![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিলোভে সমাজতন্ত্র বিলুপ্তপ্রায়।পুঁজিবাদী
এ বাজারে কি না বিক্রি হয়!
সম্পর্ক বিক্রি হয়, মেধা বিক্রি হয়, নীতি বিক্রি হয়,মন বিক্রি হয়,বুদ্ধি বিক্রি হয়,শরীর বিক্রি হয়, শ্রম বিক্রি হয় আর সম্পদ তো প্রতিনিয়ত বিক্রি হয়।
সে হোক, আমার মত ক্ষুদ্র মানুষের তাতে কিইবা আসে যায়।
তবে আজকাল বড় ভয়ে ভয়ে বেচেঁ থাকি,
কারণ, এ পোড়া চোখ শুধু অশনিসংকেত দেখে,
এ ভীষণ আকালের দিনে যখন দেখি,
মানুষ্যত্ব আর স্বপ্নেরাও বিক্রি হয়ে যায়।
তখন একজন সংবেদনশীল মানব হৃদয়ের অভাবে অভাগী পৃথিবীর ধ্বংস অতি আসন্ন মনে হয়।
বড় দুর্ভাগা সময়ের যাত্রী আমরা!
©somewhere in net ltd.