঁদের ১৫ বছরের গবেষণালব্ধ তত্ত্বের মাধ্যমে তাঁরা পেয়েছেন তিনটি সমীকরণ ও

কিছু মৌলিক ধ্রুব সংখ্যা। আর এই সমীকরণ ও ধ্রুব সংখ্যা দিয়ে পূর্ণতা লাভ করবে বা সম্প্রসারিত হবে আইনস্টাইনের আপেক্ষিকতার মতবাদ।

সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, উপপারমাণবিক কণা নিউট্রিনোর আলোর গতিকে অতিক্রম করার সাম্প্রতিক এক পরীক্ষার খবরে বিশ্বে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তার ইঙ্গিত আজ থেকে ১০ বছর আগেই অধ্যাপক ওসমান গনি তালুকদার তাঁর একটি বইয়ে দিয়েছিলেন। বইটি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন, নিউট্রিনো নামের একটি বস্তুকণিকা আছে, যা আইনস্টাইনের সূত্রকে মানছে না। ওই সময়ে সংবাদপত্রেও তাঁর এই দাবির কথা প্রকাশিত হয়েছিল।

গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষক ওসমান গনি তালুকদার এসব তথ্য জানান। তিনি আরো জানান, আগামী ডিসেম্বরে একটি আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে তাঁরা তাঁদের এই দাবি ও তত্ত্ব প্রমাণ করবেন। এ জন্য তাঁরা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অধ্যাপক ওসমান গনি বলেন, তিনি ও মুসফিক আহমদ ১৯৯৬ সাল থেকে আইনস্টাইনের রিলেটিভিটি (আপেক্ষিকতা) মতবাদ নিয়ে গবেষণা করে আসছেন। প্রথমদিকে তাঁরা বিষয়টি নিয়ে আলাদা কাজ শুরু করেন। তবে একটা ব্যাপারে দুজনেই একমত ছিলেন যে বস্তুকণিকার বেগ আলোর চেয়ে বেশি হতে পারে। পদার্থবিজ্ঞানের কিছু বিদ্যমান তত্ত্বের ভিত্তিতেই তাঁরা এই ধারণা পান। এই ধারণাগুলো তাঁরা প্রবন্ধ আকারে বিভিন্ন জার্নালে পাঠালেও তা প্রকাশিত হয়নি। পরে অধ্যাপক ওসমান গনি নিজ উদ্যোগে ২০০১ সালে 'অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য রিলেটিভিটি' শিরোনামে একটি বই প্রকাশ করেন।

বইটি প্রকাশের সময় অধ্যাপক ওসমান গনি একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে এবং নিউট্রিনোর কিছু ব্যবহার আইনস্টাইনের রিলেটিভিটির মতবাদকে লঙ্ঘন করে। দেশের শীর্ষ দুটি দৈনিকে তাঁর এই বক্তব্য ছবিসহ প্রকাশিত হয়। সম্প্রতি অধ্যাপক মুসফিক আহমদ ও অধ্যাপক ওসমান গনির বেশ কিছু প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে এই দুই গবেষক যৌথভাবে ঘোষণা করেন, এ পর্যন্ত আইনস্টাইনের মতবাদগুলো ছিল অসম্পূর্ণ। আইনস্টাইন পাঁচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রুব সংখ্যা দিয়ে গেছেন। আর তাঁদের নির্ণিত তিনটি সমীকরণ এবং কয়েকটি ধ্রুব সংখ্যার মাধ্যমে আইনস্টাইনের মতবাদ সম্প্রসারিত হবে এবং সেই সম্প্রসারিত রূপই একবিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের ভিত্তি হবে বলে তাঁরা দাবি করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মুসফিক আহমদ সম্পর্কে অধ্যাপক ওসমান গনি লিখিত বক্তব্যে বলেন, 'মুসফিক আহমদ আমার শিক্ষাগুরু। আমাদের এই গবেষণা মূলত মুসফিক আহমদের একটি এবং আমার নিজের একটি ধারণার ওপর ভিত্তি করে।'

অধ্যাপক ওসমান গনি আরো বলেন, এর বাইরেও মুসফিক আহমদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, যার মধ্যে তিনি একটির নাম দিয়েছেন 'রেসিপ্রোকাল সাইমেট্রি'। এ-সংক্রান্ত বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রবন্ধ পর্যবেক্ষকরা অত্যন্ত উঁচুমানের বলে মূল্যায়ন করেছেন।

