![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের মতো মৃত্যুটাও ধ্রুব, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই আমরা জন্মকেই সম্ভাষণ জানাই আর মৃত্যুকে দেখতেই চাই না। কিছু ক্ষেত্র অবশ্য আলাদা, যেখানে জন্ম হলো মৃত্যুর চেয়েও বেশী অনাকাঙ্খিত।
এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কতটুকুই আর সময় তার মাঝেই মানুষ প্রায়ই অমানুষ হয়। প্রতিটি পদক্ষেপ, পারস্পারিক বিভেদকে চোখে আঙুল দেখায়, কিন্তু আমরা চোখ বুজেঁ থাকি ---
এই জীবনের সময়টিতে আমাদের সাথে সবচেয়ে বেশী প্রতারণা করে যে শব্দটি, তা হলো ' বিশ্বাস' । আমার কাছে এ শব্দটিকে সবচেয়ে ভয়ংকর মনে হয়. ---- কারণ। এর অনুপস্থিতি এবং প্রাবল্য দুটোই আমাদের উন্মাদ করে দেয়।
©somewhere in net ltd.