সংবাদ সম্মেলনে দুই গবেষক ছাড়া রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, রেজিস্ট্রার এম এ বারী, প্রক্টর চৌধুরী মুহম্মদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাবি্বর সাত্তার তাপু, জনসংযোগ কর্মকর্তা চিত্তরঞ্জন মিশ্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান কালের কণ্ঠকে বলেন, 'আমার বিশ্বাস, এই দুই গবেষক বিজ্ঞানের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।' গবেষণার কাজে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উপাচার্য আশ্বাস দেন।





সূত্রঃ কালের কন্ঠ



তাদের জানাই অভিনন্দন । আমরা আবারো প্রমান করলাম , আমরা সব পারি । শুধু একটু সুযোগ আর সহযোগীতা প্রয়োজন , আমদের এই বিজ্ঞানীদের জন্য ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১১

বিচ্ছিন্ন মানুষ বলেছেন: সত্যি । গ্রেট ।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৫

অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ । দেখা যাক । তারা বিজ্ঞানীদের সামনে প্রমান করতে পারেন কিনা । সরকারের এ ব্যপারে নজর দেওয়া দরকার ।

২| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৫

রূপক চৌধুরী বলেছেন: খুবই ভালো সংবাদ। উনাদের সফলতা কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৪

অনির্বাণ রায়। বলেছেন: জি আমিও । ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৬

আন্ধা পোলা বলেছেন: হাছা ঘটনা নাকি ভাই??আন্তর্জাতিক ভাবে কোনো নাড়াচাড়া তো শুনলাম না উনারে নিয়া?? :(

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২০

অনির্বাণ রায়। বলেছেন: ভাইরে এইডা বাংলাদেশ । সব কিছুই হয় কচ্ছপের গতিতে । দেখা যাক , সরকার সুনজর দেয় কিনা । তাদের পৃষ্টপোশকতা দরকার । নেক্সট এ তারা সম্বেলনে তাদের গবেষনা উপস্থাপন করার চেষ্টা করছেন । দেখা যাক , কি হয় ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২০

আমি মাতাল বলেছেন: কস কি মোমিন! প্রোমট করা উচিত।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪০

অনির্বাণ রায়। বলেছেন: হ । কিন্তু ক্যাডায় করব ??

৫| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২২

ShusthoChinta বলেছেন: মুসফিক আহমদ কি সেই হুজুর স্যার না কি?

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪১

অনির্বাণ রায়। বলেছেন: জানি না ভাই । আপনি কি রাবি এর নাকি??

৬| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৪

সহজ পৃথিবী বলেছেন: আলোর গতিই শেষ গতি না আরো গতি আছে।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৩

অনির্বাণ রায়। বলেছেন: ি জি জি । আরো আছে ।

৭| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উনারা যে লেভেলের মানুষ উদ্ভট কিছু দাবী তাঁরা নিশ্চই করেন নি। আন্তর্জাতিকভাবে বিজ্ঞানীমহলে এই দাবী প্রমাণ করাতে সহযোগীতা সরকারীভাবে অবশ্যই দরকার বলে মনে করি।

মেধা যে শুধুমাত্র পশ্চিমি দেশগুলির একচেটিয়া না তা এদাবী প্রতিষ্ঠিত করার মাধ্যমে সবাই মানবে নিশ্চই !

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

অনির্বাণ রায়। বলেছেন: জি অনেক ধন্যবাদ

৮| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সব পারি । শুধু একটু সুযোগ আর সহযোগীতা প্রয়োজন , আমদের এই বিজ্ঞানীদের জন্য ।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০১

অনির্বাণ রায়। বলেছেন: জি অনেক ধন্যবাদ

৯| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: গ্রেট!

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৭

অনির্বাণ রায়। বলেছেন: জি

১০| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৫

হুদাই পেচাল বলেছেন: আমি স্যার এর সরাসরি ছাত্র ছিলাম। আমার ভয়াবহ আনন্দ লাগতেসে উনার জন্য। আমার সকল স্যার এর মাঝে উনি ছিলেন সেরা। অসম্ভব ভালো মানুষ।
সত্যিই তিনি অসম্ভব ভালো মানুষ। আমি অনেক গর্ববোধ করছি উনার ছাত্র হতে পেরে। ভাই সবাই উনার জন্য দোয়া করেন। উনার এই অর্জন যেন বিশ্ব স্বীকার করে নেয়।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৮

অনির্বাণ রায়। বলেছেন: দেখা যাক । বিজ্ঞানীরা মেনে নেয় কিনা ।

১১| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৭

রাতুল খান বলেছেন: তাদের দীর্ঘ পরিশ্রমের সফলতা আশা করছি।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৯

অনির্বাণ রায়। বলেছেন: আমিও । তাদের পরিশ্রম সার্থক হোক ।

১২| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯

সত্যাশ্রয়ী বলেছেন:

দারুন খবর.....।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১০

অনির্বাণ রায়। বলেছেন: হুম । এখন পর্যন্ত

১৩| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯

ShusthoChinta বলেছেন: না ভাই,আমি জবির। রাবির ফিজিক্সের এবং অবসরপ্রাপ্ত প্রফেসর মুসফিক স্যারই,উনি আমার পরিচিত। স্যার অনেক আগে থেকেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে আর্টিকেল লেখেন এবং উনার অনেক মূল্যবান ও সাড়াজাগানো থিসিস আছে।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১১

অনির্বাণ রায়। বলেছেন: ও আইচ্ছা । :)

আশা করি তারা সফল হবেন ।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯

নাজমুল হাসান বাবু বলেছেন: সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছি।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১২

অনির্বাণ রায়। বলেছেন: আমিও

১৫| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৪

ইউটোপিয়া বলেছেন: dabita hassokor...........tara bole bistarito janano somvob na........ai sujoge gov er kisu tk khosia bedes vromon korbo r ki?

ghore bose theory deoar din ses hoise bahut age..........rat din lab a research koira manush kahil hoia jai ar ara ghore boisa sob bar koira fello?

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৫

অনির্বাণ রায়। বলেছেন: ভাই থিউরী দিতে ল্যাব লাগে এই ডা প্রথম শুনলাম । আগে জানতাম প্রুভ করতে ল্যাব লাগে ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৯

কাল্পনিক চরিত্র বলেছেন: গ্রেট!

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৩

অনির্বাণ রায়। বলেছেন: জি

১৭| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৫

ইউটোপিয়া বলেছেন: ai ti to problem.............anek kisu e janen na.........

physics ar sei level nai je ghore bose ba desk a bose akta kisu bole deoa jabe..........

onader ai ajgubi paper kono journal a publish hoy nai.........and hobeo na..........

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪০

অনির্বাণ রায়। বলেছেন: ১৩ নামবার কম্নেট পড়েন ।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৬

অনন্ত আরেফিন বলেছেন: অাশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে...

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৬

অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ

১৯| ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৭

Observer বলেছেন: সরকার দেখবে এই দুইজন আওয়ামীলীগ করে কিনা যদি না করে তাহলে এই দুইজনরে রিমান্ডে 'সব কিছু মিথ্যা' স্বীকারোক্তি নেবে।

২০| ০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

বন্ধনহীন বলেছেন: ইশ! অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য রিলেটিভিটি' নামের বইটির পিডিএফ যদি নেটে পাওয়া যেতো?

দেশে থাকলে হয়তো কেনার চেষ্টা করা যেতো।!! :-(

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৪৯

অনির্বাণ রায়। বলেছেন: :((

২১| ০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

এইতোআমি০০৭ বলেছেন: :) :) :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫২

অনির্বাণ রায়। বলেছেন: :)

২২| ০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

ঈশান বলেছেন: সরকারের উচিত প্রমোট করা। মুশফিক স্যার কে আমি চিনি, একজন নিভৃতচারি,ধার্মিক ও সজ্জন ব্যাক্তি

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৪৭

অনির্বাণ রায়। বলেছেন: , তাদের প্রচেষাট আলোর মুখ দেখুক

২৩| ০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

েমা আশরাফুল আলম বলেছেন: ইউটোপিয় You are right; the way they are approaching is not the right way. First they have to publish their theory, mathematical calculations, explanations in international journals, and then the scientific community will discuss the idea and give their feedback. It will take actually a long time.
I don’t feel that they discussed their idea with any peer academic at other university or conference.
The excuse they are giving for not publishing the paper is virtually not acceptable. If the idea has any merit, definitely that will be considered.
Now telling, govt help is required, i simply don’t understand what the government should do on it, (one option might be provide fund for attending conference or money for paying the page charge liability, but for that these people should get the conferences invitation or acceptance of manuscript, which is not the govt. duty)

২৪| ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:০৭

বন্ধনহীন বলেছেন: @মো আশরাফুল আলম & ইউটোপিয়া : আপনাদের উচিত হবে, arxiv.org গিয়ে প্রফেসর মুসফিকের পেপার গুলো পড়ে নেয়া। আরো কয়েকটা জার্নালে তার পাবলিকেশন আছে। থিওরিটিক্যাল ফিজিক্স উপর আপনাদের পড়াশুনা আছে কিনা জানি না, যদি থাকে তবে arxiv.org সাইট সম্পর্কে নির্ঘাত পরিচয় থাকবে।

সরকারী সাহায্য চাওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিওরিটিক্যাল ফিজিক্সের উপর একটা আন্তর্জাতিক সেমিনারের জন্য। এ ধরণের সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট কি রকম থাকে, আপনাদের জানার কথা।

২৫| ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩১

েমা আশরাফুল আলম বলেছেন: Dear বন্ধনহীন
Search did not retrieve any results both in arxiv.org, google scholar.
Please post some true direct link.

২৬| ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৮

বন্ধনহীন বলেছেন: আচ্ছা, আমি একটা দিচ্ছি:

Click This Link

আরো লাগলে আমাকে জানাবেন।

২৭| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৮

নষ্ট ছেলে বলেছেন: কিছুদিন আগে তো সার্নের গবেষকরা এমন একটা তথ্য দিল।
Click This Link

২৮| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:১৬

মামুন হতভাগা বলেছেন: ভাল খবর

০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:০৩

অনির্বাণ রায়। বলেছেন: জি ধন্যবাদ

২৯| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২২

সীমানা পেরিয়ে বলেছেন:


ইহুদী....নিদেনপক্ষে আমেরিকান বা ইসরায়েলী না হইলে রিকগনিশন হইবে না........// বাণীয়ে ওয়াচডগ৫৭

৩০| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৩

হিবিজিবি বলেছেন: চারদিকে এতসব খারাপ খবরের ভিড়ে একটি ভালো খবর!! সাফল্য কামনা করছি সাথে সরকারের সহযোগিতা আবশ্যক।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪২

অনির্বাণ রায়। বলেছেন: হুম

৩১| ০৯ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৪

কুটুশ মিয়া বলেছেন: ভালো খবর।তবে মুশফিক স্যারকে যাদের জানাশুনা আছে তারা অনেকেই এ বিষয়টা জানেন।বছর পাচেক আগে এক বড় ভাইয়ের কাছে প্রথম শুনেছিলাম যে বিষয়গুলা নিয়ে তিনি অনেকদিন ধরে কাজ করছেন।তাকে যারা চিনেন তারা জানেন তিনি কতটা অসাধারন এক ব্যক্তিত্ব আর এটাও ঠিক তিনি খুবই নিভৃতচারি।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৪

অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ । :)

৩২| ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২০

েমা আশরাফুল আলম বলেছেন: This is the case with arXiv,
"The arXiv (pronounced "archive", as if the "X" were the Greek letter Chi, χ) is an archive for electronic preprints of scientific papers in the fields of mathematics, physics, astronomy, computer science, quantitative biology, statistics, and quantitative finance which can be accessed via the world wide web. In many fields of mathematics and physics, almost all scientific papers are self-archived on the arXiv." -----Wikipedia.

"Although the arXiv is not peer reviewed, a collection of moderators for each area review the submissions and may recategorize any that are deemed off-topic. The lists of moderators for many sections of the arXiv are publicly available[10] but moderators for most of the physics sections remain unlisted."----Wikipedia.
I am not surprised why they did not receive any recognition.

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:২৫

শাহেরীন বলেছেন: অনেক বেশী ভাল লাগছে শুধু বিজ্ঞানী বলে নয়, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সময়টাতেই এমন একজন ভাল মনের মানুষের সান্নিধ্যে থাকতে পেরেছি বলে...
ওসমান গণি স্যার ও উনার সহযোগীদের জন্য অন্তরের অন্তঃস্থল হতে শুভেচ্ছা ও ভালবাসা.....

১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০০

অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ

৩৪| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫১

যোগী বলেছেন: আমি একজন বিখ্যাত ওসমান গনি স্যারে অখ্যাত ছাত্র। দেখি এই চান্সে অখ্যাতিটা দুর করা যায় কিনা।

১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৯

অনির্বাণ রায়। বলেছেন: ট্রাই মারতে থাকুন :-B :-B

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৩

বন্ধনহীন বলেছেন: @মো আশরাফুল আলম

দেশে একটা মজার কথা চালু আছে:
ছেলেটা ম্যাট্রিক পাশ করলে কি হবে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না।
বিশ্ববিদ্যালয় পাশ করলে কি হবে, চাকরী পাবে না।
চাকরি পেলে কি হবে, বেতন পাবে না।
বেতন এখন পেলে কি হবে, পেনশন পাবে না।

বলার কিছু নাই আর।

১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৭

অনির্বাণ রায়। বলেছেন: :D :D

৩৬| ১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৭

নভোচারী বলেছেন: ভাল খবর।

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:৩৬

েমা আশরাফুল আলম বলেছেন: Dear বন্ধনহীন
Do you understand scientific exploitation (Stunt). Remember the situation of Korean Scientists about claiming human cloning. Just wait two years and see the consequences about this matter.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.